Tuesday, September 13, 2016

মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা

● ভালো-মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই মূল্যবোধ।
● মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট হতে পেতে চায় এবং যা সমাজ ব্যক্কির নিকট হতে লাভ করে।
● মূল্যবোধ ক্রমশ পরিবর্তনশীল।
● মূল্যবোধ স্থান কাল পাত্রভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে।
● মূল্যবোধ মানুষের অাচার অাচারণ নিয়ন্ত্রণ করার সামাজিক মানদণ্ডস্বরূপ।
● মূল্যবোধ সমাবের যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে।
● বুদ্ধিবৃত্তির মূল্যবোধ বলতে কোনো বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্যকে বোঝায়।
● সামাজিক মূল্যবোধ হলো সমাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, শৃঙ্খলাবোধ, অাতিথেয়তা ইত্যাদি।
● রাজনৈতিক মূল্যবোধ যদি গণতান্ত্রিক হয় তবে ঐ রাষ্ট্র এবং সমাজ গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্রে পরিণত হবে।
● নাগরিকের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ হলো গণতান্ত্রিক মূল্যবোধ।
● গণতন্ত্র হলো জনগণের শাসন।
● গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা হলো জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষের নির্বিশেষে প্রত্যেকের জন্য সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত ও অর্থনৈতিক সাম্যের প্রতি সম্মান ও কা কার্যকর করতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা।
● গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টিতে রাষ্ট্র হলো জনগণের।
● দার্শনিক জন স্টুয়ার্ট মিল গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের জন্য তিনটি শর্ত উল্লেখ করেছেন।
● গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গহণ করার ইচ্ছা ও সামর্থ্য জনগণের থাকা প্রয়োজন।
● ব্যক্তিগত অধিকার সংরক্ষণের জন্য জনগণকে সদা সতর্ক থাকতে হবে।
● গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা দ্বারা দায়িত্বশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
● গণতান্ত্রিক মূল্যবোধ নাগরিকের মর্যাদাকে বৃদ্ধি করে।
● মূল্যবোধ হলো সমাজ ও রাষ্ট্রের ভিত্তি।
● সুশাসন হলো জনগণের অংশগ্রহণ, অাইনের শাসন, স্বচ্ছকা, জনমত, সমতা, দক্ষতা, দায়িত্বশীলতা, স্বচ্ছ ও অবাধ তথ্যপ্রবাহ।
● অাইনের শাসন হচ্ছে সুশাসন ও মূল্যোধের অন্যতম উপাদান।
● দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত জলে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
● নৈতিকতা শব্দটি ইংরেজি Ethics শব্দের বাংলা প্রতিশব্দ।
● Ethics শব্দটির উৎপত্তি গ্রিক Ethica শব্দ থেকে।
● Ethics শব্দের বাংলা অর্থ হলো অাচার ব্যবহার বা চরিত্র বা রীতিনীতি বা অভ্যাস।
● শাব্দিক অর্থে নৈতিকতাকে মানুষের রীতিনীতি বা অাচার ব্যবহারেই বোঝায়।
● নৈতিকতা হচ্ছে নীতিঘটিত বা নীতি সংক্রান্ত বিষয় বা মুলনীতি, সৎনীতি বা উৎকর্ষ নীতিকে ধারণ করে।
● নৈতিকতা হলো একটি গুণ যা ভালো অাচারণ অথবা মন্দ অাচার, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কিত।
● নৈতিকতা হলো সমাজ কর্তৃক স্বীকৃত অাচারণবিধি।
● জেনাথান হ্যাইট বলেছেন, “ধর্ম, ঐতিহ্য এবং মানব অাচারণ এ তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব ঘটতে পারে।
● নৈতিকতার উদ্দেশ্য সৎ ও ন্যায়বান মানুষ সৃষ্টি করে সমাজ ও রাষ্ট্রীয় করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সার্বিক উন্নতি সাধন এবং নীতিবোধ প্রতিষ্ঠা করা।
● নৈতিক শিক্ষা শুরু হয় পারিবারিক ভদ্রতা, শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, নিয়ম-নিষ্ঠা, সহনশীলতা ইত্যাদি দ্বারা।
● প্লেটো, এরিস্টটলের সময়ে অাইনসমূহ নীতিশাস্ত্রের ওপর প্রতিষ্ঠিত ছিল।
● এরিস্টটল বলেছেন, “সুন্দর জীবনের স্বার্থেই অাইন বিদ্যমান থাকে।
● রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, অাইন ও নৈতিকতার উৎপত্তিস্থল অভিন্ন।
● অাইনের উদ্দেশ্য সৎ ও ন্যায়বান মানুষ সৃষ্টি করে সামাজ ও রাষ্ট্রীয় জীবনে সার্বিক উন্নতি সাধন এবং নীতিবোধ প্রতিষ্ঠা করা।
● অাইন ও নৈতিকতার অালোচ্য বিষয় মানুষ ও সমাজ।
● অাইনের সাফল্য নির্ভর করে মূলত নীতিবোধের ওপর।
● নীতিবিদ্যার অালোচ্য বিষয় – সমাজে বসবাসকারী মানুষের অাচারণের অালোচনা ও মূল্যায়ন।
● মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার অালোচ্য বিষয় – ঐচ্ছিক ক্রিয়া।
● মূল্যবোধ – মানুষের অাচারণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
● মূল্যবোধ শিক্ষা – নৈতিকতা সম্বন্ধে চেতনা প্রদায়ী শিক্ষা।
● সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠা করার শিক্ষা – মূল্যবোধ শিক্ষা।
● কারাগার যে ধরনের শিক্ষা প্রদান করে – মূল্যবোধ শিক্ষা।
● মূল্যবোধ শিক্ষার শুরু হয় – পরিবার থেকে।
● মূল্যবোধ শিক্ষার প্রধান পদ্ধতি – ২ টি।
● নৈতিকতা উন্নয়নের শিক্ষা দান করে – মূল্যবোধের শিক্ষা।
● ধর্মীয় ও নাগরিকতার শিক্ষা পাওয়া যায় – মূল্যবোধের শিক্ষা থেকে।
● মূল্যবোধ শিক্ষার মাধ্যমে – এক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মের কাছে মূল্যবোধ হস্তান্তর করে।
● মূল্যবোধ শুরু হয় – নৈতিকতার মাধ্যমে।
● Values শব্দটির বাংলা প্রতিশব্দ – মূল্যবোধ।
● মূল্যবোধ – সামাজিক অাচার অাচারণের সমষ্টি।
● সার্বিকভাবে একটি গাইডলাইন হিসেবে ভূমিকা পালন করে – মূল্যবোধ।
● মূল্যবোধকে মানুষের ইচ্ছার একটি মানদণ্ড বলেছেন – এম অার উইলিয়াম।
● “মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ” – এম ডাব্লিউ পামফ্রে।
● মূল্যবোধ – মানসিক বিষয়।
● মূল্যবোধ বিষয়টি বিশ্লেষণ করে পাওয়া যায় – মানসিক প্রক্রিয়া।
● বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য – মূল্যবোধ।
● “মূল্যবোধ হচ্ছে সম্ভাব্য কিভিন্ন লক্ষ থেকে পছন্দ করার এবং অাচারণ মূল্যায়নের মানদণ্ড” – এম স্পেন্সার।
● Values are the standard used to judge behaviour and to chase among various possible goals – M Spenser.
● “কোনো সত্তা বা বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হলো মূল্যবোধ” – অ্যান্থনি জি ক্যাটান্স।
● “ব্যাক্তি বা সামাজিক দলের প্রত্যাশিত অাচারণের মানদণ্ড বা মাপকাঠিসমূহই মূল্যবোধ নামে পরিচিত” – এম ডাব্লিউ পামফ্রে।
● “Something intrinsically valuable or desirable” – W Pumfrey.
● বয়সের সাথে পরিবর্তন ঘটে – মূল্যবোধের।
● মানুষের যে সব বিশ্বাস ও অাদর্শকে সামাজিক মূল্যবোধরূপে সংজ্ঞায়িত করা যায় সেগুলো দলীয় কল্যাণ সাধনের জন্য সংরক্ষণ করা অাবশ্যক বলে বিবেচনা করে” – ফ্রান্স্রিড়ড়স ই মেরিল
● “সামাজিক মূল্যবোধ হলো সমাজ জীবনে বাঞ্ছিত ও অবাঞ্ছিত বিষয়ে সমাজবাসীদের সমবেত ঐক্য” – ওলসেন।
● সমাজে যোগসূত্র ও সতুবনাধন হিসেবে কাজ করে – মূল্যবোধ।
● “সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় অাচার-অাচারণের ধারা, যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত” – Clyde Kluokhon.
● মানুষের অাচার অাচারণের মানদণ্ডকে বলা হয় – সামাজিক মূল্যবোধ।
● স্টুয়ার্ড সিডড – একজন সমাজবিজ্ঞানী।
● ‘যে সব মূল্যবোধ ব্যক্তি সমাজের নিকট থেকে অাশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে খুশি হয়, সে সব মূল্যবোধই সমাজ কর্ম মূল্যবোধ’ উক্তি বলেছেন – স্টুয়ার্ড সিডড।
● ‘সমাজকর্মের মূল্যবোধ সমাজকর্ম অনুশীলনের চালিকাশক্তি এবং পেশাদার সমাজকর্মীর পথপ্রদর্শক। সমাজকর্মীদের অাচার অাচারণ, দৃষ্টিভঙ্গি, কার্যবলি এগুলো নিয়ন্ত্রিত হয়।’ সংজ্ঞাটি দিয়েছেন – কম্পটন ও গ্যালওয়ে।
● নৈতিকতা উদ্ভব ও বিকশিত হয় কোথায়?
উত্তর: মানুষের মনে।
● নৈতিকতা লালন করে – সমাজ।
● মূল্যবোধের অারেক নাম – নৈতিকতা।
● ‘চুরি করা অন্যায়’ বাক্যটি উদাহরণ – নৈতিকতার।
● ‘মিথ্যা বলা ভাল নয়’ এটি একটি – নীতিবাক্য।
● নীতিশাস্ত্রের অালোচ্য বিষয় – নৈতিকতা।
● কোন বিষয় অাইন না হলেও অাইনের মত মান্য করাই – নৈতিকতা।
● নাগরিককে নীতিজ্ঞান শিক্ষা দেয় কোন শাস্ত্র – নীতিশাস্ত্র।
● ___ প্রভাবে মানুষ শৃংখলার পরিপন্থী কাজ করে না – নৈতিকতার।
● সুশাসনের অন্তর্নিহিত শক্তি – নৈতিকতা।
● মানুষের দৈনন্দিন কথাবার্তা ও কাজের ভাল, উচিত ঠিক শব্দগুলো নীতিশাস্ত্রের নৈতিকতা মানদন্ডের দ্বারা নিরূপণ করা হয়’ উক্তিটি – নিউনার ও কিলিং এর।
● নৈতিকতা কোন শাস্ত্রের শাখা – দর্শন।
● Low does not and cannot cover all grounds of morality. – ম্যাকাইভার।
● ___ দ্বারা প্রভাবিত হয়ে মানুষ অাইন অপেক্ষা বিববেক দ্বারা পরিচালিত হয় – নৈতিকতার।
● নৈতিকতার বড় রক্ষা কবচ – বিবেকের দর্শন।
● অধিকতর জনকল্যাণমুখী শাসনই – সুশাসন।
● ‘সুশাসন রাজনৈতিক ব্যবস্থা, এর কার্যকারিতা, যথাযথ কার্যক্রম ও গুণগত মানের সক্ষমতা প্রকাশ করে। – অাতাউর রহমান।
● শাসক ও শাসিতের মাঝে সুসম্পর্ক সৃষ্টি করে – সুশাসন।
● ___ ব্যবস্থায় জনগন ভাবতে শিখে রাষ্ট্র তাদের এবং রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব রয়েছে – সুশাসন।
● ‘সুশাসন মানবাধিকার এবং অাইনের শাসকে নিশ্চিত করে, জনপ্রশাসনকে দক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিতে শক্তিশালী করে তোলে – কফি অানান।
● নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত অাচারণগত উৎকর্ষতাকে বলে – শুদ্ধাচার।
● শুদ্ধাচারের অর্থ – চরিত্রনিষ্ঠা।
● স্বচ্ছতা শব্দের অাভিধানিক অর্থ – নির্ভুলতা।
● অাইনের শাসন অর্থ – অাইনের দৃষ্টিতে সকলেই সমান।
● গণতন্ত্রের মূলমন্ত্র – সাম্য।
● সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ – Good Governance.

No comments:

Post a Comment