eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 11, 2016

বিশ্বব্যাংক ও এর অঙ্গ সংগঠন



● বিশ্বব্যাংক প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ১৯৪৪ সালে।
● বিশ্বব্যাংক ও অান্তর্জা‌তিক মুদ্রা তহ‌বিল এর স্বপ্নদ্রষ্টা ~ জন মেনার্ড কেইনস ও হ্যা‌রি ডেক্সটার হোয়াইট।
● বিশ্বব্যাংক প্রথম যে দেশ‌কে ঋণ দেয় ~ ফ্রান্স (১৯৪৭ সা‌লে, ২৫০ মি‌লিয়ন মার্কিন ডলার)
● বিশ্বব্যাংক প্র‌তিষ্ঠা করা হয় ~ ১৯৪৪ সা‌লের ১-২২ জুলাই যুক্তরা‌ষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উ‌ডসের মাউন্ট ওয়া‌শিংটন হো‌টেলে অনু‌ষ্ঠিত ৪৫ টি দে‌শের প্র‌তি‌নি‌ধি‌দের অংশগ্রহ‌ণে গৃহীত চু‌ক্তির মাধ্য‌মে। এ চু‌ক্তি‌টি অানুষ্ঠা‌নিকভা‌বে কার্যকর হয় ২৭ ডি‌সেম্বর ১৯৪৫।
● প্রথম ব্রেটন উডস চু‌ক্তি স্বাক্ষর ক‌রে ~ ২৯ টি দেশ।
● বিশ্বব্যাংক অানুষ্ঠা‌নিকভা‌বে কার্যক্রম শুরু ক‌রে ~ ২৫ জুন ১৯৪৬।
● বিশ্বব্যাং‌কের সদর দপ্তর ~ ওয়া‌শিংটন ডি‌সি, যুক্তরাষ্ট্র।
● বর্তমান ও দ্বাদশ প্রে‌সি‌ডেন্ট ~ জিম ইয়ং কিম (১ জুলাই ২০১২-বর্তমান)
● প্রে‌সি‌ডেন্ট নি‌য়োগ হয় ~ যুক্তরাষ্ট্র থে‌কে।
● প্রে‌সি‌ডে‌ন্টের মেয়াদকাল ~ ৫ বছর।
● বিশ্বব্যাং‌কের কার্য‌নির্বাহী প‌রিচালকমন্ডলী ~ ২৪ সদস্য‌বি‌শিষ্ট।
● সর্বা‌ধিক চাদা প্রদানকারী দেশ ~ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মা‌নি ও ফ্রান্স।
● শীর্ষ অংশীদারী দেশ ~ যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মা‌নি, ফ্রান্স, যুক্তরাজ্য।
● বিশ্বব্যাংক ইন‌স্টি‌টিউট (WBI) প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ১৯৫৫ সা‌লে।
● বিশ্বব্যাংক ইন‌স্টি‌টিউট এর প্র‌তিষ্ঠাকালীন নাম ~ ই‌কো‌নো‌মিক ডে‌ভেলপমেন্ট ইন‌স্টি‌টিউট।
● বিশ্বব্যাংক ইন‌স্টি‌টিউট নামকরণ করা হয় ~ ২০০২ সা‌লে।
● বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রথম প্রে‌সি‌ডেন্ট ~ ইগু‌নে মেয়ার (১৮ জুন ১৯৪৬-১৭ মার্চ ১৯৪৭)
● বিশ্বব্যাংক গ্রু‌পের অংগ সংগঠন ~ ৫ টি। সেগু‌লো হ‌লো : IBRD, IDA, IFC, ICSID, MIGA
● IBRD :
➺ IBRD এর পূণরূপ ~ International Bank for Reconstruction and Development
➺ IBRD প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ১৯৪৪ সা‌লে।
➺ IBRD এর কার্যক্রম শুরু হয় ~ ১৯৪৬ সা‌লে।
➺ IBRD জা‌তিসং‌ঘের বি‌শেষ সংস্থার মর্যাদা লাভ ক‌রে ~ ১৫ ন‌ভেম্বর ১৯৪৭।
● IDA :
➺ IDA এর পূর্ণরূপ ~ International Development Association.
➺ IDA ~ Soft loan Window না‌মে প‌রি‌চিত।
➺ IDA প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সা‌লে।
● IFC :
➺ IFC এর পূর্ণরূপ ~ International Finance Corporation
➺ IFC প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ২০ জুলাই ১৯৫৬ সা‌লে।
● ICSID :
➺ ICSID এর পূর্ণরূপ ~ International Centre for Settlement of Investment Disputes.
➺ ICSID প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ১৪ অ‌ক্টোবর ১৯৬৬।
● MIGA :
➺ MIGA এর পূর্ণরূপ ~ Multilateral Investment Guarantee Agency.
➺ MIGA প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ১২ এ‌প্রিল ১৯৮৮।
➺ MIGA এর লক্ষ্য ও উ‌দ্দেশ্য ~ উন্নয়নশীল দেশসমূহ‌কে বি‌নি‌য়ো‌গে উৎসা‌হিত করা।

No comments:

Post a Comment