● বাংলাদেশে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় ~ ২৯ জুলাই ১৯৭১
● বাংলাদেশের প্রথম ডাক টিকিট এর ডিজাইনার ~ বিমান মল্লিক।
● বিশ্বের যে দেশের সাথে বাংলাদেশের ডাক যোগাযোগ নেই ~ ইসরাইল।
● বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম ~ ডাক প্রবাহ।
● বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রামে লেখা থাকে ~ সেবাই অাদর্শ।
● বাংলাদেশ ডাক বিভাগ নিয়ন্ত্রিত হয় ~ ১৯৯৮ সালের পোস্ট অফিস অাইন দ্বারা।
● বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক ব্যবহৃত পোস্টকার্ড এর পরিমাপ ~ ৫.৫x৩.২৫ ইঞ্চি।
● ‘ফিলাটেলি’ বলতে বোঝায় ~ ডাকটিকিট সংগ্রহ ও অধ্যয়ন সম্পর্কিত বিদ্যা।
● উপমহাদেশে প্রথম ডাকটিকিট চালু হয় ~ ১ অক্টোবর ১৮৫৪।
● প্রথম ডাকটিকিট প্রকাশ করে যে সরকার ~ মুজিবনগর সরকার।
● স্বাধীনতার পর প,থম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় ~ ২১ ফেব্রুয়ারি ১৯৭২।
● স্বাধীনতার প্রথম ডাকটিকিটে ছবি ছিল ~ শহীদ মিনারের।
● ১৯৭২ সালের বিজয় দিবসের ডাকটিকিটের ডিজাইনার ছিলেন ~ কে জি মোস্তফা।
● সাতজন বীরশ্রেষ্ঠের স্মরণে প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় ~ ১৬ ডিসেম্বর ১৯৮২
● সাতজন বীরশ্রেষ্ঠের স্মরণে প্রথম ডাক টিকিট এর ডিজাইনার ছিলেন ~ অাহমেদ এফ করিম।
● বাংলাদেশে প্রথম ডাকঘর স্থাপন করা হয় ~ ১৪ এপ্রিল ১৯৭১, চুয়াডাঙ্গা।
● বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমী অবস্থিত ~ রাজশাহী জেলায়, (প্রতিষ্ঠা ১৯৮৬)
● জিপিও ~ ৪ টি (ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী)
● স্বাধীনতার পর প্রথম পোস্টকার্ড প্রকাশ করা হয় ~ ১৮ এপ্রিল ১৯৭২।
● স্বাধীনতার পর প্রথম খাম কথত্রপ্রকাশ করা হয় ~ ১৯ জুলাই ১৯৭২।
● বাংলাদেশ ডাক বিভাগের প্রধান কর্মকর্তার পদবী ~ মহাপরিচালক।
● ডাকঘরে একাউন্ট খুলে টাকা জমাদান ও উঠানোর পদ্ধতিকে বলা হয় ~ ডাকঘর সঞ্চয় ব্যাংক।
● BY AIR MAIL কথাটি খামরে উপরে লেখা থাকে ~ বিদেশে চিঠি পাঠাতে।
No comments:
Post a Comment