eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

উদ্ভিদ বৈচিত্র্য

● সামগ্রিকভাবে জীবের জিনগত, প্রজাতিগত ও পরিবেশগত বৈচিত্রকে বলা হয় – উদ্ভিদ বৈচিত্র্য।
● Taxonomy অর্থ – শ্রেণিবিন্যাসতত্ত্ব।
● Taxonomy শব্দটি প্রথম ব্যবহার করেন – ফরাসি বিজ্ঞানী ক্যানডোলি
● শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক হলো – কিংডম।
● শ্রেণিবিন্যাসের প্রতিটি একককে বলা হয় – ট্যাক্সন।
● উদ্ভিদকাণ্ডের প্রকৃতির উপর ভিত্তি করে থিয়োফ্রাস্টাস উদ্ভিদজগতকে ভাগ করা হয় – ৪ ভাগে।
● গণসমূহের অাধুনিক ধারণার পথিকৃৎ বলা হয় – জোসেফ পিটন ডি টুর্নেফোর্টকে।
● শাখাপ্রশাখা করে ঝোপের সৃষ্টি করে – গুল্ম।
● কয়েকটি গুল্ম উদ্ভিদ – জবা, রঙ্গন, গন্ধরাজ, কাগজীলেবু।
● কয়েকটি উপগুল্ম উদ্ভিদ – কাল্কাসুন্দা, অাশকোওড়া, বেলী।
● কাষ্ঠল কাণ্ডবিশিষ্ট হার্বকে বলে – উডি হার্ব। (যেমন : তোষাপাট)
● ধান, গম, সরিষা, ঘাঘ, কচু, কচুরিপানা, নরমলতাগাছ হলো – বীরুৎ।
● সরিষা, গম, ছোলা হলো – একবর্ষজীবী।
● মূলা, ফুলকপি, বাঁধাকপি হলো – দ্বিবর্ষজীবী।
● অাদা, হলুদ, দূর্বাঘাস হলো – বহুবর্ষজীবী।
● অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বপেক্ষা উন্নত – ফার্ণ।
● নগ্নবীজী উদ্ভিদকে বলা হয় – অাদিম সবীজ উদ্ভিদ।
● মূলের পরিবর্তে রাইজয়েড থাকে – মসবর্গের উদ্ভিদের।
● পুষ্টির জন্য অন্যের উপর নির্ভরশীল – ছত্রাক।
● নগ্নবীজী ও অাবৃতবীজী হলো – পুষ্পক বা সবীজী উদ্ভিদ।
● সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় – স্পাইরোগাইরা নামক শৈবালে।
● যৌন মিলন ছাড়া হ্যাপলয়েড যৌন কোষ হতে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়াকে বলে – পার্থেনোজেনেসিস বা অপুংজনি।
● Polysiphonia এক – সামুদ্রিক লোহিত শৈবাল।
● অসংখ্য সবুজ বা নীল স্পোর উৎপন্ন করে বলে পেনিসিলিয়াম কে বলা হয় – সবুজ বা নীল ছত্রাক।
● ব্যাঙের ছাতা বা মাশরুম নামে পরিচিত – এগারিকাস।
● রৌদ্রে জন্মাতে পারে বলে ‘সান ফার্ণ’ বলা হয় – Pteris কে।
● সাইকাস হলো একটি – জীবন্ত জীবাশ্ম।

No comments:

Post a Comment