eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, July 9, 2019

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যলায়ের অডিটর ২০১৭ সালের প্রশ্নের উত্তরসহ


পূর্ণ মান ৭০

১। নীল দর্পন নাটকের রচয়তা কে?

জহির রাহিয়ান

মুনীর চৌধুরী

কাজী নজরুল ইসলাম

দীনবন্ধু মিত্র ★

২। অনিন্দ্য শব্দটির অর্থ কি কী?

নিন্দনীয়

আনন্দ

নিখুঁত ★

দুঃখ

৩। চয়ন শব্দের অর্থ কী ?

কঠিন

স্বপ্ন

সুন্দর

সম্ভার★

৪। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই উক্তিটি কার?

চন্দীদাস ★

বিবেকানন্দ

কাজী নজরুল ইসলাম

রবীন্দ্রনাথ ঠাকুর

৫। কি করতে হবে ভেবে পায় না তার এই অবস্থাকে বলা হয়?

বিস্মিত

কিংকর্তব্যবিমূঢ় ★

সুভাষিত

লজ্জিত

৬। নির্নিমেষ শব্দটির অর্থ কি?

আমিষ

কঠিন

অপলক ★

হৃদয়হীন

৭। পায়াভারি বাগধারাটির অর্থ কী?

কপট লোক

প্রবীণ

পদস্থ ব্যাক্তি

অহংকারী ★

৮। গড্ডালিকা প্রবাহ বাগধারাটির অর্থ কী?

অপরকে অন্ধ অনুসরণ ★

স্বেচ্ছায় প্রবাহিত হওয়া

অতিরিক্ত ব্যায় করা

আশ্রয়স্থল ত্যাগ

৯। কোন বানানটি শুদ্ধ?

দুর্বিসহ

দূর্বিষহ

দুর্বিষহ ★

দূর্বিসহ

১০। কোন বানানটি শুদ্ধ?

অভ্যন্তরীন

অভ্যন্তরীণ ★

আভ্যন্তরীণ

আভ্যন্তরীন

১১। প্রমাদ শব্দটির অর্থ কী?

বিপদ ★

আরাম

অতিরিক্ত

উজ্জ্বল

১২। লেফাফা শব্দের অর্থ কী?

বালতি

মোড়ক ★

শাবল

চিঠি

১৩। কোন বানানটি শুদ্ধ?

দুষ্কৃতকারি

দুষ্কৃতিকারী ★

দুষ্কৃতিকারী

দুষ্কৃতিকারি

১৪। কোন শব্দটি শুদ্ধ?

শীহরণ

শিহরন ★

শীহরন

শিহরণ

১৫। মূঢ়তা শব্দের অর্থ কী?

দৃঢ়তা

অনভিজ্ঞতা ★

গোপনীয়তা

বাস্তবতা

১৬। Select the appropriate meanimg of the given word ' Meager '?

Merge

Too small ★

Bright

Patlrtia

17. Select the appropriate meaning of the given word ' Rage '?'?

Anger ★

Heavy

style

Humid

18. Select the appropriate meaning of the geliven word 'Flout '?

Crucial

Disobey ★

Diminish

Flatter

19. Select the appropriate meaning of the given word 'Impediment '?

Anarchy

Dislort

Ominous

Barrier ★

20. Select the appropriate meaning of the given word

' Emancipate '?

Liberate ★

Complex

Coordinate

Emulate

21. Identify the underlined word or phrase. I don' t know where

a. (could he) ★

b.(have) c. (gone) so early in the morning. D (no Error)

22. She is a (looking)

b (forward) c (to go) ★ Europe next mont d. (no error)

23. As a ladt - he appeled to the president for mercy?

Resource

Resort ★

Solution

Force

24. The students - a protest march against the collage authorites?

Carried on ★

Staged

Causd

Walked out

25. - the situation infuriated him, he did his best to hide his anger?

Because

though ★

As

Since

26. Taher is annoyed - me?

On

With ★

Aganinst

Over

27. I opend the door as soon as i - the bell?

Have heard

Was hearing

Heard ★

Listen

28. We better - the schedule of the exam?

To check

Check ★

Checking

Checked

29. The royal palace is known - housed more than 1000 residents at one time?

To house

To be ★

To

For

30. The hybrid cars have - the features of a luxury car but also the efficiency of using less fuel than the normal cars?

That

All

In addition

Not only ★

31. I have never seen - airplane before?

Any larger

As large

Such a large ★

So large

32. I asked him if i - borrow his cap for a day?

Will

Could ★

Can

Should

33. I visit cox 's Bazar Frequently. However, i have never - Teknaf?

Went to

Visited to

Gone

Been to ★

34. This coat is - taka five thousand?

Bought

Worth ★

Sell

Available

35. Please - the matter and bring it to an end?

Expedite ★

Support

Appease

Dilute

৩৬। কোম দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত?

কাজাখস্তান

লেবানন

তুরুস্ক ★

গ্রিস

৩৭। পদ্মা সেতুর কোন কোন পিলারের উপরে প্রথম স্প্যানটি বসানো হয়েছে?

৩৪ ও ৩৫

৩৫ ও ৩৬

৩৬ ও ৩৭

৩ ৭ ও ৩৮ ★

৩৮। বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে?

লুই কান ★

মাজহারুল ইসলাম

এফ আর খান

কার্দুশিয়ার

৩৯। ইদলিব শহরটি কোন দেশে অবস্থিত?

ইরান

সিরিয়া ★

ইরাক

লেবানন

৪০। সম্প্রতি ভারতের কোন মন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন?

অর্থমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী

বিদেশ পররাষ্ট্র মন্ত্রী ★

কোনটিই নয়

৪১। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?

রাশিয়া

ইরাক

ইরান

ইসিরায়েল ★

৪২। ইরাকের মুদ্রার নাম কি?

রুপি

পাউন্ড

ডলার

দিনার ★

৪৩। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?

সাদেকা হালিম

বেগম কবিতা খানম ★

রোকেয়া হায়দার

নাজমুন মালা

৪৪। সম্প্রতি কোন স্থলবন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে?

তামাবিল স্থলবন্দর ★

আখাউড়া

হালুয়াঘাট

ভোমরা

৪৫। মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

সোনারগাঁও

মগবাজার

সেগুনবাগিচা

আগারগাঁও ★

৪৬। মহেঞ্জোদারো কোন সভ্যতার অংশ?

মিসর

সিন্ধু ★

রোমান

মেসোপোটেমিয়া

৪৭। সাঙ্গু নদী কোথায়?

সিলেট

জামালপুর

বান্দরবান ★

ফরিদপুর

৪৮। পাহারপুর কোন জেলায় অবস্থিত?

রাজশাহী

রংপুর

দিনাজপুর

নওগাঁ ★

৪৯। সৌদি আরবের রাজধানীর নাম কী?

মক্কা

মদিনা

জেদ্দা

রিয়াদ ★

৫০। ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা?

BTRC

BRTC

BRTA ★

BSTI

৫১। একজন বিক্রেতা একটি বই এর বিক্রয়মূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫ % লাভ করলো। যদি ঐ বই এর ক্রয়মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে তবে ঐ বই এর বিক্রয়মূল্য কত লেখা ছিল ?

৪০০ টাকা

৪৫০ টাকা

৫০০ টাকা ★

কোনটিই নয়

৫২। তিনটি সংখ্যার গড় x. যদি প্রথম ২ টি সংখ্যার গড় Y হয় এবং শেষ ২ টি সংখ্যার গড় Z হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত?

2y +2z +3x

3x -y-z

2y + 2z - 3x ★

কোনটিই নয়

৫৩। আরিফ একটি কাজ ৬০ দিনে করতে পারেম আরিফ এবং বাবর এক সাথে মিলে ঐ কাজ ২০ দিনে শেষ করতে পারে। বাবর একা কতদিনে ঐ কাজ শেষ করতে পারবে?

৩০ ★

৪৫

৬০

কোনটিই নয়

৫৪। সত্তর কিটার পেট্রোল অকটেন মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ঃ২। এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ঃ১ হবে?

৫ ★

১০

কোনটিই নয়

৫৫। কমলাপুর স্টেশন থেকে একটি ট্রেন সকাল ৭ টার সময় ঘন্টায় ৩০ কিমি গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল ৯ টায় আরেকটি ট্রেন ঘন্টায় ৪০ কিমি গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ট্রন দুটি কমলাপুর থেকে কত কিমি দূরে মিলিত হবে?

১২০ ★

২৪০

৩৬০

কোনটিই নয়

৫৬। আসিফ অফিসে যাবার সময় অর্ধেক দূরুত্ব ঘন্টায় ৫ কিমি বেগে অতিক্রম করলো। তার গড় বেগ ঘন্টায় কত কিমি?

১৫/৮

১৫/৪ ★

কোনটিই নয়

৫৭। একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে ৩ গুণ হবে। মূল্যবৃদ্ধি না করে পণ্যটি বিক্রিয় করলে বিক্রেতা কত মুনাফা করবে?

৫০

১০০ ★

১৫০

কোনটিই নয়

৫৮। একজন বিক্রেতা ১৭ টি কলম ৭২০ টাকায় বিক্রি করে যে লোকসান করল তা ৫ টি কলমের ক্রয়মূল্যের সমান। একটি কলমের দাম কত?

৫২

৫৪

৬০ ★

কোনটিই নয়

৫৯। দুই হাজার ছয়শত টাকা তিনজনের মধ্য এমনভাবে ভাগ করা হলো যে প্রথম ব্যাক্তি দ্বিতীয় ব্যাক্তির চেয়ে দ্বিগুণ টাকা পেল এবং দ্বিতীয় ব্যাক্তি তৃতীয় ব্যাক্তির ১/১০ গুণ টাকা পেল। তৃতীয় ব্যাক্তি কত টাকা পেল?

#সংগৃহীত

No comments:

Post a Comment