যে word দ্বারা noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বুঝায় তাকে Adjective বলে।
যে word দ্বারা noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বুঝায় তাকে Adjective বলে।
Adjective এর প্রকারভেদ : প্রকৃতিগত বিচারে Adjective অাট প্রকার। যথা :
1. Proper Adjective (সাধারণ বিশেষণ)
Proper Noun থেকে সৃষ্ট Adjective কে Pronoun Adjective বলে।
Example : Asian, Bangladeshi, Indian, Afghani
এইটি একটি বাংলা বই।
– This is a Bengali book.
সে ভারতীয় খাবার পছন্দ করে।
– He likes Indian food.
2. Adjective of Quality (গুণবাচক বিশেষণ)
যে Adjective Noun বা Pronoun এর দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে Adjective of Quality বলে।
Example : good, bad, wise, noble
একটি পাকা অাম নাও।
– Take a ripe mango.
নিপা একটি চালাক বালিকা।
– Nipa is a clever girl.
3. Adjective of Quantity (পরিমাণবাচক বিশেষণ)
যে Adjective Noun বা Pronoun এর পরিমাণ নির্দেশ করে তাকে Adjective of Quantity বলে।
Example : much, huge, some, a little, all, any, full, whole, enough
অামি কিছু খাদ্য চাই।
– I want some food.
তার প্রচুর টাকা অাছে।
– He has enough money.
4. Numerical Adjective (সংখ্যাবাচক বিশেষণ)
যে Adjective Noun বা Pronoun এর সংখ্যা নির্দেশ করে তাকে Numerical Adjective বলে।
Example : one, two, three …… first, second, third ……
অামার একটি কলম অাছে।
– I have a one pen.
সে শ্রেণীর প্রথম বালক।
– He is first boy in the class.
5. Demonstrative Adjective (নির্দেশক বিশেষণ)
যে Adjective কোন ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে তাকে Demonstrative Adjective বলে।
Example : this, that, such, any
এই বইটি ভালো।
– This book is good.
অামি ঐ মানুষটিকে দেখলাম।
– I saw that man.
এমন জিনিস দুর্লভ।
– Such thing is rare.
6. Distributive Adjective (বিভাজক বিশেষণ)
যে Adjective একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে তাকে Distributive Adjective বলে।
Example : each, every, either, neither
প্রত্যেক বালক খেলতে গিয়েছে।
– Each boy has gone to play.
প্রতিটি মানুষ সুখী হতে চাই।
– Every man wants to be happy.
কোনো সংবাদই সত্য নয়।
– Neither news is true.
7. Interrogative Adjective (প্রশ্নবাচক বিশেষণ)
কতকগুলো প্রশ্নসূচক শব্দ Noun এর পূর্বে Adjective এর মতো অর্থ প্রকাশ করলে তাকে Interrogative Adjective বলে।
Example : whose, which, what
কার বই ঐটি?
– Whose book is that?
কোন কলমটি তুমি চাও?
– Which pen do you want?
তুমি কোন শ্রেণিতে পড়?
– What class do you read in?
8. Possessive Adjective (সমন্ধবাচক বিশেষণ)
My, our, his, her, their, your প্রভৃতি Pronoun যখন পূর্বে বসে Adjective এর কার্য সম্পন্ন করে কখন তাকে Possessive Adjective বলে।
অন্য কথায়, অধিকার বা সম্বন্ধসূচক Adjective কে Possessive Adjective বলে।
Example : my, our, your, his, her, their.
এটি অামার অাংটি।
– This is my ring.
ঐটি তোমার বই।
– That is your book.
যে word দ্বারা noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বুঝায় তাকে Adjective বলে।
Adjective এর প্রকারভেদ : প্রকৃতিগত বিচারে Adjective অাট প্রকার। যথা :
1. Proper Adjective (সাধারণ বিশেষণ)
Proper Noun থেকে সৃষ্ট Adjective কে Pronoun Adjective বলে।
Example : Asian, Bangladeshi, Indian, Afghani
এইটি একটি বাংলা বই।
– This is a Bengali book.
সে ভারতীয় খাবার পছন্দ করে।
– He likes Indian food.
2. Adjective of Quality (গুণবাচক বিশেষণ)
যে Adjective Noun বা Pronoun এর দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে Adjective of Quality বলে।
Example : good, bad, wise, noble
একটি পাকা অাম নাও।
– Take a ripe mango.
নিপা একটি চালাক বালিকা।
– Nipa is a clever girl.
3. Adjective of Quantity (পরিমাণবাচক বিশেষণ)
যে Adjective Noun বা Pronoun এর পরিমাণ নির্দেশ করে তাকে Adjective of Quantity বলে।
Example : much, huge, some, a little, all, any, full, whole, enough
অামি কিছু খাদ্য চাই।
– I want some food.
তার প্রচুর টাকা অাছে।
– He has enough money.
4. Numerical Adjective (সংখ্যাবাচক বিশেষণ)
যে Adjective Noun বা Pronoun এর সংখ্যা নির্দেশ করে তাকে Numerical Adjective বলে।
Example : one, two, three …… first, second, third ……
অামার একটি কলম অাছে।
– I have a one pen.
সে শ্রেণীর প্রথম বালক।
– He is first boy in the class.
5. Demonstrative Adjective (নির্দেশক বিশেষণ)
যে Adjective কোন ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে তাকে Demonstrative Adjective বলে।
Example : this, that, such, any
এই বইটি ভালো।
– This book is good.
অামি ঐ মানুষটিকে দেখলাম।
– I saw that man.
এমন জিনিস দুর্লভ।
– Such thing is rare.
6. Distributive Adjective (বিভাজক বিশেষণ)
যে Adjective একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে তাকে Distributive Adjective বলে।
Example : each, every, either, neither
প্রত্যেক বালক খেলতে গিয়েছে।
– Each boy has gone to play.
প্রতিটি মানুষ সুখী হতে চাই।
– Every man wants to be happy.
কোনো সংবাদই সত্য নয়।
– Neither news is true.
7. Interrogative Adjective (প্রশ্নবাচক বিশেষণ)
কতকগুলো প্রশ্নসূচক শব্দ Noun এর পূর্বে Adjective এর মতো অর্থ প্রকাশ করলে তাকে Interrogative Adjective বলে।
Example : whose, which, what
কার বই ঐটি?
– Whose book is that?
কোন কলমটি তুমি চাও?
– Which pen do you want?
তুমি কোন শ্রেণিতে পড়?
– What class do you read in?
8. Possessive Adjective (সমন্ধবাচক বিশেষণ)
My, our, his, her, their, your প্রভৃতি Pronoun যখন পূর্বে বসে Adjective এর কার্য সম্পন্ন করে কখন তাকে Possessive Adjective বলে।
অন্য কথায়, অধিকার বা সম্বন্ধসূচক Adjective কে Possessive Adjective বলে।
Example : my, our, your, his, her, their.
এটি অামার অাংটি।
– This is my ring.
ঐটি তোমার বই।
– That is your book.
No comments:
Post a Comment