eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 13, 2016

বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ

● সমগ্র বাঙ্গালি জনগোষ্ঠী বিভক্ত – দুই ভাগে।
● অার্যপূর্ব জনগোষ্ঠী মূলত বিভক্ত – চার ভাগে।
● অার্যদের অাগমনের পূর্বে এ দেশে বসবাস ছিল – অনার্যদের।
● নেগ্রিটোদের উৎখাত করে – অস্ট্রিক জাতি।
● বাংলাদেশের প্রাচীন জাতি – দ্রাবিড়।
● বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে – অস্ট্রিক জাতি থেকে।
● বাঙালি জাতির গড়ে উঠেছে – অস্ট্রিক, দ্রাবিড় ও অার্য জাতির সংমিশ্রণে।
● সর্বপ্রথম দেশবাচক শব্দ ‘বাংলা’ যে গ্রন্থে ব্যবহৃত হয় – অাইন-ই-অাকবরী।
● গারো, কোচ, ত্রিপুরা, চাকমা ইত্যাদি উপজাতি যে গোষ্ঠীভূক্ত – অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় বা ভোটচীনীয়।
● বর্তমান বাঙালি জাতির পরিচয় – সংকর জাতি হিসেবে।
● বৈদিক যুগ বলে – অার্য যুগকে।
● অার্য জাতি সমাধিক বিকাশ লাভ করে – পাল শাসনামলে।
● অার্যদের অাদি নিবাস – ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলে।
● অার্যদের ধর্মগ্রন্থের নাম – বেগ।
● বাংলার অাদিম।অধিবাসী হলো – অনার্য ভাষাভাষী শবর, পুলিন্দ, হাড়ি, ডোম, চন্ডাল প্রভৃতি সম্প্রদায়।
● অার্যদের প্রভাব স্থাপনের পরে বঙ্গদেশে যে জাতির অাগমন হয় – মঙ্গোলীয় বা ভোটচীনীয় জাতি।
● বাঙালির জনজীবন গড়ে উঠেছে – অন্তত দেড় হাজার বছরের অনুশীলন, গ্রহণ, বর্জন ও রূপান্তরের মাধ্যমে।
● অার্যগণ প্রথম উপমহাদেশে অাগমন করে – সম্ভবত খ্রিষ্টপূর্বাব্দ ১৪০০ বা ১৫০০ অব্দে।
● অার্যজাতি ভারতে প্রবেশ করার পর প্রথমে বসতি স্থাপন করে – সিন্ধু বিধৌতনঅঞ্চলে।
● প্রাচীন কর্ণসুবর্ণ বলতে বোঝায় – অাধুনিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে।
● অস্ট্রিক জাতি বঙ্গভুমিকে প্রবেশ করে – ইন্দোচীন থেকে অাসাম হয়ে।

No comments:

Post a Comment