eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

মার্চ-২০১৫

➺ বাংলাদেশ ওসানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট অাইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তর: ১ মার্চ ২০১৫
➺ জাতীয় পর্যটন বর্ষ কোন সাল?
উত্তর: ২০১৬
➺ মুক্তিযুদ্ধভিত্তিক ভাষ্কর্য বিজয়গাঁথা কোথায় অবস্থিত?
উত্তর: রংপুর সেনানিবাস।
➺ বর্তমানে বাংলাদেশে চা বাগানের সংখ্যা কতটি?
উত্তর: ১৬৬ টি।
➺ চা পানে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তর: ১৬ তম।
➺ জাতিসংঘ সদর দপ্তরে “বাংলাদেশ লাউঞ্জ” উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ১৭ মার্চ ২০১৫
➺ জাতিসংঘ সদর দপ্তরে “বাংলাদেশ লাউঞ্জ” বরাদ্দ পায় কবে?
উত্তর: ২০১৪ সালে।
➺ ২৭ মার্চ ২০১৫ মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র “হরিযূপীয়” এর পরিচালক কে?
উত্তর: গোলাম মোস্তফা শিমুল।
➺ নতুন প্রস্তাবিত দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর: চট্টগ্রাম ও রাজশাহী
➺ বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) চালু করে?
উত্তর: ৩৭ তম।
➺ বাংলাদেশ কবে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) চালু হয়?
উত্তর: ৭ অাগষ্ট ২০১৪
➺ বাংলাদেশের প্রথম অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) এর নাম কি?
উত্তর: পুঁথি
➺ টিকাদান কর্মসূচিতে বৃৃতমানে বাংলাদেশ কতটি টিকা দেয়া হয়?
উত্তর: ১০ টি।
➺ ২১ মার্চ ২০১৫ বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে যুক্ত হয়েছে –
উত্তর: নিউমোনিয়া টিকা।
➺ কক্সবাজারের ‘রামু সেনানিবাস’ উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ১ মার্চ ২০১৫।
➺ বর্তমানে দেশে রাষ্ট্রয়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি?
উত্তর: ৫ টি।
➺ ২০১৫ সালের মার্চে কোন ব্যাংকটি বিশেষায়িত থেকে বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে?
উত্তর: বেসিক ব্যাংক লিমিটেড।
➺ বেসিক ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে কবে?
উত্তর: ২১ জানুয়ারী ১৯৮৯
➺ স্বাধীনতা স্তম্ভ এবং স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
➺ স্বাধীনতা স্তম্ভ ও স্বাধীনতা জাদুঘর কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়?
উত্তর: ২৬ মার্চ ২০১৫
➺ মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক কোথায় অবস্থিত?
উত্তর: কটিয়াদী, কিশোরগঞ্জ।
➺ বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে?
উত্তর: ৩ মার্চ।
➺ চা পানে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
➺ ভারতের প্রথম বেসরকারি বিমানবন্দরের নাম কি?
উত্তর: কাজী নজরুল ইসলাম বিমানবন্দর।
➺ স্বাধীন ও অাধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লি কুয়ান ইউ।
➺ ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় –
উত্তর: ইরান ও হিজবুল্লাহ
➺ হুথি বা অানসারুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন?
উত্তর: ইয়েমেন।
➺ ফেয়ারফক্স মিডিয়া কোন দেশ ভিত্তিক?
উত্তর: অস্ট্রেলিয়া
➺ কোন দেশ প্রথম হাইড্রোজেন চালিত ট্রাম কার চালু করতে যাচ্ছে?
উত্তর: চীন।
➺ অ্যাসারীয় সভ্যতা কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: ইরাক
➺ ২৬ তম অারবলীগ শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৮-২৯ মার্চ ২০১৫, মিসর।
➺ ২০১৫ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর: লুইস নীরেনবার্গ ও জন ফোর্বস ন্যাশ
➺ অান্তর্জাতিক অপরাধ অাদালত এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১২৩ টি।
➺ ১ এপ্রিল ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক অপরাধ অাদালতের ১২৩ তম সদস্যপদ লাভ করে?
উত্তর: ফিলিস্তিন।
➺ জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৭০ টি।
➺ অান্তর্জাতিক অাণবিক সংস্থার এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৬৪ টি।
➺ ৬ মার্চ ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক অাণবিক সংস্থার ১৬৪ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: জিবুতি
➺ বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে?
উত্তর: বিল গেটস
➺ EIU এর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর: সিঙ্গাপুর সিটি।
➺ EIU এর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্বের কম ব্যয়বহুল বা সস্তা শহর কোনটি?
উত্তর: করাচি, পাকিস্তান।
➺ মার্সারের তথ্য মতে, বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট বা ভালো শহর –
উত্তর: ভিয়েনা
➺ মার্সারের তথ্য মতে, বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বা খারাপ শহর –
উত্তর: বাগদাদ।
➺ IHS Zones এর তথ্যমতে, বিশ্বে অস্ত্র অামদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: সৌদি অারব
➺ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে সর্বোচ্চ দলীয় ইনিংস কত?
উত্ত: ৩২২ রান।
➺ বিশ্বকাপে পরপর চার ম্যাচে সেঞ্চুরি করেন কে?
উত্তর: কুমার সাঙ্গাকারা।
➺ বিশ্বকাপ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৩৭* রানের অধিকারী কে?
উত্তর: মার্টিন গ্যাপটিল ( নিউজিল্যান্ড)।
➺ ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতক, শতক ও ১৫০ রানের অধিকারী কে?
উত্তর: এবি ডি ভিলিয়ার্স (দ: অাফিকা)
➺ ২৫ মার্চ ১০১৫ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের সিনেট ২৬ মার্চকে কোন দিবস ঘোষণা করে?
উত্তর: বাংলাদেশ দিবস।
➺ নির্বাচন কমিশনারের মোট সংরক্ষিত প্রতীক কতটি?
উত্তর: ২১৩ টি।
➺ বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত?
উত্তর: ৬ কোটি ৫ লাখ ৮০ হাজার।
➺ বর্তমানে বাংলাদেশে বেকার সংখ্যা কত?
উত্তর: ২৫ লাখ ৮০ হাজার।
➺ ২০১৩ সালের জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত সেরা চলচিত্র কোনটি?
উত্তর: ম
➺ ২০১৩ সালের জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত সেরা চলচিত্র কোনটি?
উত্তর: মৃত্তিকা মায়া
➺ ২০১৩ সালের জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতা কে?
উত্তর: তিতাস জিয়া
➺ ২০১৩ সালের জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রী কে?
উত্তর: মৌসুমী ও শর্মিমালা
➺ বিশ্বে অালু উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: নবম (এশিয়ায় তৃতীয়)
➺ ফিরে দেখা ৭১ ঘুরে দাড়াবে বাংলাদেশ ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তর: নারায়নগঞ্জ পুলিশ লাইনে।
➺ বাংলার বিজয় ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তর: ষোলশহর, চট্টগ্রাম।
➺ মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরাবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
উত্তর: যথাক্রমে যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাসে।
➺ EFTN এর পূর্ণরুপ কি?
উত্তর: Electronic Fund Transfer Network
➺ বর্তমানে দেশে HIV অাক্রান্ত ব্যক্তির সংখ্যা কত?
উত্তর: ৩৬৭৪ জন। ঝুকিতে রয়েছে ১৪৩০০ জন।
➺ ২৪ মার্চ ২০১৫ কোন জেলায় প্রথম বারের মতো চা চাষ শুরু হয়?
উত্তর: নীলফামারী।
➺ মুল্যস্ফীতি এমন একটি অসুখ, যা গোটা সমাজকে ধ্বংস করে দিতে পারে। উক্তিটি কার?
উত্তর: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মিল্টন ফিডম্যান (যুক্তরাষ্ট্র)
➺ বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনীর দেশ কোনটি?
উত্তর: চীন।
➺ ইসলামিক স্টেট এর নেতা অাবু বকর অাল বাগদাদি তার অনুসারীদের কাছে কি নামে পরিচিত?
উত্তর: খলিফা ইব্রাহীম।
➺ প্রাচীন নগরী ‘হাত্রা’ কোথায় অবস্থিত?
উত্তর: ইরাক।
➺ ২০১৫ সালের মার্চে কোন সংগঠন ইসলামিক স্টেট এর প্রতি অানুগত্য স্বীকার করে?
উত্তর: নাইজেরিয়ান বোকো হারাম
➺ ইনডিয়ান ডটার প্রামাণ্যচিত্রের পরিচালক কে?
উত্তর: লেসলি উডউইন (যুক্তরাজ্য)
➺ অাইভরি কোষ্টের লৌহমানবী হিসেবে খ্যাত কে?
উত্তর: সিমোন বাগবো
➺ বিশ্বঘুম দিবস কবে?
উত্তর: মার্চ মাসের দ্বিতীয় শুক্রবার।
➺ দিনে কত গ্রামের বেশি লবণ খাওয়া স্বাস্থের জন্য ক্ষতিকর?
উত্তর : ৫ গ্রাম, অর্থাৎ ৫ চা চামচের বেশি।
➺ শ্রীলংকার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর: মাঙ্গালা সামারাবিরা
➺ ২২ মার্চ ২০১৫ শ্রীলংকা সেনাবাহিনীর সর্বোচ্চ খেতাব ‘ফিল্ডমার্শাল’ পান কে?
উত্তর: শরৎ ফনসেকা।
➺ প্রস্তাবিত কটন রুট এর প্রবর্তক কে?
উত্তর: ভারত
➺২০১৬ সালে মার্কিন নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিত
ার ঘোষণা দেন কে?
উত্তর: রিপাবলিকান সিনেটের টেড ক্রুজ (২৩ মার্চ ২০১৫)
➺ বিশ্বের প্রথম ডটকম ডোমেইনের রেজিষ্টেশন হয় কবে?
উত্তর: ১৫ মার্চ ১৯৮৫
➺ নীল নদের ওপর কোন দেশ মহারেনেসা বাধ নির্মাণ করেছে।
উত্তর: ইথিওপিয়া
➺ জার্মানউইংস কি?
উত্তর: জার্মান উইংস হচ্ছে জার্মানির বিমান সংস্থা লুফথানসা এর সহযোগী সংস্থা যারা কম খরচে যাত্রী পরিবহন করে।
➺ প্রথম শ্রণির ক্রিকেট ইনিংসে কে সর্বাধিক ছক্কা মারেন?
উত্তর: কলিন মানরো, নিউজিল্যান্ড (২৩ টি)
➺ বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ তে টানা চার ম্যাচে সেঞ্চুরি করেন কে?
উত্তর: কুমার সাঙ্গাকারা
➺ বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য ফাইনাল কে?
উত্তর: জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
➺ বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য টুর্নামেন্ট কে?
উত্তর: মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
➺ বিশ্বকাপ ক্রিকেট -২০১৫ এ চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: অস্ট্রেলিয়া।

No comments:

Post a Comment