eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, September 22, 2018

সাম্প্রতিক সাধারণ জ্ঞান - দুই দিনের



১৯ সেপ্টেম্বর ২০১৮ ( বুধবার)

৪ আশ্বিন ১৪২৫

৮ মহররম ১৪৪০

##দেশ#

১) ২০১৭-১৮ অর্থ বছরে চুড়ান্ত প্রবৃদ্ধি – ৭.৮৬%

২) বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু বার্ষিক আয় – ১৭৫১ মা.ড বা ১ লাখ ৪৩ হাজার ৭৮৯ টাকা

৩) দেশের জিডিপি গণনা করা হয় – কৃষি, শিল্প ও সেবা খাতকে কেন্দ্র করে

৪) বর্তমানে জিডিপির আকার চলতি মূল্যে – ২৭ হাজার ৪১১ কোটি ডলার

৫) ২০১৮ সালে দেশের দারিদ্র্যের হার -২১.৮%

৬) বর্তমানে অতি দারিদ্র্যের হার – ১১.৩%

৭) দারিদ্র্যের হার ০ কোঠায় নেমে আসবে -২০৩০ সালের মধ্যে

৮) পাবনার রুপপুর পরমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা দিতে রাশিয়ার সাথে বাংলাদেশ সই করে – প্রটোকল চুক্তি, ১৭ সেপ্টেম্বর ২০১৮

৯) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মিত  হচ্ছে – ২৪০০ মে. ওয়াটের ২ টি ইউনিট

১০) দেশের প্রথম ৬ লেন এক্সপ্রেসওয়ে – ঢাকা টু ফরিদপুরের ভাঙ্গা

১১) এই ৬ লেন সড়কের উদ্বোধন হবে – ১৩ অক্টোবর ২০১৮ সালে

১২) পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের উদ্বোধন হবে – ১৩ অক্টোবর ২০১৮ সালে

১৩) পদ্মা সেতুর কাজ হয়েছে – ৫৭%

১৪) দেশে বর্তমানে রেল স্টেশন – ৪৬০ টি, বন্ধ – ৯৬ টি

১৫) দেশে বর্তমানে মোট রেল লাইন – ২,৯২৯.৫০ কি.মি ( দৈর্ঘ্য)

##সম্পাদকীয়##

১৬) মিয়ানমারের সেনাবাহিনীর অফিসিয়াল নাম – তাতমাদো

১৭) রাশিয়ার শেষ হওয়া যুদ্ধ মহড়ার নাম – ভোস্তক

১৮) সেনকাকু দ্বীপ অবস্থিত – পূর্ব চীন সাগরে

১৯) সেনকাকু দ্বীপ নিয়ে বিরোধ – জাপান ও চীনের

২০) চীনের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে – রাশিয়ার

২১) কুরিল দ্বীপ অবস্থিত – জাপানের উত্তর উপকূলীয় অঞ্চলে

২২) কুরিল দ্বীপ নিয়ে বিরোধ – জাপান ও রাশিয়ার

##আন্তর্জাতিক##

২৩) গাজা সীমান্ত – ফিলিস্তিনে

২৪) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রথম বিদেশ সফর করেন – সৌদি আরবে

২৫) ট্রাম্পের সাথে পর্নো তারকা স্টর্মি ডেনিয়েলস এর সম্পপর্ক নিয়ে রচিত বইয়ের নাম – “ ফুল ডিসক্লোজার “

২৬) প্রথমবারের মতো উ. কোরিয়া সফরে গেলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট – মুনন জে ইন

২৭) উ. কোরিয়ার বর্তমান শাসক দল – ওয়ার্কার্স পার্টি

২৮) দ. কোরিয়ার বর্তমান গোয়েন্দা প্রধানের নাম – সুহ হুন

 সংগ্রহ করেছেনঃ  সালমান চৌধুরী পিয়াস

২০ সেপ্টেম্বর ২০১৮ ( বৃহস্পতিবার)

৫ আশ্বিন ১৪২৫

৯ মহররম ১৪৪০

##দেশ##

১) সড়ক পরিবহন বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয় – ১৯ সেপ্টেম্বর ২০১৮

২) এই আইনে বেপরোয়া মোটরযান চালানোর কারসে সংঘটিত দুর্ঘটনার সর্বোচ্চ শাস্তি – ৫ বছরের কারাদন্ড

৩) কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের সমমানের স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে বিল পাস হয় – ১৯ সেপ্টেম্বর ২০১৮ সালে

##সম্পাদকীয়##

৪) পাকিস্তানের জনসংখ্যা – ২২ কোটি

৫) পাকিস্তানের সংসদে ১৫৮ জন সাংসদের মধ্যে হিন্দু ও খ্রিষ্ঠান সদস্য আছেন – ৩ ও ২ জন

৬) নরেন্দ্র মোদি প্রথম মন্ত্রীসভা গঠন করেন – ২০১৪ সালের মে মাসে

৭) এই মন্ত্রীসভার একমাত্র মুসলিম সদস্য ছিলেন – নাজমা হেপাতুল্লাহ

৮) ২০১৪ সালে ভারতের শাসক দল বিজেপির নির্বাচিত কোন লোকসভার সদস্য ছিল না – মুসলিম

৯) বাংলাদেশের জাতীয় সংসদের আসন – ৩৫০ টি

১০) জাতীয় সংসদে সং রক্ষিত নারী আসন – ৫০ টি

১১) “ অ্যান অডিসি : দ্য জার্নি অব মাই লাইফ “  ও মেকিং অব দ্য নেশন “  বই দুইটির লেখক – অধ্যাপক নূরুল ইসলাম

##আন্তর্জাতিক##

১২) মিয়ানমারের স্টেট কাউন্সিলর – অং সান সুচি

১৩) বায়ূদুষণের কারনে উচ্চ ঝুঁকি – স্মৃতিভংশের

১৪) বায়ু দূষণের কারনে প্রতিবছর মারা যায় – ৪ লাখ + মানুষ

১৫) ইয়েমেনে দুর্ভিক্ষের মুখে – ৫২ লাখ শিশু ( সেভ দ্য চিলড্রেন)

১৬) ৩ তালাককে ফৌজদারি ও জামিন অযোগ্য অপরাধ হিসেবে অধ্যাদেশ জারি করেছে – ভারত

১৭) ভারতের বর্তমান রাষ্ট্রপতি – রামনাথ কোবিন্দ

১৮) ৩ তালাক প্রথা বাতিল করেছে পৃথিবীর – ২২ মুসলিমপ্রধান দেশ

১৯) কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় - ৩য় বারের মতো বৈঠক করছেন ২ কোরীয় নেতা ও প্রেসিডেন্ট

##বাণিজ্য##

২০) দেশের প্রথম ভাসমান গ্যাস টার্মিনাল – কক্সবাজারের মহেশখালীতে

২১) এই ভাসমান গ্যাস টার্মিনাল থেকে এলএনজি গ্যাস সরবরাহ শুরু হয়েছে – ১০ সেপ্টেম্বর ২০১৮

২২) চট্টগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে – রাউজানে

২৩) যুক্তরাষ্ট্র এবার শুল্ক আরোপ করছে চীনের – ২০০ বিলিয়ন ডলার পণ্যে

 সংগ্রহ করেছেনঃ  সালমান চৌধুরী পিয়াস

No comments:

Post a Comment