eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

বাংলাদেশ মৎস্য সম্পদ

● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর অবস্থিত – ময়মনসিংহে।
● ১৯৮৬ সালের পূর্বে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ছিল – চাঁদপুরে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদু পানির মাছ গবেষণা কেন্দ্র অবস্থিত – ময়মনসিংহে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত – বাগেরহাটে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র অবস্থিত – কক্সবাজারে।
● অামাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ অামিষের মাছ থেকে অাসে – ৬০ শতাংশ।
● সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুবলার চর বিখ্যাত – মাছ ও শুটকির জন্য।
● সোনাদিয়া দ্বীপ বিখ্যাত – সামুদ্রিক মাছ শিকারের জন্য।
● বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র – হালদা নদী।
● জিডিপিতে মৎস্য খাতের অবদান – ৩.৬৯%।
● সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম – হাইল হাওড়।
● মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের পূর্বনাম – মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়।
● মৎস্য অধিদপ্তরের ইংরেজি নাম – Department of Fisheries.
● দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত – টেকনাফ, কক্সবাজার।
● মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্র – ফরিদপুরে অবস্থিত।
● মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত – চাঁদপুরে।
● মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত – নাটোর ও ঝিনাইদহে।
● দেশের ফিশ মিউজিয়াম অ্যান্ড বায়োডাইভার্সিটি সেন্টার – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে (২০১০)
● বাংলাদেশের জাতীয় মাছ – ইলিশ।
● White Gold নামে পরিচিত – বাংলাদেশের চিংড়ি সম্পদ।
● বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ির অবস্থান – চতুর্থ।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় – ১৯৮৪ সালে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাকালীন নাম – Bangladesh Fisheries Research Institute.
● বংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নামে অভিহিত করা হয় – ১৯৯৬ সালে।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর কেন্দ্র অাছে – ৫ টি। কেন্দ্রগুলো হলো :
ক. স্বাদু পানির মাছ চাষ গবেষণা কেন্দ্র – ময়মনসিংহ।
খ. নদীর মাছ গবেষণা কেন্দ্র – চাঁদাপুর।
গ. লোনাপানির মাছ গবেষণা কেন্দ্র – খুলনা
ঘ. সামুদ্রিক মাছ ও প্রযুক্তি কেন্দ্র – কক্সবাজার।
ঙ. চিংড়ি গবেষণা কেন্দ্র – বাগেরহাট।
● বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর উপকেন্দ্র – ৫ টি। যথা :
ক. রাঙ্গামাটি কাপ্তাইলেক উপকেন্দ্র
খ. সান্তাহার প্লাবণভূমি উপকেন্দ্র
গ. খেপুপাড়া নদী উপকেন্দ্র, পটুয়াখালী।
ঘ. যশোর স্বাদুপানি উপকেন্দ্র
ঙ. সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্র, নীলফামারী।

No comments:

Post a Comment