eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, May 25, 2020

আজ রাতে কি 'সারপ্রাইজ' দেবেন মুশফিক?

সম্পূর্ণ ভিন্ন আবহে আজ চলছে করোনাকালের ঈদ উদযাপন। সচেতন মানুষের পাশাপাশি ক্রিকেটাররাও ঘরে বসে ঈদ উদযাপন করছেন। সবাইকে ঘরে থাকতে বলছেন। যদিও অসংখ্য মানুষ দলবেঁধে বাইরে বের হয়েছে। করোনাকে কেউ পাত্তাই দিচ্ছে না। সে যাই হোক, গত রবিবার রাতে এক সারপ্রাইজের ঘোষণা দিয়েছিলেন মুশফিক। আজ সেই সারপ্রাইজ দেওয়ার দিন। আজ রাতে কি সারপ্রাইজ দেবেন 'মি. ডিপেন্ডেবল'?
আগামীকাল ২৬ মে মঙ্গলবার মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ হবে। সে উপলক্ষ্যে তিনি এক বিশেষ ঘোষণা দেবেন নিজের ফেসবুক পেজে। যা জানা যাবে আজ সোমবার রাত ১০টায়। মুশফিক লিখেছিলেন, 'আলহামদুলিল্লাহ্! খুবই সৌভাগ্যশালী এক রমজান কাটালাম আমরা। আপনারা যেমনটা জানে, ২৬ মে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ হবে। এ উপলক্ষ্যে আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে, যা সবাই পছন্দ করবেন আমি নিশ্চিত।’
নিজের ক্যারিয়ারের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতি বছরের একটি করে সেরা অর্জনের কথা ভক্ত-সমর্থকদের জানিয়েছেন মুশফিক। এখনও পর্যন্ত জানা গেছে ১৪ দিনের কথা। আজ সোমবার রাতে হয়তো ১৫তম দিন নিয়ে বিশেষ কোন ঘোষণা দিতে চলেছেন তিনি। মুশফিক আরও লিখেছেন, 'বাংলাদেশ সময় রাত ১০টায় আমার ফেসবুক পেজের লাইভে চোখ রাখুন এবং সারপ্রাইজ জানতে পাবেন। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করুন এবং আমাদের ক্ষমা করুন।'

No comments:

Post a Comment