eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, August 28, 2019

কবির কলম

      ২০০৯ সালের ৭ই আগস্ট কিছু সাহিত্য প্রিয় মানুষের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত  হয় 'কবি ও কবিতা বিষয়ক সংগঠন' - কবির কলম।
                         '" করিব বিশ্ব রঙিন
                         কবিতা লালনে মোরা"'
     -এ শ্লোগানকে সামনে রেখে আমরা দীর্ঘদিন যাবৎ নবীন ও প্রবীন কবিদের কবিতা সংগ্রহ করে বিভিন্ন উৎসব- পার্বনে সাহিত্য পাতা বের করেছি। কবি ও কবিতা বিষয়ক সংগঠন হলেও আমরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয় ছিলাম।

    তথ্য প্রযুক্তির এ সময়ে কাগজের মলাটে মোড়ানো কবিতার চেয়ে অনলাইন মাধ্যমের
প্রচার ও প্রসার বেশি, মানুষ এখন প্রযুক্তিতে
অভ্যস্ত।
    এরই ধারাবাহিকতায় আমরা ও সম্মানিত কবিদের সঙ্গে আরো সহজ যোগাযোগের মাধ্যম হিসাবে 'কবির কলম' ফেইসবুক গ্রুপে লেখা আহ্বান করছি।
আমাদের এই গ্রুপে আপলোড হওয়া কবিতার মধ্য হতে আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীর মাধ্যমে প্রতি সপ্তাহে 'সাপ্তাহিক সেরা কবিতা' ঘোষণা করা হবে; এবং  প্রতিমাসে নির্বাচিত সেরা কবিতার আলোকে একজন কবিকে 'মাসিক সেরা কবি' হিসাবে ঘোষণা করা হবে।

    বিজয়ী কবির দেয়া ঠিকানা মত কুরিয়ারে পোঁছে যাবে প্রত্যয়নপত্র ও শুভেচ্ছা উপহার।

    কবির কলমে আপনি লিখুন, আপনার বন্ধু কে ও উৎসাহিত করুন। আসুন সুস্থ্য সমাজ বিনির্মানে আমরা সুন্দরের চর্চায় নিয়োজিত হয়।

     -ধন্যবাদান্তে কবির কলম

https://www.facebook.com/groups/kobir.kolom/

No comments:

Post a Comment