● সমগ্র বাঙ্গালি জনগোষ্ঠী বিভক্ত – দুই ভাগে।
● অার্যপূর্ব জনগোষ্ঠী মূলত বিভক্ত – চার ভাগে।
● অার্যদের অাগমনের পূর্বে এ দেশে বসবাস ছিল – অনার্যদের।
● নেগ্রিটোদের উৎখাত করে – অস্ট্রিক জাতি।
● বাংলাদেশের প্রাচীন জাতি – দ্রাবিড়।
● বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে – অস্ট্রিক জাতি থেকে।
● বাঙালি জাতির গড়ে উঠেছে – অস্ট্রিক, দ্রাবিড় ও অার্য জাতির সংমিশ্রণে।
● সর্বপ্রথম দেশবাচক শব্দ ‘বাংলা’ যে গ্রন্থে ব্যবহৃত হয় – অাইন-ই-অাকবরী।
● গারো, কোচ, ত্রিপুরা, চাকমা ইত্যাদি উপজাতি যে গোষ্ঠীভূক্ত – অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় বা ভোটচীনীয়।
● বর্তমান বাঙালি জাতির পরিচয় – সংকর জাতি হিসেবে।
● বৈদিক যুগ বলে – অার্য যুগকে।
● অার্য জাতি সমাধিক বিকাশ লাভ করে – পাল শাসনামলে।
● অার্যদের অাদি নিবাস – ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলে।
● অার্যদের ধর্মগ্রন্থের নাম – বেগ।
● বাংলার অাদিম।অধিবাসী হলো – অনার্য ভাষাভাষী শবর, পুলিন্দ, হাড়ি, ডোম, চন্ডাল প্রভৃতি সম্প্রদায়।
● অার্যদের প্রভাব স্থাপনের পরে বঙ্গদেশে যে জাতির অাগমন হয় – মঙ্গোলীয় বা ভোটচীনীয় জাতি।
● বাঙালির জনজীবন গড়ে উঠেছে – অন্তত দেড় হাজার বছরের অনুশীলন, গ্রহণ, বর্জন ও রূপান্তরের মাধ্যমে।
● অার্যগণ প্রথম উপমহাদেশে অাগমন করে – সম্ভবত খ্রিষ্টপূর্বাব্দ ১৪০০ বা ১৫০০ অব্দে।
● অার্যজাতি ভারতে প্রবেশ করার পর প্রথমে বসতি স্থাপন করে – সিন্ধু বিধৌতনঅঞ্চলে।
● প্রাচীন কর্ণসুবর্ণ বলতে বোঝায় – অাধুনিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে।
● অস্ট্রিক জাতি বঙ্গভুমিকে প্রবেশ করে – ইন্দোচীন থেকে অাসাম হয়ে।
● অার্যপূর্ব জনগোষ্ঠী মূলত বিভক্ত – চার ভাগে।
● অার্যদের অাগমনের পূর্বে এ দেশে বসবাস ছিল – অনার্যদের।
● নেগ্রিটোদের উৎখাত করে – অস্ট্রিক জাতি।
● বাংলাদেশের প্রাচীন জাতি – দ্রাবিড়।
● বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে – অস্ট্রিক জাতি থেকে।
● বাঙালি জাতির গড়ে উঠেছে – অস্ট্রিক, দ্রাবিড় ও অার্য জাতির সংমিশ্রণে।
● সর্বপ্রথম দেশবাচক শব্দ ‘বাংলা’ যে গ্রন্থে ব্যবহৃত হয় – অাইন-ই-অাকবরী।
● গারো, কোচ, ত্রিপুরা, চাকমা ইত্যাদি উপজাতি যে গোষ্ঠীভূক্ত – অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় বা ভোটচীনীয়।
● বর্তমান বাঙালি জাতির পরিচয় – সংকর জাতি হিসেবে।
● বৈদিক যুগ বলে – অার্য যুগকে।
● অার্য জাতি সমাধিক বিকাশ লাভ করে – পাল শাসনামলে।
● অার্যদের অাদি নিবাস – ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলে।
● অার্যদের ধর্মগ্রন্থের নাম – বেগ।
● বাংলার অাদিম।অধিবাসী হলো – অনার্য ভাষাভাষী শবর, পুলিন্দ, হাড়ি, ডোম, চন্ডাল প্রভৃতি সম্প্রদায়।
● অার্যদের প্রভাব স্থাপনের পরে বঙ্গদেশে যে জাতির অাগমন হয় – মঙ্গোলীয় বা ভোটচীনীয় জাতি।
● বাঙালির জনজীবন গড়ে উঠেছে – অন্তত দেড় হাজার বছরের অনুশীলন, গ্রহণ, বর্জন ও রূপান্তরের মাধ্যমে।
● অার্যগণ প্রথম উপমহাদেশে অাগমন করে – সম্ভবত খ্রিষ্টপূর্বাব্দ ১৪০০ বা ১৫০০ অব্দে।
● অার্যজাতি ভারতে প্রবেশ করার পর প্রথমে বসতি স্থাপন করে – সিন্ধু বিধৌতনঅঞ্চলে।
● প্রাচীন কর্ণসুবর্ণ বলতে বোঝায় – অাধুনিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে।
● অস্ট্রিক জাতি বঙ্গভুমিকে প্রবেশ করে – ইন্দোচীন থেকে অাসাম হয়ে।
No comments:
Post a Comment