eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

ভাইরাস ও ব্যাকটেরিয়া

★ ডেঙ্গু মশার বাহক – এডিস মশা।
★ ব্যাকটেরিয়া সংক্রমণে – যক্ষ্মা রোগ হয়।
★ নিউক্লিয়াস এবং সাইট্রোপ্লাজম নেই — ভাইরাস দেহে।
★ পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে — দুষিত খাদ্য, পানি দ্বারা।
★ HIV সংক্রমণের শেষ পর্যায় হলো – এইডস।
★ এইডস রোগের ভাইরাস – HIV
★ ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে — তামাক কাছে।
★ চা গাছে রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া
★ এইডস সংক্রমণের জন্য ঝুকিপূর্ণ — অল্পবয়সী ছেলেমেয়েরা।
★ এইডস প্রতিরোধের ক্ষেত্রে অধিকতর কাযর্করী — সচেতনতা সৃষ্টি।
★ জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো — ভাইরাস।
★ যক্ষ্মার টিকা — বিসিজি।
★ পেনিসিলিন অাবিস্কার করেন — অালেকজান্ডার ফ্লেমিং।
★ ব্যাকটেরিয়াজনিত রোগ নয় — পোলিও।
★ অ্যানথ্রাক্স রোগের টিকা অাবিষ্কার করেন — লুই পাস্তুর।
★ ভাইরাস একটি – কোষহীন জীব।
★ ব্যাকটেরিয়া একটি -প্রাক-কেন্দ্রিক।
★ AIDS – এর অভিব্যক্তি – Acquired Immune Deficiency Syndrome.
★ বার্ড ফ্লু এর উৎস — মুরগী।
★ ডিফথেরিয়া রোগে অাক্রান্ত হয় – গলা।
★ যে সব ভাইরাস ব্যাকটেরিয়াকে অাক্রমণ করে, তাদেরকে বলা হয় — ব্যাকটেরিওফাজ।
★ হেপাটাইটিস রোগের প্রধান কারণ — ভাইরাস।
★ যে সকল প্রাণী এক মানবদেহ অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাকে বলে — ভেক্টর।
★ বিসিজি টিকা ব্যবহার করা হয় — যক্ষা প্রতিরোধের জন্য।
★ পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় — দুধকে।
★ Viral Disease হলো – Influenza
★ এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে — এইডস রোগে দেহের প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
★ প্রাণী দেহে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী পদার্থের নাম– অ্যান্টিবডি।
★ কোনটি রক্ত অামাশয়ের জীবাণু — সিগেলা।
★ এক ধরণের প্রচুর ব্যাকটেরিয়া অামরা পাই — দইয়ের সাথে।
★ ডেঙ্গুজ্বরের বাহক — মশা।
★ রাইজোবিয়াম হলো — ব্যাকটেরিয়া।
★ যেটি কলেরা, টাইফয়েড এবং যক্ষা রোগ সৃষ্টি করে — ব্যাকটেরিয়া।
★ যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় — প্যাথজেনিক।
★ প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম — Yersina pestis
★ জলবসন্তের রোগ জীবাণুর নাম — Varicella
★ স্ট্রিট ভাইরাস জীবাণু হলো — রেবিস রোগের।
★ বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় — ইনফ্লুয়েঞ্জা।

No comments:

Post a Comment