Wednesday, September 14, 2016

ভৌত রাশি ও এর পরিমাপ

● ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলে – রাশি।
● রাশি – ২ প্রকার। যথা: মৌলিক ও লব্ধ।
● যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে বলে – মৌলিক রাশি।
● মৌলিক রাশি – ৭টি।
● SI পদ্ধতিতে মৌলিক রাশিগুলোর একক :
➺ দৈর্ঘ্যের একক – মিটার
➺ ভরের একক – কিলোগ্রাম
➺ সময়ের একক – সেকেন্ড
➺ তাপমাত্রার একক – কেলভিন
➺ তড়িৎপ্রবাহের একক – অ্যাম্পিয়ার
➺ দীপনক্ষমতার একক – ক্যান্ডেলা
➺ পদার্থের পরিমাণেরর একক – মোল
● যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে বলে – লব্ধ রাশি।
● SI পদ্ধতিতে কয়েকটি লব্ধরাশির একক :
➺ বলের একক – নিউটন
➺ কাজ/শক্তি/তাপ এর একক – জুল
➺ ক্ষমতার একক – ওয়াট
➺ চাপের একক – প্যাসকেল
➺ কম্পাংকের একক – হার্জ
➺ অাধানেরর একক – কুলম্ব
➺ রোধের একক – ওহম
➺ পরিবাহিতার একক – সিমেন্স
➺ তেজস্ক্রিয়তার একক – বেকরেল
➺ এক্সরের একক – রনজেন্ট
➺ লেন্সের একক – ডাইঅপ্টার
● CGS এর পূর্ণরূপ – Centimetre Gram Second System
● FPS এর পূর্ণরূপ – Foot Pound Second System
● MKS এর পূর্ণরূপ – Meter Kilogram Second System
● ISO এর পূর্ণরূপ – International Organization for Standardization
● অান্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় – ১৯৬০ সালে।
● বিভিন্ন পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর ও সময়ের একক :
➺ CGS পদ্ধতিতে :
◇ দৈর্ঘ্যের একক – সেন্টিমিটার।
◇ ভরের একক – গ্রাম
◇ সময়ের একক – সেকেন্ড
➺ FPS পদ্ধতিতে :
◇ দৈর্ঘ্যের একক – ফুট
◇ ভরের একক – পাউন্ড
◇ সময়ের একক – সেকেন্ড
➺ MKS পদ্ধতিতে :
◇ দৈর্ঘ্যের একক – মিটার
◇ ভরের একক – কিলোগ্রাম
◇ সময়ের একক – সেকেন্ড
● গুরুত্বপূর্ণ পরিমাপের সম্পর্ক :
➺ ১ অশ্বক্ষমতা = ৭৪৬ ওয়াট
➺ ১ নটিক্যাল মাইল = ১৮৫৩.১৮ মিটার বা ১.৮৫ কিলোমিটার।
➺ ১ নটিক্যাল মাইল = ১.৪ মাইল
➺ ১ মাইল = ১.৬১ কিলোমিটার
➺ ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
➺ ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
➺ ১ পাউন্ড = ০.৪৫৪৫ কিলোগ্রাম
➺ ১ কিলোগ্রাম = ২.২১ পাউন্ড।
➺ ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
➺ ১ লিটার = ১০০০ ঘন সেন্টিমিটার

No comments:

Post a Comment