Monday, November 11, 2019

প্রত্যাশা... - সুমন সাহা

প্রত্যাশা...
- সুমন সাহা

একটি সুন্দর সকাল,
কিছু প্রচ্ছন্ন প্রত্যাশা...
শুভ্র-শান্ত আমাদের নীড়,
যেখানে আমাদের অনাবিল বাস;
সেখানেই আমাদের স্বপ্নগুলোকে
সাজাই মনের মাধুরি মিশিয়ে।
আঁকি জীবনের ছবি সুখ আর দুঃখকে
জল রং করে।
সেখানে আমরা সবাই ভালো থাকব
আমাদের মতো করে।

*বাংলা নববর্ষের বিশেষ ক্রোড়পত্র ১৪২১ - এ প্রকাশিত।

No comments:

Post a Comment