➺ বাংলাদেশ ওসানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট অাইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তর: ১ মার্চ ২০১৫
➺ জাতীয় পর্যটন বর্ষ কোন সাল?
উত্তর: ২০১৬
➺ মুক্তিযুদ্ধভিত্তিক ভাষ্কর্য বিজয়গাঁথা কোথায় অবস্থিত?
উত্তর: রংপুর সেনানিবাস।
➺ বর্তমানে বাংলাদেশে চা বাগানের সংখ্যা কতটি?
উত্তর: ১৬৬ টি।
➺ চা পানে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তর: ১৬ তম।
➺ জাতিসংঘ সদর দপ্তরে “বাংলাদেশ লাউঞ্জ” উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ১৭ মার্চ ২০১৫
➺ জাতিসংঘ সদর দপ্তরে “বাংলাদেশ লাউঞ্জ” বরাদ্দ পায় কবে?
উত্তর: ২০১৪ সালে।
➺ ২৭ মার্চ ২০১৫ মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র “হরিযূপীয়” এর পরিচালক কে?
উত্তর: গোলাম মোস্তফা শিমুল।
➺ নতুন প্রস্তাবিত দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর: চট্টগ্রাম ও রাজশাহী
➺ বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) চালু করে?
উত্তর: ৩৭ তম।
➺ বাংলাদেশ কবে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) চালু হয়?
উত্তর: ৭ অাগষ্ট ২০১৪
➺ বাংলাদেশের প্রথম অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) এর নাম কি?
উত্তর: পুঁথি
➺ টিকাদান কর্মসূচিতে বৃৃতমানে বাংলাদেশ কতটি টিকা দেয়া হয়?
উত্তর: ১০ টি।
➺ ২১ মার্চ ২০১৫ বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে যুক্ত হয়েছে –
উত্তর: নিউমোনিয়া টিকা।
➺ কক্সবাজারের ‘রামু সেনানিবাস’ উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ১ মার্চ ২০১৫।
➺ বর্তমানে দেশে রাষ্ট্রয়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি?
উত্তর: ৫ টি।
➺ ২০১৫ সালের মার্চে কোন ব্যাংকটি বিশেষায়িত থেকে বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে?
উত্তর: বেসিক ব্যাংক লিমিটেড।
➺ বেসিক ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে কবে?
উত্তর: ২১ জানুয়ারী ১৯৮৯
➺ স্বাধীনতা স্তম্ভ এবং স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
➺ স্বাধীনতা স্তম্ভ ও স্বাধীনতা জাদুঘর কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়?
উত্তর: ২৬ মার্চ ২০১৫
➺ মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক কোথায় অবস্থিত?
উত্তর: কটিয়াদী, কিশোরগঞ্জ।
➺ বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে?
উত্তর: ৩ মার্চ।
➺ চা পানে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
➺ ভারতের প্রথম বেসরকারি বিমানবন্দরের নাম কি?
উত্তর: কাজী নজরুল ইসলাম বিমানবন্দর।
➺ স্বাধীন ও অাধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লি কুয়ান ইউ।
➺ ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় –
উত্তর: ইরান ও হিজবুল্লাহ
➺ হুথি বা অানসারুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন?
উত্তর: ইয়েমেন।
➺ ফেয়ারফক্স মিডিয়া কোন দেশ ভিত্তিক?
উত্তর: অস্ট্রেলিয়া
➺ কোন দেশ প্রথম হাইড্রোজেন চালিত ট্রাম কার চালু করতে যাচ্ছে?
উত্তর: চীন।
➺ অ্যাসারীয় সভ্যতা কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: ইরাক
➺ ২৬ তম অারবলীগ শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৮-২৯ মার্চ ২০১৫, মিসর।
➺ ২০১৫ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর: লুইস নীরেনবার্গ ও জন ফোর্বস ন্যাশ
➺ অান্তর্জাতিক অপরাধ অাদালত এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১২৩ টি।
➺ ১ এপ্রিল ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক অপরাধ অাদালতের ১২৩ তম সদস্যপদ লাভ করে?
উত্তর: ফিলিস্তিন।
➺ জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৭০ টি।
➺ অান্তর্জাতিক অাণবিক সংস্থার এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৬৪ টি।
➺ ৬ মার্চ ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক অাণবিক সংস্থার ১৬৪ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: জিবুতি
➺ বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে?
উত্তর: বিল গেটস
➺ EIU এর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর: সিঙ্গাপুর সিটি।
➺ EIU এর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্বের কম ব্যয়বহুল বা সস্তা শহর কোনটি?
উত্তর: করাচি, পাকিস্তান।
➺ মার্সারের তথ্য মতে, বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট বা ভালো শহর –
উত্তর: ভিয়েনা
➺ মার্সারের তথ্য মতে, বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বা খারাপ শহর –
উত্তর: বাগদাদ।
➺ IHS Zones এর তথ্যমতে, বিশ্বে অস্ত্র অামদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: সৌদি অারব
➺ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে সর্বোচ্চ দলীয় ইনিংস কত?
উত্ত: ৩২২ রান।
➺ বিশ্বকাপে পরপর চার ম্যাচে সেঞ্চুরি করেন কে?
উত্তর: কুমার সাঙ্গাকারা।
➺ বিশ্বকাপ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৩৭* রানের অধিকারী কে?
উত্তর: মার্টিন গ্যাপটিল ( নিউজিল্যান্ড)।
➺ ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতক, শতক ও ১৫০ রানের অধিকারী কে?
উত্তর: এবি ডি ভিলিয়ার্স (দ: অাফিকা)
➺ ২৫ মার্চ ১০১৫ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের সিনেট ২৬ মার্চকে কোন দিবস ঘোষণা করে?
উত্তর: বাংলাদেশ দিবস।
➺ নির্বাচন কমিশনারের মোট সংরক্ষিত প্রতীক কতটি?
উত্তর: ২১৩ টি।
➺ বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত?
উত্তর: ৬ কোটি ৫ লাখ ৮০ হাজার।
➺ বর্তমানে বাংলাদেশে বেকার সংখ্যা কত?
উত্তর: ২৫ লাখ ৮০ হাজার।
➺ ২০১৩ সালের জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত সেরা চলচিত্র কোনটি?
উত্তর: ম
➺ ২০১৩ সালের জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত সেরা চলচিত্র কোনটি?
উত্তর: মৃত্তিকা মায়া
➺ ২০১৩ সালের জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতা কে?
উত্তর: তিতাস জিয়া
➺ ২০১৩ সালের জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রী কে?
উত্তর: মৌসুমী ও শর্মিমালা
➺ বিশ্বে অালু উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: নবম (এশিয়ায় তৃতীয়)
➺ ফিরে দেখা ৭১ ঘুরে দাড়াবে বাংলাদেশ ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তর: নারায়নগঞ্জ পুলিশ লাইনে।
➺ বাংলার বিজয় ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তর: ষোলশহর, চট্টগ্রাম।
➺ মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরাবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
উত্তর: যথাক্রমে যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাসে।
➺ EFTN এর পূর্ণরুপ কি?
উত্তর: Electronic Fund Transfer Network
➺ বর্তমানে দেশে HIV অাক্রান্ত ব্যক্তির সংখ্যা কত?
উত্তর: ৩৬৭৪ জন। ঝুকিতে রয়েছে ১৪৩০০ জন।
➺ ২৪ মার্চ ২০১৫ কোন জেলায় প্রথম বারের মতো চা চাষ শুরু হয়?
উত্তর: নীলফামারী।
➺ মুল্যস্ফীতি এমন একটি অসুখ, যা গোটা সমাজকে ধ্বংস করে দিতে পারে। উক্তিটি কার?
উত্তর: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মিল্টন ফিডম্যান (যুক্তরাষ্ট্র)
➺ বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনীর দেশ কোনটি?
উত্তর: চীন।
➺ ইসলামিক স্টেট এর নেতা অাবু বকর অাল বাগদাদি তার অনুসারীদের কাছে কি নামে পরিচিত?
উত্তর: খলিফা ইব্রাহীম।
➺ প্রাচীন নগরী ‘হাত্রা’ কোথায় অবস্থিত?
উত্তর: ইরাক।
➺ ২০১৫ সালের মার্চে কোন সংগঠন ইসলামিক স্টেট এর প্রতি অানুগত্য স্বীকার করে?
উত্তর: নাইজেরিয়ান বোকো হারাম
➺ ইনডিয়ান ডটার প্রামাণ্যচিত্রের পরিচালক কে?
উত্তর: লেসলি উডউইন (যুক্তরাজ্য)
➺ অাইভরি কোষ্টের লৌহমানবী হিসেবে খ্যাত কে?
উত্তর: সিমোন বাগবো
➺ বিশ্বঘুম দিবস কবে?
উত্তর: মার্চ মাসের দ্বিতীয় শুক্রবার।
➺ দিনে কত গ্রামের বেশি লবণ খাওয়া স্বাস্থের জন্য ক্ষতিকর?
উত্তর : ৫ গ্রাম, অর্থাৎ ৫ চা চামচের বেশি।
➺ শ্রীলংকার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর: মাঙ্গালা সামারাবিরা
➺ ২২ মার্চ ২০১৫ শ্রীলংকা সেনাবাহিনীর সর্বোচ্চ খেতাব ‘ফিল্ডমার্শাল’ পান কে?
উত্তর: শরৎ ফনসেকা।
➺ প্রস্তাবিত কটন রুট এর প্রবর্তক কে?
উত্তর: ভারত
➺২০১৬ সালে মার্কিন নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিত
ার ঘোষণা দেন কে?
উত্তর: রিপাবলিকান সিনেটের টেড ক্রুজ (২৩ মার্চ ২০১৫)
➺ বিশ্বের প্রথম ডটকম ডোমেইনের রেজিষ্টেশন হয় কবে?
উত্তর: ১৫ মার্চ ১৯৮৫
➺ নীল নদের ওপর কোন দেশ মহারেনেসা বাধ নির্মাণ করেছে।
উত্তর: ইথিওপিয়া
➺ জার্মানউইংস কি?
উত্তর: জার্মান উইংস হচ্ছে জার্মানির বিমান সংস্থা লুফথানসা এর সহযোগী সংস্থা যারা কম খরচে যাত্রী পরিবহন করে।
➺ প্রথম শ্রণির ক্রিকেট ইনিংসে কে সর্বাধিক ছক্কা মারেন?
উত্তর: কলিন মানরো, নিউজিল্যান্ড (২৩ টি)
➺ বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ তে টানা চার ম্যাচে সেঞ্চুরি করেন কে?
উত্তর: কুমার সাঙ্গাকারা
➺ বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য ফাইনাল কে?
উত্তর: জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
➺ বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য টুর্নামেন্ট কে?
উত্তর: মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
➺ বিশ্বকাপ ক্রিকেট -২০১৫ এ চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: অস্ট্রেলিয়া।
Wednesday, September 14, 2016
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
সাম্প্রতিক বিষয়াবলী
Labels:
সাম্প্রতিক বিষয়াবলী
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment