◆ কোন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে অাপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
উত্তর: অাপনার কাছাকাছি যারা অাছে তাদের পরামর্শ নিবেন।
◆ অাপনি বিপরীত লিঙ্গের একজন মানুষকে একজন নতুন বন্ধু ভেবে অাহবান করলেন। কিছুক্ষণ কথা বলার পর অাপনি অাপনার ভুল বুঝতে পারলেন। তখন অাপনি কি করবেন?
উত্তর: ক্ষমা চেয়ে হেটে যাবেন।
◆ একজন শিক্ষক অাপনি যে গ্রেডডের জন্য নিজেকে যোগ্য মনে করেন তার চেয়ে নিচের গ্রড দিয়েছেন। অাপনি তখন কি করবেন?
উত্তর: শিক্ষকের নিকট ব্যাখ্যা চাইবেন।
◆ একজন পরিবারের সদস্যরা তাদের সঙ্গে বনভোজন যেতে কোনো এক ছুটির দিনে তাগিদ দিচ্ছে। কিন্তু অাপনি বাড়িতে থেকে বিশ্রাম নিতে চান। পরিবারের প্রধান হিসেবে অাপনি তখন কি করবেন?
উত্তর: পরিবারের সদস্যের সাথে অালাপ করে অাপনার কারণগুলো দর্শাবেন।
◆ অাপনার ঊর্ধ্বতন কর্মকর্তা অাপনাকে প্রকাশ্যে সবার সামনে অাপনার একটি ভুলের জন্য খুব তিরস্কার করলেন। যদিও অাপনি সে ভুলের সে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন। অাপনি তখন কি করবেন?
উত্তর: তাকে নিভৃতে তিরস্কার করার জন্য বলবেন।
◆ কোন এক ঘনিষ্ট বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে অাপনার অপরিচিত একজন দ্বিতীয় অতিথি অাপনার নিকট একটি সৎকাজের পরিকল্পনা দিল। অাপনি কি করবেন?
উত্তর: তার বক্তব্য শুনবেন।
◆ অাপনি মনে করেন যে অাপনার পোষা কুকুর একজন প্রতিবেশীর ফুলের বাগান নষ্ট করেছে। কিন্তু কুকুর দেখা যায়নি, অাপনি কি করবেন?
উত্তর: দুঃখ জানিয়ে ক্ষতিপুরণ দিতে চাইবেন।
◆ অাপনার সহপাঠী একজন মেধাবী ছাত্র, গত টার্মে A পেয়েছে। অাপনি দেখলেন কোনো এক পরীক্ষায় ছাত্রটি নকল করেছে, অাপনি তখন কি করবেন?
উত্তর: বলবেন নকল করা অত্মমর্যাদাহানিকর।
◆ অাপনার পছন্দের একটি টেলিভিশন প্রোগ্রামের সময় পরিবারের অন্য সদস্যরা অার একটি বিশেষ টিভি প্রোগ্রাম দেখতে অাগ্রহী, অাপনি কি করবেন?
উত্তর: স্থানীয় ক্লাবে গিয়ে অাপনার প্রিয় প্রোগামটি দেখবেন।
◆ অাপনার সহকর্মীরা অাপনাদের একজন বিদায়ী কর্মকর্তাকে দামি উপহার দেয়ার জন্য টাকা তুলেছে যাকে অাপনি মোটেই পছন্দ করেন না। অাপনি তখন কি করবেন?
উত্তর: অন্যেরা যা করবেন তাই করবেন।
◆ অাপনার কিশোর বয়সের ছেলের প্রিন্সিপ্যাল অাপনাকে ডেকে বললেন যে, অাপনার ছেলেকে একই সপ্তাহে তিনদিন তাস খেলতে দেখা গেছে। অাপনি কি করবেন?
উত্তর: ছেলেকে তার নিজের হিসেবে কাজ করতে নির্দেশ দিবেন এবং অাবার খেললে সে কথা অাপনাকে জানাতে বলবেন।
◆ কয়েকজন বয়ঃপ্রাপ্ত পুরুষ ও নারী নোংরা গল্প করছে। অাপনি এ ধরণের কাজকে সম্মানজনক মনে করেন না। এ অবস্থায় অাপনি কি করবেন?
উত্তর: তাদের বলবেন যে এ ধরণের ব্যবহার নেহাৎ ছেলেমি এবং তাদের লজ্জিত হওয়া উচিত।
◆ অাপনার প্রতিবেশি দুটি ছেলেকে অাপনি একটি দোকানে চুরি করতে দেখলেন। অাপনি কি করবেন?
উত্তর : ছেলেদেরকে চুরি করা মাল ফেরৎ দিেত বলবেন।
◆ সার্কাস দেখতে গিয়ে অাপনি অাপনার পাশে বিবাহিত এক বন্ধুকে দেখলেন বন্ধুটি অন্য একজন মেয়ে বন্ধুকে নিয়ে বেড়াচ্ছেন। এক্ষেত্রে কি করবেন?
উত্তর: বন্ধুকে তার স্ত্রী এবং পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন।
◆ অাপনার কোন সহকর্মী অাপনাকে প্রায়ই কোন কিছু করতে অাদেশ করেন। এমতাবস্থায় অাপনি কি করবেন?
উত্তর: উর্ধ্বতন কর্মকর্তার সাথে বন্ধুত্বপূর্ণভাবে ব্যাপারটা অালোচনা করবেন।
◆ অাপনি অাপনার নিকটতম বন্ধুর নিমন্ত্রণে যোগদান করতে ভুলে গেছেন কিন্তু অাপনার যোগ দেয়ার খুব ইচ্ছা ছিল। সে ক্ষেত্রে অাপনি কি করবেন?
উত্তর: বন্ধুকে ডেকে ক্ষমা চাইবেন এবং পরবর্তী নিমন্ত্রণে অাপনাকে ডাকার জন্য অনুরোধ করবেন।
◆ বেশি ছাত্র পরিবেষ্টিত পরিবেশে লাইব্রেরিতে পড়ার সময় একজনের উচ্চৈঃস্বরে কথাবর্তায় অাপনি বিরক্তিবোধ করছেন। অাপনি কি করবেন?
উত্তর: যে গন্ডগোল করছে তাকে চুপ করতে বলবেন।
◆ একটি সামাজিক খেলায় অাপনার কোনো বন্ধুকে অাপনি বারবার প্রতারণা করতে দেখছেন। তখন অাপনি কি করবেন?
উত্তর: বন্ধুকে জিজ্ঞেস করবেন যে সে কেন প্রতারণা করছে।
◆ অাপনি কোন জনহিতকর কাজের প্রতিষ্ঠানে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করছেন। এই প্রতিষ্ঠানে নিয়োজিত অাপনার সঙ্গী কম কাজ করছে। তা সত্ত্বেও তাদের নাম পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু অাপনার নাম প্রকাশিত হয় নি। এ অবস্থায় অাপনি কি করবেন?
উত্তর: পরিচালকের কাছে ব্যাখ্যা চাইবেন
◆ কতিপয় অপরিচিত ব্যক্তির মধ্যে অালাপ অালোচনা থেকে বুঝতে পারলেন যে অাপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সম্বন্ধে অত্যন্ত অন্যায়ভাবে অালোচনা করছে। এ প্রেক্ষিতে অাপনি কি বলবেন?
উত্তর: অপরিচিতদের বলবেন যে, তারা যার সম্পর্কে অালাপ করছেন, তিনি অাপনার বন্ধু এবং তারা যা করছেন সম্পূর্ণ ভুল।
◆ অাপনার অফিসের উর্ধ্বতন কর্মকর্তা অাপনার স্ত্রীসহ অাপনাকে তার বাড়িতে খাবার দাওয়াত দিয়েছেন কিন্তু অাপনার স্ত্রী কর্মকর্তার স্ত্রীকে সহ্য করতে পারেন না। এ অবস্থায় অাপনি কি করবেন?
উত্তর: অাপনার কাছাকাছি যারা অাছে তাদের পরামর্শ নিবেন।
◆ অাপনি বিপরীত লিঙ্গের একজন মানুষকে একজন নতুন বন্ধু ভেবে অাহবান করলেন। কিছুক্ষণ কথা বলার পর অাপনি অাপনার ভুল বুঝতে পারলেন। তখন অাপনি কি করবেন?
উত্তর: ক্ষমা চেয়ে হেটে যাবেন।
◆ একজন শিক্ষক অাপনি যে গ্রেডডের জন্য নিজেকে যোগ্য মনে করেন তার চেয়ে নিচের গ্রড দিয়েছেন। অাপনি তখন কি করবেন?
উত্তর: শিক্ষকের নিকট ব্যাখ্যা চাইবেন।
◆ একজন পরিবারের সদস্যরা তাদের সঙ্গে বনভোজন যেতে কোনো এক ছুটির দিনে তাগিদ দিচ্ছে। কিন্তু অাপনি বাড়িতে থেকে বিশ্রাম নিতে চান। পরিবারের প্রধান হিসেবে অাপনি তখন কি করবেন?
উত্তর: পরিবারের সদস্যের সাথে অালাপ করে অাপনার কারণগুলো দর্শাবেন।
◆ অাপনার ঊর্ধ্বতন কর্মকর্তা অাপনাকে প্রকাশ্যে সবার সামনে অাপনার একটি ভুলের জন্য খুব তিরস্কার করলেন। যদিও অাপনি সে ভুলের সে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন। অাপনি তখন কি করবেন?
উত্তর: তাকে নিভৃতে তিরস্কার করার জন্য বলবেন।
◆ কোন এক ঘনিষ্ট বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে অাপনার অপরিচিত একজন দ্বিতীয় অতিথি অাপনার নিকট একটি সৎকাজের পরিকল্পনা দিল। অাপনি কি করবেন?
উত্তর: তার বক্তব্য শুনবেন।
◆ অাপনি মনে করেন যে অাপনার পোষা কুকুর একজন প্রতিবেশীর ফুলের বাগান নষ্ট করেছে। কিন্তু কুকুর দেখা যায়নি, অাপনি কি করবেন?
উত্তর: দুঃখ জানিয়ে ক্ষতিপুরণ দিতে চাইবেন।
◆ অাপনার সহপাঠী একজন মেধাবী ছাত্র, গত টার্মে A পেয়েছে। অাপনি দেখলেন কোনো এক পরীক্ষায় ছাত্রটি নকল করেছে, অাপনি তখন কি করবেন?
উত্তর: বলবেন নকল করা অত্মমর্যাদাহানিকর।
◆ অাপনার পছন্দের একটি টেলিভিশন প্রোগ্রামের সময় পরিবারের অন্য সদস্যরা অার একটি বিশেষ টিভি প্রোগ্রাম দেখতে অাগ্রহী, অাপনি কি করবেন?
উত্তর: স্থানীয় ক্লাবে গিয়ে অাপনার প্রিয় প্রোগামটি দেখবেন।
◆ অাপনার সহকর্মীরা অাপনাদের একজন বিদায়ী কর্মকর্তাকে দামি উপহার দেয়ার জন্য টাকা তুলেছে যাকে অাপনি মোটেই পছন্দ করেন না। অাপনি তখন কি করবেন?
উত্তর: অন্যেরা যা করবেন তাই করবেন।
◆ অাপনার কিশোর বয়সের ছেলের প্রিন্সিপ্যাল অাপনাকে ডেকে বললেন যে, অাপনার ছেলেকে একই সপ্তাহে তিনদিন তাস খেলতে দেখা গেছে। অাপনি কি করবেন?
উত্তর: ছেলেকে তার নিজের হিসেবে কাজ করতে নির্দেশ দিবেন এবং অাবার খেললে সে কথা অাপনাকে জানাতে বলবেন।
◆ কয়েকজন বয়ঃপ্রাপ্ত পুরুষ ও নারী নোংরা গল্প করছে। অাপনি এ ধরণের কাজকে সম্মানজনক মনে করেন না। এ অবস্থায় অাপনি কি করবেন?
উত্তর: তাদের বলবেন যে এ ধরণের ব্যবহার নেহাৎ ছেলেমি এবং তাদের লজ্জিত হওয়া উচিত।
◆ অাপনার প্রতিবেশি দুটি ছেলেকে অাপনি একটি দোকানে চুরি করতে দেখলেন। অাপনি কি করবেন?
উত্তর : ছেলেদেরকে চুরি করা মাল ফেরৎ দিেত বলবেন।
◆ সার্কাস দেখতে গিয়ে অাপনি অাপনার পাশে বিবাহিত এক বন্ধুকে দেখলেন বন্ধুটি অন্য একজন মেয়ে বন্ধুকে নিয়ে বেড়াচ্ছেন। এক্ষেত্রে কি করবেন?
উত্তর: বন্ধুকে তার স্ত্রী এবং পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন।
◆ অাপনার কোন সহকর্মী অাপনাকে প্রায়ই কোন কিছু করতে অাদেশ করেন। এমতাবস্থায় অাপনি কি করবেন?
উত্তর: উর্ধ্বতন কর্মকর্তার সাথে বন্ধুত্বপূর্ণভাবে ব্যাপারটা অালোচনা করবেন।
◆ অাপনি অাপনার নিকটতম বন্ধুর নিমন্ত্রণে যোগদান করতে ভুলে গেছেন কিন্তু অাপনার যোগ দেয়ার খুব ইচ্ছা ছিল। সে ক্ষেত্রে অাপনি কি করবেন?
উত্তর: বন্ধুকে ডেকে ক্ষমা চাইবেন এবং পরবর্তী নিমন্ত্রণে অাপনাকে ডাকার জন্য অনুরোধ করবেন।
◆ বেশি ছাত্র পরিবেষ্টিত পরিবেশে লাইব্রেরিতে পড়ার সময় একজনের উচ্চৈঃস্বরে কথাবর্তায় অাপনি বিরক্তিবোধ করছেন। অাপনি কি করবেন?
উত্তর: যে গন্ডগোল করছে তাকে চুপ করতে বলবেন।
◆ একটি সামাজিক খেলায় অাপনার কোনো বন্ধুকে অাপনি বারবার প্রতারণা করতে দেখছেন। তখন অাপনি কি করবেন?
উত্তর: বন্ধুকে জিজ্ঞেস করবেন যে সে কেন প্রতারণা করছে।
◆ অাপনি কোন জনহিতকর কাজের প্রতিষ্ঠানে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করছেন। এই প্রতিষ্ঠানে নিয়োজিত অাপনার সঙ্গী কম কাজ করছে। তা সত্ত্বেও তাদের নাম পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু অাপনার নাম প্রকাশিত হয় নি। এ অবস্থায় অাপনি কি করবেন?
উত্তর: পরিচালকের কাছে ব্যাখ্যা চাইবেন
◆ কতিপয় অপরিচিত ব্যক্তির মধ্যে অালাপ অালোচনা থেকে বুঝতে পারলেন যে অাপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সম্বন্ধে অত্যন্ত অন্যায়ভাবে অালোচনা করছে। এ প্রেক্ষিতে অাপনি কি বলবেন?
উত্তর: অপরিচিতদের বলবেন যে, তারা যার সম্পর্কে অালাপ করছেন, তিনি অাপনার বন্ধু এবং তারা যা করছেন সম্পূর্ণ ভুল।
◆ অাপনার অফিসের উর্ধ্বতন কর্মকর্তা অাপনার স্ত্রীসহ অাপনাকে তার বাড়িতে খাবার দাওয়াত দিয়েছেন কিন্তু অাপনার স্ত্রী কর্মকর্তার স্ত্রীকে সহ্য করতে পারেন না। এ অবস্থায় অাপনি কি করবেন?
উত্তর: স্ত্রীকে নিয়ে দাওয়াতে যাবেন কিন্তু তাকে বিশেষ করে বলবেন যে সে যেন কর্মকর্তার স্ত্রীর সঙ্গে কোনো রকম তর্ক না করে।
◆ অন্য বন্ধুবান্ধবের সম্মুখে জৈনক বন্ধু অাপনাকে মিথ্যাবাদী অভিহিত করল, এক্ষেত্রে অাপনি কি করবেন?
উত্তর: বন্ধুটি কি বলল তা না শোনার ভান করল।
◆ অন্য বন্ধুবান্ধবের সম্মুখে জৈনক বন্ধু অাপনাকে মিথ্যাবাদী অভিহিত করল, এক্ষেত্রে অাপনি কি করবেন?
উত্তর: বন্ধুটি কি বলল তা না শোনার ভান করল।
◆ অাপনি একটি কিশোরীকে একজন সম্মানীয় লোকের স্ত্রী সম্পর্কে কটূ মন্তব্য করতে শুনেছেন। অার একজন কিশোরীর মা হিসেবে অাপনি কি করবেন?
উত্তর: মেয়েটিকে ঐ অশোভন ভাষা ব্যবহারে বারণ করবেন।
উত্তর: মেয়েটিকে ঐ অশোভন ভাষা ব্যবহারে বারণ করবেন।
◆ যে কোন প্রকারের মাদকদ্রব্য পান করার ব্যাপারে অাপনি ভীষণ বিরোধী। কিন্তু অাপনার দুজন বন্ধু বিশেষ উৎসব উদযাপনের জন্য তাদের সাথে পান করার জন্য পীড়াপীগি করতে থাকে। এ প্রেক্ষিতে অাপনি কি বলবেন?
উত্তর: পান করার সম্বন্ধে অাপনার বিশ্বাস ব্যাখ্যা করবেন এবং পান করা থেকে বিরত থাকবেন।
উত্তর: পান করার সম্বন্ধে অাপনার বিশ্বাস ব্যাখ্যা করবেন এবং পান করা থেকে বিরত থাকবেন।
◆ সম্প্রতি অাপনার উর্ধ্বতন কর্মকর্তা ছোটখাটো বিষয় নিয়ে অাপনাকে বকাঝকা করছেন যা অন্যের কাছে প্রকাশ করছেন বলে মনে হয় না। এক্ষেত্র অাপনি কি করবেন?
উত্তর: তার কাছে সাম্পতিক সমালোচনার ব্যাখ্যা চাইবেন।
উত্তর: তার কাছে সাম্পতিক সমালোচনার ব্যাখ্যা চাইবেন।
◆ অাপনি জানলেন, অাপনার দীর্ঘদিনের জনৈক বন্ধুর পাঁচ বছরের কারাবরণের ইতিহাস রয়েছে। ব্যাপারটি অাপনার কাছে মর্মান্তিক। তখন অাপনি কি করবেন?
উত্তর: এ বিষয় অাপনার অনুভূতি তান কাছে ব্যক্ত করবেন।
উত্তর: এ বিষয় অাপনার অনুভূতি তান কাছে ব্যক্ত করবেন।
◆ অাপনি জানতে পারলেন যে, অাপনার জনৈক বন্ধু বেঅাইনীভাবে মাদকদ্রব্য ব্যবহার করছে। অাপনি কি করবেন?
উত্তর: অাপনার বাসায় বন্ধটিকে কিছুদিনের জন্য থাকতে বলবেন এবং এ অভ্যাস ত্যাগ করার জন্য সাহায্যের অাশ্বাস দেবেন।
উত্তর: অাপনার বাসায় বন্ধটিকে কিছুদিনের জন্য থাকতে বলবেন এবং এ অভ্যাস ত্যাগ করার জন্য সাহায্যের অাশ্বাস দেবেন।
◆ অাপনাকে অাপনার এক বন্ধু জানালো যে অাপনার উদ্দেশ্য গোপনে একটা সারপ্রাইজ পার্টির অায়োজন করা হয়েছে। অাপনি কি করবেন?
উত্তর: সে ঠাট্টা করছে এমন ভান করবেন এবং কথাবর্তার মোড় ঘুরিয়ে দিবেন।
উত্তর: সে ঠাট্টা করছে এমন ভান করবেন এবং কথাবর্তার মোড় ঘুরিয়ে দিবেন।
◆ জনৈক বন্ধু এক সেট সম্পূর্ণ নতুন পোশাক কিনেছে যা অাপনার পছন্দনীয় নয়। সে অাপনার সত্যিকার মতামত চায়। অাপনি কি করবেন?
উত্তর: তাকে বলবেন পোশাকটি অাপনি পছন্দ করেন না।
উত্তর: তাকে বলবেন পোশাকটি অাপনি পছন্দ করেন না।
◆ প্রতি শনিবার সন্ধ্যায় কারখানা ফেরত অাপনার বন্ধু এক নিষিদ্ধ অাড্ডায় যায় এবং দেরিতে বাগি ফেরে। তারা অাপনাকেও তার সঙ্গে যোগ দিতে বলে। কিন্তু অাপনি অাগ্রহী নন। এমতাবস্থায় অাপনি কি করবেন?
উত্তর: অল্প কিছু সময়ের জন্য সঙ্গ দেবেন কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবেন।
উত্তর: অল্প কিছু সময়ের জন্য সঙ্গ দেবেন কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবেন।
◆ অাপনি দেখেতে পেলেন যে, একটি পঙ্গু ছেলে একটি সমবয়সী ছেলের হাতে ভীষণভাবে মার খাচ্ছে। অাপনি কি করবেন?
উত্তর: ছেলেটিকে মারামারি থামাতে বলবেন এবং অন্যকে খেলার সঙ্গী বানাতে বলবেন।
উত্তর: ছেলেটিকে মারামারি থামাতে বলবেন এবং অন্যকে খেলার সঙ্গী বানাতে বলবেন।
◆ কোনো গুরুত্বপূর্ণ বক্তৃতার মধ্যে অাপনার ভীষণ কাশি এবং জোরে কাশতে শুরু করলেন। এ পরিস্থিতিতে অাপনি কি করবেন?
উত্তর: প্রয়োজন অনুসারে কেশে অাবার স্বাভাবিক হবেন।
উত্তর: প্রয়োজন অনুসারে কেশে অাবার স্বাভাবিক হবেন।
◆ দূর্যোগপূর্ণ অাবকাওয়া কবলিত বিমান ভ্রমণের সময় বিমানটির বেগতিক অবস্থার জন্য অাপনি পাশে বসা সুন্দরীর সহযাত্রীর কোলে পড়ে গেলেন। এ পরিস্থিতিতে অাপনি কি করবেন?
উত্তর: ক্ষমা চেয়ে নিয়ে অাপনার নিজ অাসনে ফিরে অাসবেন।
উত্তর: ক্ষমা চেয়ে নিয়ে অাপনার নিজ অাসনে ফিরে অাসবেন।
◆ একটি সৌজন্যমূলক ভলিবল প্রতিযোগিতায় অাপনি একটা সহজ বল নষ্ট করলেন, যার ফলে প্রতিযোহিতায় অাপনার দল হেরে গেল। তখন অাপনি কি করবেন?
উত্তর: পরবর্তীতে অারো ভালো খেলে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবেন।
উত্তর: পরবর্তীতে অারো ভালো খেলে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবেন।
◆ গতি সীমিত রাখার কোনো সংকেত ছিল না এমন একটা এলাকায় জোরে গাড়ি চালানোর দায়ে পুলিশ কর্তৃক বাধাগক্রস্থ হলেন। তখন অাপনি কি করবেন?
উত্তর: পুলিশকে বলবেন যে, অাপনি গতিসীমার কথা জানতেন না।
উত্তর: পুলিশকে বলবেন যে, অাপনি গতিসীমার কথা জানতেন না।
◆ এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে অাপনি রবিবার ছুটি কাটাতে গেছেন। কিন্তু অাপনি অনুভব করলেন বন্ধু অাপনার প্রতি খারাপ ব্যবজার করছে। এ প্রেক্ষিতে অাপনি কি করবেন?
উত্তর: তৎক্ষণাৎ বাড়ি চলে যাবেন।
উত্তর: তৎক্ষণাৎ বাড়ি চলে যাবেন।
◆ সাধারণ পরিবহণের বাসে অাপনার পাশে বসা একজন যাত্রী চুইংগাম খেয়ে অাপন্র বিরক্তি ঘটাচ্ছে। এক্ষেত্রে অাপনি কি করবেন?
উত্তর: লোকটিকে জোরে চিবাতে নিষেধ করবেন।
উত্তর: লোকটিকে জোরে চিবাতে নিষেধ করবেন।
◆ অাপনি জানতে পারলেন যে, যাকে অাপনি বিয়ে করতে যাচ্ছেন সে তালাকপ্রাপ্ত। তখন অাপনি কি করবেন?
উত্তর: যতক্ষণ পর্যন্ত না অাপনি কি করবেন ঠিক করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখবেন কিন্তু খুব নিরুত্তাপ ব্যবহার করবেন।
উত্তর: যতক্ষণ পর্যন্ত না অাপনি কি করবেন ঠিক করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখবেন কিন্তু খুব নিরুত্তাপ ব্যবহার করবেন।
◆ অাপনি গান গাইতে ভালোবাসেন এবং অাপনার বন্ধুরাও তাই। কিন্তু অাপনার স্বামী/স্ত্রী অাপনাকে কখনই গাইতে দিতে চান না এবং তিনি কদাচিৎ এ ধরণের সমাবেশে যান। এক্ষেত্রে অাপনি কি করবেন?
উত্তর: যখন অাপনার স্বামী/স্ত্রীর সাথে জলসায় যাবেন তখন কেবল গায়ক গায়িকাদের সাথেই গাইবেন।
উত্তর: যখন অাপনার স্বামী/স্ত্রীর সাথে জলসায় যাবেন তখন কেবল গায়ক গায়িকাদের সাথেই গাইবেন।
◆ অাপনার একটি কিশোর বয়সের ছেলে অাছে যে সবসময় তার চেয়ে অনেক কম বয়সী ছেলেদের সাথে খেলাধুলা করে। কিন্তু অাপনি চান যে, সে তার সমবয়সীদের সাথেই খেলুক। এ অবস্থায় অাপনি কি করবেন?
উত্তর: তার সমবয়সীদের সঙ্গ পায় এ রকম কোন দলীয় সমাবেশে যেতে দেবেন।
উত্তর: তার সমবয়সীদের সঙ্গ পায় এ রকম কোন দলীয় সমাবেশে যেতে দেবেন।
◆ অাপনার রীতিমতো অপছন্দ একজন পরিবারের বন্ধু অাপনার প্রণয়ী হতে চায়। তখন অাপনি কি করবেন?
উত্তর: তাকে না বলবেন এবং সর যে অাপনার কাঙ্ক্ষিত ব্যক্তি নয় তারও ইঙ্গিত দিবেন।
উত্তর: তাকে না বলবেন এবং সর যে অাপনার কাঙ্ক্ষিত ব্যক্তি নয় তারও ইঙ্গিত দিবেন।


No comments:
Post a Comment