Tuesday, November 19, 2019

পিঠাপুলি - সুমন সাহা

পিঠাপুলি
- সুমন সাহা

গ্রামে গঞ্জের ঘরে ঘরে
লাগল খুশির ধুম,
মা কাকীরা মহাব্যস্ত
নাইযে চোখে ঘুম।

আতপ চালে, খেজুর গুড়ে
চাপল রসের পিঠা,
বছর ঘুরে আসল ফিরে
আনন্দের বার্তা।

ভোরের আলো ঢেঁকির তালে
নাচ্ছে ধুপাধুপ,
খোকা-খুকু গুনছে প্রহর
হয়ে আছে চুপ।

শিশিরস্নাত ভোরের পাখি
গাইছে শীতের গান,
কুয়াশার-ই মাদুর পেতে
ডাকল খুশির বান।

গ্রাম বাংলা পিঠার স্বাদে
হয় যে মাতোয়ারা,
বছর বছর শীতকে ঘিরে
জমায় খুশির মেলা।

খেজুর রসে উঠে জমে
বাংলার পিঠাপুলি,
ভালোবাসা বিলায় সবে
দেয়যে হৃদয় খুলি।

No comments:

Post a Comment