Wednesday, December 18, 2019

বাংলাদেশ - সুমন সাহা

বাংলাদেশ
- সুমন সাহা

বুকের রক্তে, সবুজ তক্তে
লিখা একটি নাম-
বাংলাদেশ।

বীরেরা মরে, কাপুরুষ ডরে
লড়ে যায় অবিরাম-
বাংলাদেশ।

একটি শব্দে, শত অব্দে
ঝরেছে কত প্রাণ-
বাংলাদেশ।

অসীম সাহসে, বজ্র বাতাসে
মুক্ত, পূণ্য ধাম-
বাংলাদেশ।

সবুজে ঘেরা, রক্ত ছাউয়া
শহিদ ভাইয়ের দান-
বাংলাদেশ।

No comments:

Post a Comment