eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 11, 2016

বিশ্বের কৃষিজ সম্পদ

★ বিশ্বে গড়ে মাথাপিছু জমির পরিমাণ – ০.১১ হেক্টর।
★ বিশ্বের প্রথম বায়োটেক শস্যের পথচলা শুরু হয় – ১৯৯৬ সলে।
★ ISAAA এর পূর্ণরূপ – International Service for Acquisition of Agri-biotech Applications.
★ IRRI এর পূর্ণরূপ – International Rice Research Institute.
★ IRRI প্রতিষ্ঠিত হয় – ১৯৬০ সালে।
★ IRRI এর সদর দপ্তর অবস্থিত – লস ব্যানোস, ফিলিপাইন।
★ যুক্তরাষ্ট্রের যে অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় – প্রেইরি।
★ চা’র উৎপত্তি – চীনে, ৩৫০ খ্রিষ্ট পূর্বাব্দে।
★ অান্তর্জাতিক পাট সংস্থার নাম – International Jute Study Group (IJSG)
★ IJSG এর প্রধান কার্যালয় – ঢাকা
★ পৃথিবীর চিনির অাধার বলা হয় – কিউবাকে।
★ কতিপয় ফসল উৎপাদনে শীর্ষদেশ :
→ ধান – চীন
→ গম – চীন
→ চা – চীন
→ তুলা – চীন
→ অাপেল – চীন
→ তামাক – চীন
→ রেশম – চীন
→ প্রাকৃতিক রাবার – ইন্দোনেশিয়া
→ সিনথেটিক রাবার – যুক্তরাষ্ট্র
→ সয়াবিন তেল – যুক্তরাষ্ট্র
→ ভুট্টা – যুক্তরাষ্ট্র
→ চিনি – ব্রাজিল
→ কফি – ব্রাজিল
→ ইক্ষু – ব্রাজিল
→ পামওয়েল – মালয়েশিয়া
→ পাট – ভারত
→ কোকো – অাইভরি কোস্ট
→ নারিকেল তেল – ফিলিপাইন।

No comments:

Post a Comment