Tuesday, November 19, 2019

কবিতা- প্রকৃতির জলসা/কলমে- সুমন সাহা

শুধুমাত্র ই-বুকের জন্য

কবিতা- প্রকৃতির জলসা
কলমে- সুমন সাহা
তারিখ- ২৪/১০/২০১৯

অমল ধবল শুভ্রমেঘের পাল তুলে,
বর্ষার কদমের হাসি শিউলিতে ভুলে,
চলে এলো ঋতুরানী শরৎ।

পালা বদলের কালচক্রে,
অনন্ত যৌবনা সুধা মেখে,
নীলাকাশের শাদা মেঘের ভেলা নিয়ে।

ফিড়ে এলো-
শিমুল তুলোর তোষকে,
কাশফুলের বালিশে,
বিলে সদ্য ফুটন্ত শাপলার চাদর আর
শুভ্রশিশিরের আদরে।

জোনাকির মৃদু-মন্দ আলোর ফোয়ারায়,
ঝিঁঝিরা আসর জমায়, ভালোবাসায়.....
পানকৌড়িরা ডুব সাঁতারে হাড়িয়ে যায়।
প্রকৃতির সাজানো এই ফুল জলসায়।

প্রেমিক যুগল ব্যস্ত প্রেম বরষনে,
শরৎ ঘুড়ে ফিড়ে আসুক-
সবার জীবনে।

সময়- রাতঃ ০৩:৩০, ব্রাহ্মণবাড়িয়া।

No comments:

Post a Comment