Monday, November 11, 2019

"অজান্তা_২" -সুমন সাহা

প্রিয় 'কবি আসমা আক্তার' এর
(#প্রত্যুত্তরঃ_আমি_অজান্তা)
কবিতার উত্তরস্বরুপ.....

সুমন সাহা
"#অজান্তা_২"

অজান্তা,
আজ তোমার গরম নিঃশ্বাসের খবর,
আমাকে দিশেহারা করেছে।

এ যেন ভাগ্যের নির্মম পরিহাস!
দু'টুকরো ভালোবাসা মিলনের আগেই
মলিন হয়েছে;
বিভাজিত হয়েছে বহুবার।
বিভাজনে বিভাজনে দূরত্ব ও বাড়িয়েছে
শত সহস্র যোজন।
অজান্তা!
অজান্তা, তোমার সূর্য যে আজ অস্তাচলে।
বহু কাল আমিও যে ভোর দেখিনা।

তোমার মনে পড়ে সেই একাকী
কৃষ্ণচূড়া গাছটার কথা;
যার তলে দু'চোখের কার্নিশে প্রতিক্ষা ভাসিয়ে
অপেক্ষা করত কেউ?
আজ ও মাঝে মাঝে সেখানে আমি যাই।

এক যুগের ব্যবধানে সেই কৃষ্ণচূড়ার সঙ্গী হয়েছে রাধাচূড়া।
আমি অবাক চোখে তাদের প্রেমলীলা অবলোকন করি।
কিভাবে রাধাচূড়া কে শৃঙ্গারে শিৎকার  করতে,
নির্বাক ভালোবাসায়,
কৃষ্ণচূড়া তার ফুলকে রক্তিম করে তুলে।

আহা! কি স্বর্গীয় প্রেম।
একটার শিকড় আরকটার যোনি ভেদ করে জরায়ুতে আশ্রয় খুঁজে!

আমার অাশ্রয় কোথায়?
আমি যে পুজার অর্ঘ্য নিয়ে বসে আছি;
আসবে না তুমি?

তারিখ: ১৭/০৯/২০১৯
সময়: রাত- ২.০০

No comments:

Post a Comment