eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

এমবেডেড কম্পিউটার

● বাস হচ্ছে – কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথ।
● কম্পিউটার বাস হলো – এমন একগুচ্ছ তার যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত চলাচল করতে পারে।
● বস্তুগত দিক থেকে বাস হচ্ছে – কেবল বা তার অথবা সার্কিট বোর্ডের পরিবাহক লাইন।
● বাসের প্রশস্ততা বা উইডথ বলতে বুঝায় – বাসের ভিতর একই সময়ে কতকগুলো বিট চলাচল করতে পারে।
● কম্পিউটারে বাসের প্রশস্ততা মাপা হয় – বিট হিসেব করে।
● বাসের গতি মাপা হয় – মেগাহার্টজে।
● সিস্টেম বাস হচ্ছে – যে বাস সিপিইউ এর সাথে অন্যান্য অংশের সংযোগ স্থাপন করে।
● কম্পিউটার বাস বলতে বুঝায় – সিস্টেম বাসকে।
● ডেটাবাসের কাজ হচ্ছে – বিচ্ছিন্ন চিপের মধ্যে ডেটা বা তথ্য অাদান-প্রদান করা।
● ৩২ বিটের অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো – Windows 98, Windows NT, OS/2 Unix অপারেটিং সিস্টেম।
● ৬৪ বিট মাইক্রোপ্রসেসর হচ্ছে – Intel ITANIUM
● মাইক্রোপসেসর থেকে সংকেত বা নির্দেশ বহনপূর্বক সংশ্লিষ্ট অংশগুলোতে প্রেরণ করে – নিয়ন্ত্রণ বাস বা Control Bus.
● বাইরের কিছু বোর্ডকে সিপিইউ এর সাথে সরাসরি যোগাযোগ করার জন্য নকুন ধরণের যে বাস সংযুক্ত করা হয়েছে তাকে বলে – লোকাস বাস।
● VESA এর পূর্ণরূপ – Video Electronic Standard Architecture
● ৩২ বিট গতিতে ডেটা বহন করে – ভেসা বাস।
● গ্রাফিক্সের কাজের সবচেয়ে বেশি প্রয়োজন হয় – ভেসা বাস।
● PCI এর পূর্ণরূপ – Peripheral Component Interconnect
● PCI বাস হলো – ৩২ বিটের লোকাল বাস। বর্তমানে এটিকে ১৬৮ বিটের উপযোগী করা হয়েছে।
● PCI বাস উদ্ভাবন করা হয়েছে মূলত – কম্পিউটারের গঠন কাঠামোর বিভিন্ন অংশের মধ্যে দ্রুতগতিতে ডেটা পরিবহনের কাজ সম্পাদনের জন্য।
● USB – এর পূর্ণরূপ – Universal Serial Bus.
● ইনটেল মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারগুলোতে USB বাস ব্যাপকভাবে করা হচ্ছে – ১৯৯৮ সাল থেকে।
● বর্তমানে USB বাসের ভিত্তিতে তৈরি হচ্ছে – কীবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা।
● এ যাবৎকালের উদ্ভাসিত সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার বাস হলো – ফায়ারওয়্যার।
● ফায়ারওয়্যার এর সাহায্যে প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সফার সম্ভব – ৪০০ মেগাবাইট।
● AGP এর পূর্ণরূপ – Accelerated Graphics Port.
● কম্পিউটার পেরিফেরাল বলতে – ঐ সকল হার্ডওয়্যারকে বুঝায় যেগুলো কম্পিউটারের সাথে যুক্ত থেকে কার্যপরিধি ও কর্মদক্ষতা বৃদ্ধি করে।
● Computer Peripheral এর উদাহরণ হলো – কীবোর্ড, মাউস, প্রিন্টার, মাইক্রোফোন, ওয়েবক্যাম।
● কম্পিউটারের সঙ্গে পেরিফেরাল ডিভাইসগুলোর সংযোগ প্রক্রিয়াকে বলা হয় – ইন্টারফেস।
● কম্পিউটার পোর্ট বা একনধরণের পয়েন্ট বা সংযোগমুখ।
● প্যারালাল পোর্টের লজিক্যাল নাম হলো – LTP
● প্যারালাল পোর্টে যুক্ত করা হয় – প্রিন্টার, স্ক্যানার, সিডি, জিপ ড্রাইভ।
● সিরিয়াল কমিউনিকেশন ডিভাইস সংযোগ দেওয়ার পোর্টকে বলা হয় – সিরিয়াল পোর্ট।
● সিরিয়াল পোর্ট এ পিন থাকে – ৯ টি।
● সিরিয়াল পোর্ট এর উদাহরণ হলো – মডেম, মাউস সিরিয়াল কমিউনিকেশন সিরিয়াল ডিভাইস।
● কম্পিউটারের মূল মাদারবোর্ড বা ভিডিও ডিসপ্লে কার্ডে যে পোর্ট দেওয়া হয় তাকে বলে – VGA বা মনিটর পোর্ট।
● VGA পোর্ট সাহায্যে যুক্ত হয় – কম্পিউটারের সিস্টেম ইউনিট ও মনিটর।
● সিস্টেম ইউনিটের সাথে USB বাস ও USB সাপোর্টেড ডিভাইসসমূহের সংযোগ রক্ষা জন্য মাদারবোর্ড সাথে যে পোর্ট ব্যবহার করা হয় তাকে বলে -USB পোর্ট।
● অাইবিএম পিএস/২ স্ট্যান্ডার্ড চালু করেছে – ১৯৮৭ সালে।
● পিসিতে নেটওয়ার্কের জন্য একটি জনপ্রিয় ও দ্রুতগতি সম্পন্ন ব্যবস্থা হলো – ইথারনেট পোর্ট।
● অডিও ইন করার জন্য থাকে – অডিও ইন বা মাইক্রোফোন পোর্ট।
● অডিও অাউটের জন্য থাকে – অডিও অাউট বা স্পিকার পোর্ট।
● ভিডিও ইন বা অাউট করার জন্য কম্পিউটারে থাকে – ভিডিও ইনপুট বা ভিডিও অাউট পোর্ট।
● কম্পিউটারে গেম পোর্টে কনেক্টর থাকে – ১৫ পিন বিশিষ্ট।
● MIDI হলো – Musical Instrument Digital Interface.
● কম্পিউটারে গানের ইলেকট্রনিক যন্ত্রপাতি সংযোগ দিতে ব্যবহৃত হয় – MIDI পোর্ট।

No comments:

Post a Comment