ইংরেজি সাল থেকে বাংলা ও আরবী সাল বের করার নিয়ম।
** ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ করলে বাংলা সাল পাওয়া যায়
# যেমনঃ কাজী নজরুল ইসলামের জন্ম ইংরেজি ১৮৯৯ সাল তাহলে বাংলা জন্ম সাল ( ১৮৯৯-৫৯৩)= ১৩০৬ সাল।
** অনুরুপভাবে, বাংলা সালের সাথে ৫৯৩ যোগ করলে ইংরেজি সাল পাওয়া যায়
# যেমন ঃ (১৩০৬+ ৫৯৩)= ১৮৯৯ সাল।
★★ ইংরেজি সাল থেকে ৫৭৮ বিয়োগ করলে আরবী সন পাওয়া যায়
# যেমনঃ নজরুলের জন্ম ইংরেজি ১৮৯৯ তাহলে আরবী সন ( ১৮৯৯-৫৭৮)= ১৩২১ সন।
** অনুরুপভাবে, আরবী সনের সাথে ৫৭৮ যোগ করলে ইংরেজি সন পাওয়া যায়।
# যেমনঃ ( ১৩২১+ ৫৭৮)= ১৮৯৯ সন।
#_collected
No comments:
Post a Comment