eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 11, 2016

দীনবন্ধু মিত্র

● দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন – ১৮৩০ সালে।
● তার সাহিত্য জীবনের শুরু – কবিতা দিয়ে।
● তিনি কবিতা লেখা শুরু করেন – ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায়।
● কবিতা যে সব পত্রিকায় প্রকাশিত হয় – সংবাদ সাধুরঞ্জন (১৮৪৭) সংবাদ প্রভাকর (১৯৩১)
● দিনবন্ধু মিত্র অধিক পরিচিত – নাট্যকার রূপে।
● ১৮৭১ সালে ভারত সরকার কর্তৃক লাভ করেন – রায়বাহাদুর উপাধি।
● নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ কষ্ট নিয়ে রচিত নাটক – নীলদর্পণ।
● নীলদর্পণ নাটকের অভিনয় দেখে মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসগর।
● ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ – নীলদর্পণ।
● নীলদর্পণ প্রকাশিত হয় – ১৮৬০ সালে বাংলা প্রেস থেকে।
● নীলদর্পণ নাটকটি – মেহেরপুর অঞ্চলের।
● নীলদর্পণ নাটকটি মধুসূদন অনুবাদ করেন – A Native ছদ্মনামে।
● নীলদর্পণ নাটকটি মধুসূদন দত্ত অনুবাদ করে নাম দেন – Nil Darpon or The Indigo Planting Mirror (1861)
● নীল দর্পণ নাটকটি রচিত – Uncle Toms Cabin এর অাদলে।
● ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবনিতা সঙ্গকে ব্যঙ্গ করে রচিত তাঁর প্রহসন – সধবার একাদশী।
● সমাজের প্রাচীনপন্থীদের ব্যঙ্গ করে তার রচিত প্রহসন – বিয়ে পাহলা বুড়ো।
● দীনবন্ধু মিত্র মৃত্যুবরণ করেন – ১৮৭৩ সালের ১ নভেম্বর।
● দীনবন্ধু মিত্রের রচিত সাহিত্যকর্ম :
➺ কাব্যগ্রন্থ : সুরধুনী কাব্য, দ্বাদশ কবিতা
➺ প্রহসন : সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো।
➺ নাটক : নীল দর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক, কমলে কামিনী।
➺ গল্প : যমালয়ে জীবন্ত মানুষ ও পোড়া মহেশ্বর।
● দীনবন্ধু মিত্রের সহিত্যকর্মের নাম মনে রাখার কৌশল :
কমলে কাহিনী নাটকে বিয়ে পাগলা বুড়ো একাদশীর দিন (সধবার একাদশী) জামাই বাড়িতে (জামাই বারিক) বেড়াকে গিয়ে নবীন তপস্বিনীর মেয়ে লীলাবতীকে বিয়ে করে। পরে তিনি মধুচন্দ্রিমা করার জন্য নীল নদের (নীলদর্পণ) উদ্দেশ্যে গৃহ ত্যাগ করলেন।

No comments:

Post a Comment