Sunday, December 15, 2019

৩য় শ্রেণীর ভর্তি পরিক্ষা- মডেল টেস্ট-০১

সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ১০০
বাংলা: ৩৫

১। শব্দার্থ লিখ : ১ X৫=৫
অবনী, রূপ, দানা, মায়া, গাঢ়।

২। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি কর: ১ X৫=৫
পৃথিবী, প্রার্থনা, কিচিরমিচির, মুক্তিসেনা, মৌমাছি।

৩। যুক্তবর্ণ ভেঙে লিখ: ১ X৫=৫
ষ্ণ, ঙ্গ, জ্ঞ, ল্প, স্ম।

৪। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর? ১ X৫=৫

পিলপিল, রুপালি, কণ্ঠে, ঘাঁটি, গোয়ালে

ক. তিন সুরেলা ----- গান গাইছেন।
খ. রাতে গরুগুলো ----- থাকে।
গ. পেছনে রয়েছে মুক্তিসেনাদের বড়---।
ঘ. রাতের আকাশে---রুপালি চাঁদ দেখা যায়।
ঙ. পিঁপড়া----করে চলে।

৫. বিরাম চিহ্ন বসিয়ে বাক্যগুলো পুনরায় লিখ? ১ X৫=৫

ক. আমাদের দেশটা কত সুন্দর
খ. কী করবেন মুক্তিসেনারা
গ. কোকিলের কুহু ডাক শোনা যায়
ঘ. এটা কি তোমার
ঙ. সঙ্গে ছিলেন তাদের দলনেতা

৬. স্বাধীনতা দিবস সম্পর্কে ৫টি বাক্য লিখ। ২ X৫=১০

গণিত: ৩৫

১। কথায় লিখ : ১ X৫=৫

৫৫, ৫৭, ৯৬, ৫৯, ১/৪

২। সঠিক উত্তরটি লিখ: ১ X৫=৫

ক. ১৫স্ট৩= কত?
৩ / ৪ / ৫ /৬।

খ. ৪০ টাকায় কতটি ১০ টাকার নোট লাগবে?
২ / ৩ / ৪ / ৫

গ. অর্ধেক= কত?
১/৩, ১/২, ১/৪, ১/৫

ঘ. ১ কেজি = কত গ্রাম?
১০ / ১০০ / ৫০০ / ১০০০।

ঙ. ১ সপ্তাহ = কত দিন?
৪/৫/৬/৭

৩. শূন্যস্থান পূরণ কর। ১ X৫=৫

ক. ১ মিটার= --- সেন্টিমিটার।
খ. ৫০ টাকার দুইটি নোট = ---টাকা।
গ. তোমার বিদ্যালয় বন্ধ থাকে-----।
ঘ. এপ্রিল মাসের পরের মাস-----।
ঙ. ২৪ ঘণ্টা = ---- দিন।

৪. ১টি ঝুড়িতে ১০টি আম আছে। ৫টি ঝুড়িতে কতগুলো আম আছে? ৫

৫। ইংরেজি সাত দিনের নাম লিখ। ৬
৬। ৮ এর ঘরের নামতা লিখ। ৫

৭। চিত্র এঁকে নাম লিখ: ২ X২=৪
ক. ত্রিভুজ
খ. বৃত্ত

ইংরেজি: ৩০

Make words with letters. 1x5=5
C, B, H, D, U

Write the numbers from
1-30. 5

Re-arrange the words :
ibg, gge, odl, eta, edn. 1×5=5

Fill in the gaps. 2×5=10
A ball is ....... the table.
I .... See a monkey.
Where.......the fall?
There triangles....... red.
Its a........goat.
Write the any Rhymes .5

No comments:

Post a Comment