Saturday, December 21, 2019

জিহ্বা এবং স্বাদে বায়োকেমিকের ব্যবহার।

♣♣♣♣
♦জিহ্বার স্বাদ টক হলে নেট্রম ফস।
♦জিহ্বার স্বাদ কটু হলে _ ক্যাল্ক সারফ।
♦জিহ্বার স্বাদ তিক্ত হলে_ নেট্রম সালফ ও কেলি মিউর।
♦জিহ্বার স্বাদ তিক্ত সকাল বেলা _ক্যালকেরিয়া ফস।
♦জিহ্বার অগ্রভাগে ফোস্কা হলে__নেট্রম ফস,নেঃ মিউর,নেঃ সালফ।
♦জিহ্বার রং বাদামী হলে, _কেলি ফস, নেট্রম সালফ।
♦জিহ্বার বর্ণ লাল হলে,_মেগনেসিয়া ফস।
♦জিহ্বা পরিস্কার ও শুস্ক হলে_ ম্যাগনেসিয়া ফস।
♦জিহ্বা পরিস্কার ও রসাল হলে _নেট্রম ফস।
♦জিহ্বা সরের ন্যায় লেপযুক্ত_নেট্রম ফস।
♦জিহ্বা ফাটা ফাটা _ ক্যাল্ক ফ্লুওর।
♦জিহ্বা অপরিস্কার_নেট্রম সালফ,কেলি সালফ,কেলি ফস।
♦জিহ্বা সবুজ বর্ণের_নেট্রম সালফ।
♦জিহ্বা সাদা লেপদ্বারা আবৃত_কেলি মিউর,ক্যাল্ক ফস।
♦জিহ্বার দুইধার সাদা লেপ দ্বারা আবৃত_কেলি সালফ।
♦জিহ্বার দুই ধার হলুদ লেপ দ্বারা আবৃত_ নেট্রম ফস।
♦মুখে তামাটে স্বাদ_নেট্রম ফস।
♦জিহ্বা লালবর্ণ ও প্রদাহ হলে,ফেরাম ফস।
♦জিহ্বা ফেনাযুক্ত হলে _নেট্রম মিউর।
♦জিহ্বার ডগায় চুল আছে অনুভুতি_নেট্রম ফস।
♦জিহ্বার উপর হলুদ লেপ_কেলি সালফ,নেট্রম ফস।
ডাঃ রওনক আরা খানম

No comments:

Post a Comment