eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সাধারণ ধারণা

● নীতিবিদ্যার তাত্ত্বিক ও বিশ্লেষণ অংশকে নীতিবিদ্যার যে অংশে অালোচনা করা হয় – পরানীতিবিদ্যা অংশ।
● পরানীতিবিদ্যার ইংরেজী প্রতিশব্দ – Meta ethics
● পরানীতিবিদ্যার সূচনাকারী – জি. ই. ম্যূর।
● Modern Moral Philosophy গ্রন্থটির রচয়িতা – W D Hudson
● জি ই ম্যূর তার গ্রন্থে পরানীতিবিদ্যা অালোচনা করে – Principa Ethica
● পরানীতিবিদ্যার প্রধান কাজ – নৈতিক উক্তি বা ধারণার ব্যাখ্যা ও ভাষাগত বিশ্লেষণসহ নৈতিক পদের সাথে নৈতিক বচন বা সিদ্ধান্তের যৌক্তিকতা নিরূপণ করা।
● নীতিবিদ্যার অাদর্শিক ভিত্তি – সমাজ।
● নীতিবিদ্যার মূলধারা – ৪ টি।
● পরানীতিবিদ্যার অালোচ্য বিষয় – নৈতিক ভাষার অর্থ ও যুক্তি।
● নৈতিক অবধারণের মূল ভিত্তি – সমাজ
● নীতিবিজ্ঞান হলো – মানুষের অাচারণ বা ঐচ্ছিক ক্রিয়ার নৈতিক মূল্য বিচার করে যে বিজ্ঞান।
● নীতিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ – Ethica
● উৎপত্তিগত অর্থে নীতিবিজ্ঞান হলো – মানুষের রীতিনীতি বা অভ্যাস সম্পর্কিত বিজ্ঞান।
● সততা হলো – নৈতিক নিয়মানুযায়ী কর্তব্য করার যে মানসিক প্রবণতা বা বাসনা।
● নৈতিক বিচার একটি মানসিক প্রক্রিয়া – যার দ্বারা একটা কাজ ভালো কি মন্দ নির্ধারণ করা হয় এবং ভাষার মাধ্যমে তা প্রকাশ করা হয়।
● Johannesburg Plan of Implementation সুশাসনের সাথে কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয় – টেকসই উন্নয়ন।
● ‘সুশাসন’ শব্দটির সর্বপ্রথম সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করে – বিশ্বব্যাংক।
● মূল্যবোধ সুরক্ষার উদ্দেশ্যে যে শিক্ষার অায়োজন করা হয় তাই – মুল্যবোধ শিক্ষা
● মূল্যবোধ শিক্ষার ধারণা মানব মনে যে দিকটির উদ্ভব ঘটায় – বিবেকবোধ
● নৈতিক চেতনার ধারণা অাসে – দৈনন্দিন কাজের মাধ্যমে।
● মূল্যবোধ শিক্ষা অর্জনকারী ব্যক্তি হয় – সহনশীল, বিবেকসম্পন্ন, শৃঙ্খলিত।
● মূল্যবোধ শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন – পরিবারিক শিক্ষা।
● সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য – সহনশীলতা।
● সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি – সহনশীলতা।
● মূল্যবোধ বলতে বোঝায় – মানুষের অাচার অাচারণ নিয়ন্ত্রণের মানদণ্ড।
● মূল্যবোধ মানুষের জীবনে সার্বিকভাবে যে ধরণের বিশেষ ভূমিকা পালন করে – গাইডলাইন।

No comments:

Post a Comment