Verb বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কালকে Tense বলে।
Tense এর প্রকারভেদ :
Tense প্রধানত তিন প্রকার। যথা :
1. Present Tense (বর্তমান কাল) :
বর্তমানে Verb বা ক্রিয়া সংঘটিত হওয়ায় সময়কে Present Tense বলে।
Present Tense তিন প্রকার। যথা:
a. Present Indefinite Tense () :
সাধারণ কোন কাজ বর্তমানে সম্পন্ন হয়, কিন্তু কাজটির সমাপ্তি কোনটিরই নির্দেশ করে না, এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Present Indefinite Tense বলে।
চেনার উপায় : বাংলা ক্রিয়ার শেষে ও মাঝে ল, ত, ম, ব, তে, য়া ব্যতীত অন্য বর্ণ থাকলে Present Indefinite Tense বলে।
Structure : Subject + Verb (s/es) + Extension.
Example :
– অামি চিঠি লিখি।
I write a letter
– অামরা চিঠি লিখি।
We write a letter
– তুমি/তোমরা চিঠি লিখ।
You write a letter.
– সে চিঠি লিখে।
He/She writes a letter.
– নাসিমা চিঠি লিখে।
Nasima writes a letter.
Note : Subject Third Person Singular Number হলে Verb এর সাথে s/es যোগ করতে হয়।
Example : Ratul goes to school.
b. Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল) :
সাধারণত বর্তমানে কোন কাজ চলছে কিন্তু শেষ হয়নি, এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Present Continuous Tense বলে।
চেনার উপায় : সাধু ভাষায় বাংলা ক্রিয়ায় তে থাকে।
উদাহরণ :
– অাকাশ ভাত খাইতেছে (খাচ্ছে)।
– রুনু ঘুড়ি উড়াইতেছে (উড়াচ্ছে)।
Structure : Subject + am/is/are + Verb এর Present Participle + Extension
Example :
– অামি অামার বাসার কাজ করিতেছি।
I am doing my homework.
– অামরা একটি মুভি দেখিতেছি।
We are watching a movie.
– তুমি/তোমরা একটি গান গাইতেছ।
You are singing a song.
– সে একটি চিঠি লিখিতেছে।
– He/She is writing a letter.
– তারা বই পড়িতেছে।
They are reading books.
Note : Subject First Person Singular Number হলে Auxiliary Verb ‘am‘ Subject Third Person Singular Number হলে Auxiliary Verb ‘is’ বসে। বাকি অন্য Subject এর ক্ষেত্রে Auxiliary Verb ‘are’ বসে।
c. Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল) :
কোন কাজ এই মাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনও বর্তমান অাছে এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Present Perfect Tense বলে।
চেনার উপায় : সাধু ভাষায় বাংলা ক্রিয়ায় য়া থাকে।
উদাহরণ :
– সে নাস্তা করিয়াছে (করেছে)।
– তুহিন পরীক্ষা দিয়াছে (দিয়েছে)।
Structure : Subject + have/has + Verb এর Past Participle Form + Extension.
Example :
– অামি অামার অাঙ্গুল কাটিয়া ফেলিয়াছি।
I have cut my finger.
– তুমি/তোমরা সব বিস্কুট খেয়ে ফেলিয়াছ।
You have eaten all the biscuits.
– সে/হাসিনা বইটি কিনিয়াছে।
He/She/Hasina has bought the books.
– তারা মেলাই গিয়াছে।
They have gone to fair.
Note : Subject Third Person Singular Number হলে Auxiliary Verb হিসেবে has বসে। বাকি অন্য Subject এর ক্ষেত্রে Auxiliary Verb হিসেবে have বসে।
d. Present Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান বর্তমান কাল) :
অতীতে কোন কাজ শুরু হয়ে এখনো চলছে এরূপ বোঝাতে Verb যে রূপ হয় তাকে Present Perfect Continuous Tense বলে।
চেনার উপায় : বাংলা সাধু ভাষায় বাক্যে Perfect এর জন্য ‘য়া’ এবং Continuous এর জন্য ‘তে’ থাকে।
উদাহারণ : ঘোড়াটি দ্রুতবেগে চলিয়া যাইতেছে (চলে যাচ্ছে)।
Structure : Subject + have/has + been + Verb এর Present Participle + Extension
Example :
– অামি/অামরা দুই দিন ধরিয়া এ কাজটি করিতেছি।
I/We have been doing this work for two days
– তুমি/তোমরা পাঁচ বছর ধরিয়া/যাবৎ এ শহরে বাস করিতেছ।
You have been living in this town for five years.
– সে/হাসান এ মাস ধরিয়া রোজা রাখিয়াছে।
He/She/Hasan has been keeping fast for one month
– তারা সারা বিকাল ধরিয়া ক্রিকেট খেলিতেছে।
They have been playing cricket all the evening.
Tense এর প্রকারভেদ :
Tense প্রধানত তিন প্রকার। যথা :
1. Present Tense (বর্তমান কাল) :
বর্তমানে Verb বা ক্রিয়া সংঘটিত হওয়ায় সময়কে Present Tense বলে।
Present Tense তিন প্রকার। যথা:
a. Present Indefinite Tense () :
সাধারণ কোন কাজ বর্তমানে সম্পন্ন হয়, কিন্তু কাজটির সমাপ্তি কোনটিরই নির্দেশ করে না, এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Present Indefinite Tense বলে।
চেনার উপায় : বাংলা ক্রিয়ার শেষে ও মাঝে ল, ত, ম, ব, তে, য়া ব্যতীত অন্য বর্ণ থাকলে Present Indefinite Tense বলে।
Structure : Subject + Verb (s/es) + Extension.
Example :
– অামি চিঠি লিখি।
I write a letter
– অামরা চিঠি লিখি।
We write a letter
– তুমি/তোমরা চিঠি লিখ।
You write a letter.
– সে চিঠি লিখে।
He/She writes a letter.
– নাসিমা চিঠি লিখে।
Nasima writes a letter.
Note : Subject Third Person Singular Number হলে Verb এর সাথে s/es যোগ করতে হয়।
Example : Ratul goes to school.
b. Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল) :
সাধারণত বর্তমানে কোন কাজ চলছে কিন্তু শেষ হয়নি, এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Present Continuous Tense বলে।
চেনার উপায় : সাধু ভাষায় বাংলা ক্রিয়ায় তে থাকে।
উদাহরণ :
– অাকাশ ভাত খাইতেছে (খাচ্ছে)।
– রুনু ঘুড়ি উড়াইতেছে (উড়াচ্ছে)।
Structure : Subject + am/is/are + Verb এর Present Participle + Extension
Example :
– অামি অামার বাসার কাজ করিতেছি।
I am doing my homework.
– অামরা একটি মুভি দেখিতেছি।
We are watching a movie.
– তুমি/তোমরা একটি গান গাইতেছ।
You are singing a song.
– সে একটি চিঠি লিখিতেছে।
– He/She is writing a letter.
– তারা বই পড়িতেছে।
They are reading books.
Note : Subject First Person Singular Number হলে Auxiliary Verb ‘am‘ Subject Third Person Singular Number হলে Auxiliary Verb ‘is’ বসে। বাকি অন্য Subject এর ক্ষেত্রে Auxiliary Verb ‘are’ বসে।
c. Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল) :
কোন কাজ এই মাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনও বর্তমান অাছে এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Present Perfect Tense বলে।
চেনার উপায় : সাধু ভাষায় বাংলা ক্রিয়ায় য়া থাকে।
উদাহরণ :
– সে নাস্তা করিয়াছে (করেছে)।
– তুহিন পরীক্ষা দিয়াছে (দিয়েছে)।
Structure : Subject + have/has + Verb এর Past Participle Form + Extension.
Example :
– অামি অামার অাঙ্গুল কাটিয়া ফেলিয়াছি।
I have cut my finger.
– তুমি/তোমরা সব বিস্কুট খেয়ে ফেলিয়াছ।
You have eaten all the biscuits.
– সে/হাসিনা বইটি কিনিয়াছে।
He/She/Hasina has bought the books.
– তারা মেলাই গিয়াছে।
They have gone to fair.
Note : Subject Third Person Singular Number হলে Auxiliary Verb হিসেবে has বসে। বাকি অন্য Subject এর ক্ষেত্রে Auxiliary Verb হিসেবে have বসে।
d. Present Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান বর্তমান কাল) :
অতীতে কোন কাজ শুরু হয়ে এখনো চলছে এরূপ বোঝাতে Verb যে রূপ হয় তাকে Present Perfect Continuous Tense বলে।
চেনার উপায় : বাংলা সাধু ভাষায় বাক্যে Perfect এর জন্য ‘য়া’ এবং Continuous এর জন্য ‘তে’ থাকে।
উদাহারণ : ঘোড়াটি দ্রুতবেগে চলিয়া যাইতেছে (চলে যাচ্ছে)।
Structure : Subject + have/has + been + Verb এর Present Participle + Extension
Example :
– অামি/অামরা দুই দিন ধরিয়া এ কাজটি করিতেছি।
I/We have been doing this work for two days
– তুমি/তোমরা পাঁচ বছর ধরিয়া/যাবৎ এ শহরে বাস করিতেছ।
You have been living in this town for five years.
– সে/হাসান এ মাস ধরিয়া রোজা রাখিয়াছে।
He/She/Hasan has been keeping fast for one month
– তারা সারা বিকাল ধরিয়া ক্রিকেট খেলিতেছে।
They have been playing cricket all the evening.
No comments:
Post a Comment