eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

এপ্রিল-২০১৫

➺ বর্তমানে বাংলাদেশে কতটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে?
উত্তর: ১৪৫ টি
➺ দেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত?
উত্তর: দর্শনা, চুয়াডাঙ্গা।
➺ দেশের একমাত্র জৈব সার কারখানার যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১৭ এপ্রিল ২০১৫
➺ ফরমালিন নিয়ন্ত্রণ অাইন ২০১৫ কবে থেকে কার্যকর হয়?
উত্তর: ৫ এপ্রিল ২০১৫
➺ নতুন উপজেলা গঠনের নূন্যতম কতটি ইউনিয়ন থাকতে হবে?
উত্তর: পৌরসভা থাকলে ৭ টি অার না থাকলে ৮ টি ইউরিয়ন।
➺ নতুন উপজেলা গঠনের জন্য অায়তন কত হবে?
উত্তর: নূন্যতম ৩০০ বর্গকিলোমিটার
➺ বর্তমানে বাংলাদেশ বিমানে অভ্যন্তরীণ রুট কতটি?
উত্তর: ৭ টি
➺ বাংলাদেশে প্রথম LEED প্লাটিনাম সনদ পাওয়া প্রথম পোশাক কারখানা কোনটি?
উত্তর: ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড, ঈশ্বরদী ইপিজেড।
➺ NSSS এর পূর্ণরূপ কি?
উত্তর: National Social Security Strategy
➺ যুব সংগঠন অাইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তর: ৩০ মার্চ ২০১৫
➺ ২০১৫ সালের ব্রিটিশ অাইনসভা নির্বাচনে কতজন বাংলাদেশি অংশগ্রহণ করে?
উত্তর: ১১ জন।
➺ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অালোচনার লক্ষ্যে গঠিত গ্রুপের নাম কি?
উত্তর: P5+1
➺ P5+1 এর পূর্ব নাম কি?
উত্তর: EU3
➺ P5+1 এর নামকরণ করা হয় কবে?
উত্তর: ২০০৬ সালে
➺ ব্রিটিশ অাইনসভার নিম্নকক্ষ হাইস অব কমন্সের অাসন সংখ্যা কত?
উত্তর: ৬৫০ টি
➺ বর্তমান বাজার মূল্যে বৃহৎ জ্বালানি কোম্পানি কোনটি?
উত্তর: পেট্রোচায়না
➺ পিস পাইপলাইনের সাথে সংশ্লিষ্ট দেশ-
উত্তর: ইরান-পাকিস্তান
➺ ৫ এপ্রিল ২০১৫ কোন দেশ পিতৃত্বকালীন ছুটি চালু করে?
উত্তর: যুক্তরাজ্য
➺ বিতর্কিত স্প্রাটলি দ্বীপপুঞ্জে কোন দেশ কংক্রিটের রানওয়ে নির্মাণ করেছে?
উত্তর: চীন
➺ রাফায়েল যুদ্ধবিমান কোন দেশভিত্তিক?
উত্তর: ফ্রান্স
➺ “দি টিন ড্রাম” উপন্যাসের লেখক কে?
উত্তর: গুন্টার গ্রাস
➺ নামিবিয়ার প্রথম নারী প্রধানম্নত্রী কে?
উত্তর: সারা কুগনজেলা
➺ নাইজেরিয়ার বর্তমান পেসিডেন্ট কে?
উত্তর: মুহামদু বুহারি
➺ জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে মোট শান্তিরক্ষা মিশন কতটি?
উত্তর : ৬৯ টি
➺ বর্তমানে কতটি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে?
উত্তর: ১৬ টি
➺ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণা শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ
➺ শান্তিরক্ষা মিশনে পুলিশ শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ
➺ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ
➺ অান্তর্জাতিক টেবিল টেনস কবে?
উত্তর: ৬ এপ্রিল
➺ অান্তর্জাতিক অালোকবর্ষ কোন সাল?
উত্তর: ২০১৫ সাল
➺ বিশ্ব বাণিজ্য সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৬১ টি
➺ ২৬ এপ্রিল কোন দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬১ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: সিসেলেস
➺ স্থায়ী শালিশি অাদালত এর বর্তমান সদস্য কতটি?
উত্তর: ১১৭ টি
➺ ২২ মার্চ ২০১৫ স্থায়ী সালিশি অাদালতের ১১৭ তম সদস্য পদ লাভ করে –
উত্তর: জর্জিয়া
➺ অান্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৪০ টি
➺ ৯ মার্চ ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা এর ১৪০ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: কলম্বিয়া
➺ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরকারী দেশ কতটি?
উত্তর: ১৯০ টি
➺ ১০ ফেব্রুয়ারি ২০১৫ কোন দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করে?
উত্তর: ২০ মার্চ কোন দেশ CTBT অনুমোদন করে?
উত্তর: অ্যাঙ্গোলা
➺ এ পর্যন্ত কতটি দেশ CTBT অনুমোদন করেছে?
উত্তর: ১৬৪ টি।
➺ ২৩ মার্চ ২০১৫ কোন দেশ অ্যান্টার্কটিক চুক্তিতে যুক্ত হয়?
উত্তর: মঙ্গোলিয়া
➺ এ পর্যন্ত কতটি দেশ অ্যান্টার্কটিক চুক্তিতে যুক্ত হয়?
উত্তর: ৫২ টি
➺ ১ মার্চ ২০১৫ ইউনিয়ন অব সাউথ অামেরিকান নেশন এর বর্তমান প্রেসিডেন্ট হেসেবে কে দায়িত্ব পালন করেন?
উত্তর: তাবারে ভাজকুয়েজ (উরুগুয়ে)
➺ SDSN এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তর: সুইজারল্যান্ড
➺ SDSN এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ কোনটি?
উত্তর: টগো
➺ SDSN এর রিপোর্টে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১০৯ তম
➺ বিশ্বের কোন দেশের সামরিক বাহিনীর সদস্য সবচেয়ে বেশি?
উত্তর: চীন
➺ বিশ্বের কোন দেশের সর্বাধিক সাবমেরিন রয়েছে?
উত্তর: যুক্তরাষ্ট্র
➺ মালালা ৩১৬২০১ কি?
উত্তর: মালালা ইউসুফজাই এর নামে নামকরণকৃত গ্রহাণু। এই গ্রহাণুটির অাবিষ্কারক অ্যামি মেইনজার
➺ ১৯৭৯ সালে ইসলামী বিল্পবের পর ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান কে?
উত্তর: মারজিয়েহ অাফখাম
➺ মার্কিন যুক্তরাষ্ট্র কবে কিউবাকে সন্ত্রাসবাদে মদদ দাতা অর্থাৎ কালো তালিকাভূক্ত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
উত্তর: ১৯৮২ সালে।

No comments:

Post a Comment