eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, January 18, 2020

♥.বন্ধ্যাত্ব (Infertility).♥

♦♦বন্ধ্যাত্ব ( Infertility )
সংজ্ঞা ( Definition ) <> স্ত্রীলোকদের
সন্তান উৎপাদন শক্তির অভাবকে বন্ধ্যাত্ব
বলে ।
<> কারণ ( Aetiology ) <>
★★ ডিম্বকোষের ডিম্ব উৎপাদনের বয়স না
হলে ।
★★ কোন যান্ত্রিক গোলযোগ হেতু ঋতুবন্ধ্যা
হলে ।
★★ বেশী বয়সে মেনোপোজ ( ৪৫-৬০ বছরের
মধ্যে ঋতুবন্ধ ) ।
★★ নারী গর্ভবতী থাকলে নূতন সন্তান হবে
না ।
★★ পুরুষের শুক্রকীটে ক্রোমজোম ঠিকমত না
থাকলে ।
★★ কোন কারণ বশত ডিম্বকোষে পূর্ণ সন্তান
সৃষ্টির মত ডিম্ব না সৃষ্টি হলে ।
★★ বিভিন্ন রোগের জন্য সন্তান সৃষ্টির
ক্ষমতা লোপ পেলে । এছাড়া নারী পুরুষের
কতকগুলো স্বতন্ত্র ব্যাধি থাকার কারণে বা
জনন যন্ত্রের ক্রুটি থাকার জন্য বন্ধ্যাত্ব
ভাবের সৃষ্টি হতে পারে ।
<> পুরুষের ক্ষেত্রে <>
★★ ডায়াবেটিস রোগ থাকলে ।
★★ এন্ডোক্রিন গ্রন্থির জন্য যেমন
থাইরয়েড গ্রন্থির কাজ কম হলে, পিটুইটারীর
কাজ কম হলে, পুরুষ অত্যধিক মোটা হলে ।
★★ টেস্টিস ঠিকমত গঠিত না হলে ।
★★ দীর্ঘকাল যাবৎ কঠিন প্রকৃতির রোগে
ভুগলে যেমন – কালাজ্বর, ম্যালেরিয়া,
টাইফয়েড, বসন্ত, মাম্পস ইত্যাদি ।
★★ দিনরাত অত্যধিক গরমে কাজ করলে ।
★★ যৌনাঙ্গের কোন রোগ থাকলে যেমন
গনোরিয়া, সিফিলিস ইত্যাদি ।
★★ জন্মগত ভাবে বীর্যে শুক্রকিট না থাকা

★★ একশিরা, হাইড্রোসিল, ফাইলেরিয়া
রোগ থাকলে ।
★★ সঙ্গমের পদ্ধতিগত ভুলের জন্য বীর্য
ঠিকমত যোনিতে প্রবেশ না করা ।
<> নারীর ক্ষেত্রে <>
★★ অতিরিক্ত রক্তহীনতা ।
★★ দৈহিক অপুষ্টি ।
★★ হরমোনজনিত গোলযোগ ।
★★ দুঃখ, শোক, পুরুষের প্রতি বিরক্ত, সন্তান
ভীতি ।
★★ জনন যন্ত্রের জন্মগত অপরিণতি এবং
যোনি ক্রিয়াশীল না থাকা । **
ডিম্বনালীতে ( Obstruction ) ।
★★ জরায়ু, ডিম্বকোষ, ডিম্বনালী, যোনিতে
টিউমার, আব, পলিপ, ক্যান্সার ।
★★ গনোরিয়া ও সিফিলিস দোষ ।
হোমিওপ্যাথিক চিকিৎসা ( Homoeopathic
Treatment )
লক্ষণ ( signs and symptoms )
★★ জরায়ুর বিভিন্ন রোগে । অতিরিক্ত
রজস্রাব হেতু রক্তহীনতা । মুত্রে অণ্ডলালা
এবং প্রচুর পরিমাণে ।
★★ জরায়ু যন্ত্রের অল্প বা অধিক স্রাব, উভয়
প্রকার স্রাবের সহিত রক্তহীনতা ও দুর্বলতার
লক্ষণ ।
★★ রক্তহীনতা, সর্বাঙ্গীণ দুর্বলতা, অলসতা,
বিষণ্ণতা ।
★★ ত্রিকাস্থি ( স্যাক্রাম ) প্রদেশে
আকর্ষণবৎ দুর্বলতা, জরায়ুর স্থানচ্যুতি,
কটিদেশে উত্তাপ, জ্বালাসহ পিঠে বেদনা,
জরায়ুর বেদনা, স্পর্শকাতরতা । এই লক্ষণগুলো
বয়ঃসন্ধিকালে, গর্ভকালে, প্রসবান্তে
অধিক দেখা যায় । রমণীদের সর্বাঙ্গীণ
দুর্বলতা ।
ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and
Application )
হেলোনিয়াস > Q । ৪ আউন্স Distilled water + 1
Drum ঔষধ মিশ্রিত করে সজোরে কয়েকবার
ঝাঁকি দিয়ে এক চামচ করে দিনে ৫/৬ বার
সেব্য ।
লক্ষণ ( signs and symptoms )
★★ গণ্ডমালার ঔষধ । ইহার দশটি পরিচায়ক
লক্ষণ –
★ গণ্ডমালা ধাতুদোষ
★ সিঁড়ি বেয়ে উপরে উঠলে অতিশয় দুর্বলতা
ও শ্বাসকষ্ট অনুভব ।
★ অতিক্ষুধা, খায় অধিক কিন্তু শরীরের
মাংসক্ষয় ।
★ আহারান্তে বা আহার করার সময় উপশম
বোধ ।
★ স্তনের শীর্ণতা প্রাপ্তি ও স্পর্শদ্বেষ ।
★ জরায়ু হতে প্রচুর রক্তস্রাব ও জরায়ুর
ক্যান্সার ।
★ পুরাতন প্রদর স্রাব, স্রাবের প্রাচুর্য,
হ্যাজাকর, কাপড়ে লাগলে কাপড় ছিদ্র হয়ে
যায় ।
★ গ্রন্থির স্ফীতি বিশেষ করে মধ্যান্ত্র
গ্রন্থি ও মলগ্রন্থির স্ফীতি ।
★ ঝিল্লীবিশিষ্ট ক্রুপকাশি, শ্বাসের
হাঁসফাঁস ।
★ উষ্ণ ঘরে রোগ লক্ষণ বৃদ্ধি ।
ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and
Application )
আয়োডিয়াম > 6 । একমাত্রা করে দিনে ৪/৬
বার সেব্য ।
লক্ষণ ( signs and symptoms )
★★ মন স্নায়ুমণ্ডল ও জনন ইন্দ্রিয়ের উপর
কাজ । তিনটি অদ্ভুত মানসিক লক্ষণ আছে ।
★ উদ্ধত, গর্ভিত, প্রগলভ প্রকৃতি, সম্ভ্রান্ত
ব্যাক্তিদের প্রতি উপেক্ষা ।
★ মানসিক ভ্রান্তি একঘণ্টা বিচরণের পর
ঘরে প্রবেশ করলে নিকটবর্তি প্রত্যেক বস্তুই
যেন ক্ষুদ্র, সকল ব্যক্তিই যেন শারীরিক ও
মানসিক গুনে নিকৃষ্ট অথচ নিজের শরীর বৃহৎ
ও মন শ্রেষ্ঠ এমন অনুভব ।
★ পরিবর্তনশীল প্রকৃতি পর্যায়ক্রমে
প্রফুল্লতা ও বিষণ্ণতা ।
★★ মানসিক লক্ষণের উপস্থিতিতে
শারীরিক লক্ষণের বিরতি এবং শারীরিক
লক্ষণের উপস্থিতিতে মানসিক লক্ষণের
নিবৃত্তি – ঔষধটির প্রধান স্নায়বিক লক্ষণ ।
★★ জরায়ু হইতে রক্তস্রাব, প্রচুর ঋতুস্রাব,
অতিরিক্ত অনুভুতি, ডিম্বাশয়ের প্রদাহ ।
হিষ্টিরিয়া রোগে উপকারী ।
ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and
Application )
ল্প্যাটিনাম > 6x বিচূর্ণ । ৪ আউন্স Distilled
water এ ৪ গ্রেন ঔষধ মিশ্রিত করে সজোরে
কয়েকবার ঝাঁকি দিয়ে ভাল করে মিশ্রিত
করে এক চামচ করে দিনে ৫/৬ বার সেব্য ।
লক্ষণ ( signs and symptoms )
★★ স্নায়ুমণ্ডলে ইহার সুস্পষ্ট ক্রিয়া প্রকাশ
পায় । শব্দে অত্যন্ত অনুভুতি জন্মে । সামান্য
শব্দেও চমকে উঠে । শব্দে চমকে উঠা লক্ষণটি
বোরাক্সের প্রধান ।

★★ নিন্মাভিমুখি গতিতে পতনের আশংকা ।
খাটে, দোলায়, গাড়ী ঘোড়ায়, পাহাড়ে,
সিঁড়িতে উঠতে ভয় ।
★★ মুখের শ্লৈষ্মিক ঝিল্লীতে ইহা ভাল
কাজ করে । চোখের পক্ষে আঠা আঠা স্রাব
লেগে রোমগুলো সংযোজিত হয় অথবা
পক্ষের রোম ভিতরের দিকে ফিরে থাকে ।
কান হতে পুঁজ স্রাব নির্গত । সাদা,
অণ্ডলালা, উষ্ণ জলের ন্যায় প্রবাহ অনুভুত ।
প্রচুর শ্বেত প্রদর লক্ষণেও ইহা উপকারী ।
শিশুদের মুখ বিবরের উপক্ষতে ইহা ভাল কাজ
করে । নাসারন্ধ্রে শুষ্ক টিপটিপকর উৎপত্তি
এবং সেগুলো তুলে ফেললে পুনরায় জন্মে,
মুখের উপক্ষতে, মুত্রমার্গের প্রদাহিত
অবস্থা, এছাড়া শ্বাসপ্রশ্বাসের যন্ত্রগুলোর
শ্লৈষ্মিক ঝিল্লীর আক্রমণেও ইহা ভাল
কাজ করে ।
ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and
Application )
বোরাক্স > 3x বিচূর্ণ । । ৪ আউন্স Distilled
water এ ৪ গ্রেন ঔষধ মিশ্রিত করে সজোরে
কয়েকবার ঝাঁকি দিয়ে ভাল করে মিশ্রিত
করে এক চামচ করে দিনে ৫/৬ বার সেব্য ।
লক্ষণ ( signs and symptoms )
★★ পৃষ্ঠাংশে ইহার অধিক ক্রিয়া । ইহার
পক্ষাঘাতের লক্ষণ নিন্মদিক হতে উপরদিকে
প্রসারিত । লোকমোটর অ্যাটাকসিয়ার
লক্ষণে ইহা সার্থক ভাবে ব্যবহৃত হয় ।
★★ শিরঘূর্ণন ইহার অন্যতম লক্ষণ – পাশের
দিকে মাথা ঘোরালে বৃদ্ধি । শয্যার পাশ
ফিরালেও বৃদ্ধি ।
★★ রমণীদের শির ঘূর্ণন সহ জরায়ু, ডিম্বাশয়
রোগে ইহা উপকারী । থেকে থেকে
মুত্রপ্রবাহের নিঃসরণ ।
★★ অর্বুদ রোগে ( টিউমার ), অর্বুদ কঠিন
পাথরের ন্যায় শক্ত, স্তনের কঠিনতা । ডান
স্তনে কোনিয়াম, বামস্তনে সাইলিসিয়া ।
ঋতুকালে স্তনদ্বয় বড়, ব্যথিত ও স্পর্শদ্বেষ ।
পুরুষ জনন ইন্দ্রিয়েও ইহা ভাল কাজ করে ।
নিদ্রিত হবা মাত্র অথবা চোখ বুজলেই দিনে
বা রাত্রে ঘর্ম নিঃসরণ । স্তন, জরায়ুর কঠিন
টিউমারে ইহা ভাল কাজ করে
ঔষধ, শক্তি ও প্রয়োগবিধি ( Medicine and
Application )
কোনিয়াম > 6 । একমাত্রা করে দিনে ৪/৫
বার সেব্য ।
অন্যান্য প্রয়োজনীয় ঔষধ ( Other important
remedies ) <> সিপিয়া – 30 , ক্যাল্কেরিয়া
কার্ব – 3X বিচূর্ণ , স্যাবাইনা – 6 ,
ভাইবার্নাম – Q , ফেরাম আয়োড – 3x ।

No comments:

Post a Comment