eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

সুদাসল

◆ আসল বা মূলধনঃ যে পরিমাণ টাকা গচ্ছিত রাখা হয় বা ধার দেওয়া হয় বা খাটানো হয়, তাকে আসল বা মুলধন বলে।
◆ সুদ বা মুনাফাঃ আসলের অতিরিক্ত যে টাকা ঋণদাতাকে দেওয়া হয়, তাকে সুদ বলে।
◆ সুদাসলঃ সুদ ও অাসলেরর টাকাকে একত্রে সুদাসল বলে। অর্থাৎ সুদাসল = সুদ + আসল।
◆ মুনাফা বা সুদের শ্রেণিবিভাগ:
মুনাফা বা সুদ সাধারণত দুই প্রকার। যথা :
ক. সরল মুনাফা বা সুদ
খ. চক্রবৃদ্ধি মুনাফা বা সুদ
◆ সরল সুদ বা মুনাফা: সুদের হিসাব যদি পুরো সময়ের জন্য সুষমভাবে করা হয়, তবে তাকে সরল সুদ বা মুনাফা বলে।
◆ চক্রবৃদ্ধি মুনাফা বা সুদ : নির্দিষ্ট সময়ান্তে মুনাফা অাসলকে অাসল ধরে পরবর্তী পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য তার উপর মুনাফা নির্ধারণ করা হলে ঐ মুনাফাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে।
কৌশলগত সুত্র:
◆ সরল সুদ = (আসল x সুদের হার x সময়) / ১০০
◆ আসল = (১০০ x মোট সুদ) / (সুদের হার x সময়)
– অংকে সুদাসল দেয়া থাকলে,
◆ আসল = (১০০ x সুদাসল) / (সময় x হার + ১০০)
◆ সুদের হার = (১০০ x মোট সুদ) / (আসল x সময়)
◆ সময় = (১০০ x মোট সুদ) / (আসল x সুদের হার)
◆ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সুদাসল = আসল (১ + সুদের হার/১০০)বছর
সর্টকাট ফর্মুলা:
◆ সরল মুনাফা নির্ণয়ের সূত্র:
I = Pnr
[এখানে, I = মুনাফা, P= অাসল, r = মুনাফার হার এবং n = সময়]
◆ যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র:
➺ মুনাফা I = P{(1+r)^n – 1}
➺ মুনাফা অাসল C = P(1+r)^n
[এখানে, I = মুনাফা, P= অাসল, r = মুনাফার হার এবং n = সময়]
বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর:
১। রকীব সাহেব ৩৭৩৮৯৯ টাকা ব্যাংকে রাখলেন। ১৫/২ বছর পর তিনি অাসল টাকার ৫/৪ অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদের হার কত? [33 BCS]
সমাধান: সুদ = ৩৭৩৮৯৯x৫/৪
= ৪৬৭৩৭৩.৭৫ টাকা
I = Pnr
বা, ৪৬৭৩৭৩.৭৫ = ৩৭৩৮৯৯x৭.৫xr
বা, r = ৪৬৭৩৭৩.৭৫/৩৭৩৮৯৯x৭.৫
বা, r = ১৬.৬৬%
উত্তর: ১৬.৬৬%
২। ৬% হারে নয় মাসে ১০০০০ টাকার উপর সুদ কত? [25 BCS]
সমাধান:
I=Pnr
বা, I = ১০০০০x৯/১২x০.০৬
বা, I = ৪৫০ টাকা
উত্তর: ৪৫০ টাকা
৩। বার্ষিক ৪.৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে? [20 BCS]
সমাধান:
I=Pnr
বা, ৮২৬ = Px৪x৪.৫
বা, P = ৮২৬/৪x ৪.৫
বা, P = ৭০০ টাকা
উত্তর: ৭০০ টাকা
৪। যদি ১ টাকা বিনিয়োগ করা হয় ৮% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ৬ বছর শেষে মোট বিনিয়োগ হবে কত? [BRDB এর পল্লী উন্নয়ন কর্মকর্তা – ২০০৬]
সমাধান:
C = P(1+r)^n
= ১(১+০.০৮)^৬
= ১.০৮^৬
উত্তর: ১.০৮^৬
৫। বার্ষিক ১০% হারে বার্ষিক যৌগিক মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ২০০১]
সমাধান:
C = P(1+r)^n
বা, C = ২০০০(১+০.১০/২)^২
বা, C = ২০০০x১.০৫^২
বা, C =২২০৫
মুনাফা I = ২২০৫-২০০০ = ২০৫ টাকা

No comments:

Post a Comment