♦♦বন্ধ্যাত্ব ( Infertility )
সংজ্ঞা ( Definition ) <> স্ত্রীলোকদের
সন্তান উৎপাদন শক্তির অভাবকে বন্ধ্যাত্ব
বলে ।
<> কারণ ( Aetiology ) <>
★★ ডিম্বকোষের ডিম্ব উৎপাদনের বয়স না
হলে ।
★★ কোন যান্ত্রিক গোলযোগ হেতু ঋতুবন্ধ্যা
হলে ।
★★ বেশী বয়সে মেনোপোজ ( ৪৫-৬০ বছরের
মধ্যে ঋতুবন্ধ ) ।
★★ নারী গর্ভবতী থাকলে নূতন সন্তান হবে
না ।
★★ পুরুষের শুক্রকীটে ক্রোমজোম ঠিকমত না
থাকলে ।
★★ কোন কারণ বশত ডিম্বকোষে পূর্ণ সন্তান
সৃষ্টির মত ডিম্ব না সৃষ্টি হলে ।
★★ বিভিন্ন রোগের জন্য সন্তান সৃষ্টির
ক্ষমতা লোপ পেলে । এছাড়া নারী পুরুষের
কতকগুলো স্বতন্ত্র ব্যাধি থাকার কারণে বা
জনন যন্ত্রের ক্রুটি থাকার জন্য বন্ধ্যাত্ব
ভাবের সৃষ্টি হতে পারে ।
<> পুরুষের ক্ষেত্রে <>
★★ ডায়াবেটিস রোগ থাকলে ।
★★ এন্ডোক্রিন গ্রন্থির জন্য যেমন
থাইরয়েড গ্রন্থির কাজ কম হলে, পিটুইটারীর
কাজ কম হলে, পুরুষ অত্যধিক মোটা হলে ।
★★ টেস্টিস ঠিকমত গঠিত না হলে ।
★★ দীর্ঘকাল যাবৎ কঠিন প্রকৃতির রোগে
ভুগলে যেমন – কালাজ্বর, ম্যালেরিয়া,
টাইফয়েড, বসন্ত, মাম্পস ইত্যাদি ।
★★ দিনরাত অত্যধিক গরমে কাজ করলে ।
★★ যৌনাঙ্গের কোন রোগ থাকলে যেমন
গনোরিয়া, সিফিলিস ইত্যাদি ।
★★ জন্মগত ভাবে বীর্যে শুক্রকিট না থাকা
।
★★ একশিরা, হাইড্রোসিল, ফাইলেরিয়া
রোগ থাকলে ।
★★ সঙ্গমের পদ্ধতিগত ভুলের জন্য বীর্য
ঠিকমত যোনিতে প্রবেশ না করা ।
<> নারীর ক্ষেত্রে <>
★★ অতিরিক্ত রক্তহীনতা ।
★★ দৈহিক অপুষ্টি ।
★★ হরমোনজনিত গোলযোগ ।
★★ দুঃখ, শোক, পুরুষের প্রতি বিরক্ত, সন্তান
ভীতি ।
★★ জনন যন্ত্রের জন্মগত অপরিণতি এবং
যোনি ক্রিয়াশীল না থাকা । **
ডিম্বনালীতে ( Obstruction ) ।
★★ জরায়ু, ডিম্বকোষ, ডিম্বনালী, যোনিতে
টিউমার, আব, পলিপ, ক্যান্সার ।
★★ গনোরিয়া ও সিফিলিস দোষ ।
হোমিওপ্যাথিক চিকিৎসা ( Homoeopathic
Treatment )
লক্ষণ ( signs and symptoms )
★★ জরায়ুর বিভিন্ন রোগে । অতিরিক্ত
রজস্রাব হেতু রক্তহীনতা । মুত্রে অণ্ডলালা
এবং প্রচুর পরিমাণে ।
★★ জরায়ু যন্ত্রের অল্প বা অধিক স্রাব, উভয়
প্রকার স্রাবের সহিত রক্তহীনতা ও দুর্বলতার
লক্ষণ ।
★★ রক্তহীনতা, সর্বাঙ্গীণ দুর্বলতা, অলসতা,
বিষণ্ণতা ।
★★ ত্রিকাস্থি ( স্যাক্রাম ) প্রদেশে
আকর্ষণবৎ দুর্বলতা, জরায়ুর স্থানচ্যুতি,
কটিদেশে উত্তাপ, জ্বালাসহ পিঠে বেদনা,
জরায়ুর বেদনা, স্পর্শকাতরতা । এই লক্ষণগুলো
বয়ঃসন্ধিকালে, গর্ভকালে, প্রসবান্তে
অধিক দেখা যায় । রমণীদের সর্বাঙ্গীণ
দুর্বলতা ।
ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and
Application )
হেলোনিয়াস > Q । ৪ আউন্স Distilled water + 1
Drum ঔষধ মিশ্রিত করে সজোরে কয়েকবার
ঝাঁকি দিয়ে এক চামচ করে দিনে ৫/৬ বার
সেব্য ।
লক্ষণ ( signs and symptoms )
★★ গণ্ডমালার ঔষধ । ইহার দশটি পরিচায়ক
লক্ষণ –
★ গণ্ডমালা ধাতুদোষ
★ সিঁড়ি বেয়ে উপরে উঠলে অতিশয় দুর্বলতা
ও শ্বাসকষ্ট অনুভব ।
★ অতিক্ষুধা, খায় অধিক কিন্তু শরীরের
মাংসক্ষয় ।
★ আহারান্তে বা আহার করার সময় উপশম
বোধ ।
★ স্তনের শীর্ণতা প্রাপ্তি ও স্পর্শদ্বেষ ।
★ জরায়ু হতে প্রচুর রক্তস্রাব ও জরায়ুর
ক্যান্সার ।
★ পুরাতন প্রদর স্রাব, স্রাবের প্রাচুর্য,
হ্যাজাকর, কাপড়ে লাগলে কাপড় ছিদ্র হয়ে
যায় ।
★ গ্রন্থির স্ফীতি বিশেষ করে মধ্যান্ত্র
গ্রন্থি ও মলগ্রন্থির স্ফীতি ।
★ ঝিল্লীবিশিষ্ট ক্রুপকাশি, শ্বাসের
হাঁসফাঁস ।
★ উষ্ণ ঘরে রোগ লক্ষণ বৃদ্ধি ।
ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and
Application )
আয়োডিয়াম > 6 । একমাত্রা করে দিনে ৪/৬
বার সেব্য ।
লক্ষণ ( signs and symptoms )
★★ মন স্নায়ুমণ্ডল ও জনন ইন্দ্রিয়ের উপর
কাজ । তিনটি অদ্ভুত মানসিক লক্ষণ আছে ।
★ উদ্ধত, গর্ভিত, প্রগলভ প্রকৃতি, সম্ভ্রান্ত
ব্যাক্তিদের প্রতি উপেক্ষা ।
★ মানসিক ভ্রান্তি একঘণ্টা বিচরণের পর
ঘরে প্রবেশ করলে নিকটবর্তি প্রত্যেক বস্তুই
যেন ক্ষুদ্র, সকল ব্যক্তিই যেন শারীরিক ও
মানসিক গুনে নিকৃষ্ট অথচ নিজের শরীর বৃহৎ
ও মন শ্রেষ্ঠ এমন অনুভব ।
★ পরিবর্তনশীল প্রকৃতি পর্যায়ক্রমে
প্রফুল্লতা ও বিষণ্ণতা ।
★★ মানসিক লক্ষণের উপস্থিতিতে
শারীরিক লক্ষণের বিরতি এবং শারীরিক
লক্ষণের উপস্থিতিতে মানসিক লক্ষণের
নিবৃত্তি – ঔষধটির প্রধান স্নায়বিক লক্ষণ ।
★★ জরায়ু হইতে রক্তস্রাব, প্রচুর ঋতুস্রাব,
অতিরিক্ত অনুভুতি, ডিম্বাশয়ের প্রদাহ ।
হিষ্টিরিয়া রোগে উপকারী ।
ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and
Application )
ল্প্যাটিনাম > 6x বিচূর্ণ । ৪ আউন্স Distilled
water এ ৪ গ্রেন ঔষধ মিশ্রিত করে সজোরে
কয়েকবার ঝাঁকি দিয়ে ভাল করে মিশ্রিত
করে এক চামচ করে দিনে ৫/৬ বার সেব্য ।
লক্ষণ ( signs and symptoms )
★★ স্নায়ুমণ্ডলে ইহার সুস্পষ্ট ক্রিয়া প্রকাশ
পায় । শব্দে অত্যন্ত অনুভুতি জন্মে । সামান্য
শব্দেও চমকে উঠে । শব্দে চমকে উঠা লক্ষণটি
বোরাক্সের প্রধান ।
★★ নিন্মাভিমুখি গতিতে পতনের আশংকা ।
খাটে, দোলায়, গাড়ী ঘোড়ায়, পাহাড়ে,
সিঁড়িতে উঠতে ভয় ।
★★ মুখের শ্লৈষ্মিক ঝিল্লীতে ইহা ভাল
কাজ করে । চোখের পক্ষে আঠা আঠা স্রাব
লেগে রোমগুলো সংযোজিত হয় অথবা
পক্ষের রোম ভিতরের দিকে ফিরে থাকে ।
কান হতে পুঁজ স্রাব নির্গত । সাদা,
অণ্ডলালা, উষ্ণ জলের ন্যায় প্রবাহ অনুভুত ।
প্রচুর শ্বেত প্রদর লক্ষণেও ইহা উপকারী ।
শিশুদের মুখ বিবরের উপক্ষতে ইহা ভাল কাজ
করে । নাসারন্ধ্রে শুষ্ক টিপটিপকর উৎপত্তি
এবং সেগুলো তুলে ফেললে পুনরায় জন্মে,
মুখের উপক্ষতে, মুত্রমার্গের প্রদাহিত
অবস্থা, এছাড়া শ্বাসপ্রশ্বাসের যন্ত্রগুলোর
শ্লৈষ্মিক ঝিল্লীর আক্রমণেও ইহা ভাল
কাজ করে ।
ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and
Application )
বোরাক্স > 3x বিচূর্ণ । । ৪ আউন্স Distilled
water এ ৪ গ্রেন ঔষধ মিশ্রিত করে সজোরে
কয়েকবার ঝাঁকি দিয়ে ভাল করে মিশ্রিত
করে এক চামচ করে দিনে ৫/৬ বার সেব্য ।
লক্ষণ ( signs and symptoms )
★★ পৃষ্ঠাংশে ইহার অধিক ক্রিয়া । ইহার
পক্ষাঘাতের লক্ষণ নিন্মদিক হতে উপরদিকে
প্রসারিত । লোকমোটর অ্যাটাকসিয়ার
লক্ষণে ইহা সার্থক ভাবে ব্যবহৃত হয় ।
★★ শিরঘূর্ণন ইহার অন্যতম লক্ষণ – পাশের
দিকে মাথা ঘোরালে বৃদ্ধি । শয্যার পাশ
ফিরালেও বৃদ্ধি ।
★★ রমণীদের শির ঘূর্ণন সহ জরায়ু, ডিম্বাশয়
রোগে ইহা উপকারী । থেকে থেকে
মুত্রপ্রবাহের নিঃসরণ ।
★★ অর্বুদ রোগে ( টিউমার ), অর্বুদ কঠিন
পাথরের ন্যায় শক্ত, স্তনের কঠিনতা । ডান
স্তনে কোনিয়াম, বামস্তনে সাইলিসিয়া ।
ঋতুকালে স্তনদ্বয় বড়, ব্যথিত ও স্পর্শদ্বেষ ।
পুরুষ জনন ইন্দ্রিয়েও ইহা ভাল কাজ করে ।
নিদ্রিত হবা মাত্র অথবা চোখ বুজলেই দিনে
বা রাত্রে ঘর্ম নিঃসরণ । স্তন, জরায়ুর কঠিন
টিউমারে ইহা ভাল কাজ করে
ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and
Application )
কোনিয়াম > 6 । একমাত্রা করে দিনে ৪/৫
বার সেব্য ।
অন্যান্য প্রয়োজনীয় ঔষধ ( Other important
remedies ) <> সিপিয়া – 30 , ক্যাল্কেরিয়া
কার্ব – 3X বিচূর্ণ , স্যাবাইনা – 6 ,
ভাইবার্নাম – Q , ফেরাম আয়োড – 3x ।
No comments:
Post a Comment