Monday, November 11, 2019

শুভ্রনীলা-৫/-সুমন সাহা

শুভ্রনীলা-৫
-সুমন সাহা

শরতের শুভ্র মেঘে মেঘে ভাসছিল
এলোমেলো ভাবনা গুলি।
হঠাৎ দমকা বাতাসে চৈতন্য আসল,
সেই মৃদু আষটে মাতাল গন্ধ-
পাশ ফিরতেই আমি স্তম্বিত!

হঠাৎ বাসের ব্রেক!
গা ঘষাঘষিতে বিদ্যুদ্দাম....
নিয়তি এ তোমার কেমন খেলা?

অপলক দুই পাহাড়রের প্রেম প্রাণায়াম;
তারপর বাস অনেক ক্ষণ চলল.....
গন্তব্যের পর গন্তব্য,
আমরা যেন পথ হারিয়েছি।

এবার কন্ডাক্টরের হুংকার,
যাত্রা বিরতি!

নিঃশব্দ প্রেমালাপে পেড়িয়ে গেলাম লক্ষ যোজন পথ।
এ কেমন হৃদয়হীনা?
বাস থেকে নেমে গেল....
অথচ একটিবারের জন্যও পিছন ফিরে তাকালনা।

মন খারাপের বিষন্ন আকাশ নিয়ে উঠে দাঁড়াতেই দেখি
তার পায়ের একটি নূপুর পরে আছে।
নিশ্চিত হতে তাকিয়ে দেখি এক পা খালি
সদানন্দে কুঁড়িয়ে নিলাম।
নূপুরনিক্বণের পদাঘাত জানান দিল
তার মনের অব্যক্ত প্যাঁচালী।

একরাশ ভালোবাসা আর
বিষন্নতা নিয়ে ফিরে চলা।
আর কি হে হবে দেখা?

(বিঃদ্রঃ সবাই কে আলোচনা ও সমালোচনা করার জন্য অনুরোধ করা গেল। এতে আমি খুশি হবো।)

No comments:

Post a Comment