Monday, November 11, 2019

কবিতা- নন্দিনীরা পারে/কলমে- সুমন সাহা

কবিতা- নন্দিনীরা পারে
কলমে- সুমন সাহা

নন্দিনীরা সব পারে,
ভালোবাসার অবহেলায় ধূলিময়
আবার
নিলাক্ত লেলিহানে কৃষ্ণাবরণ।

নন্দিনীরা এতো কিছু পারে কিভাবে?

কবির কবিতায় যাদের বাস,
যে নিষ্প্রাণ দেহে কবি জাগায় শৈল্পিক শিহরণ,
আকন্ঠ ভালোবাসতে বাসতে কবি যাকে
নন্দিত করে,
নিন্দিত হবার তাদের কেন এতো হাবিলাষ?

কেন নন্দিনীরা স্বেচ্ছায় মনের নির্বাসনে যায়?
ভালোবাসার লোলুভ ইশারাতে কাছে ডেকে
মরীচিকায় হারায়।

অধর-অধঃস্তন থেকে নিতম্ব অবধি-
অশ্লীল প্রেম প্রেম খেলার নীল নকশা,
অবশেষে প্রেমিকের দীর্ঘশ্বাসে
নন্দিনীরা খুঁজে নেয় আপন ঠিকানা।

বিত্ত-বৈভব কে সুখ ভেবে আপোস করে জীবনের সাথে,
ভালোবাসাহীন সুখের রাজ্যে বসত করে অন্যের ঘরে।

নন্দিনীরা কিভাবে পারে?
...........আবেগ, সম্ভ্রম গচ্ছিত রেখে;
দেহ বিকায় অন্যজনে।

রচনাকাল- ২৪/১০/২০১৯
সময়- রাত: ৯.০০, ব্রাহ্মণবাড়িয়া।

No comments:

Post a Comment