eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

বাংলাদেশের সেতু

● বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় – ৪ জুলাই ১৯৮৫ সালে।
● বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর প্রতিষ্ঠাকালীন নাম – যমুনা মাল্টিপারপাস ব্রিজ অথারিটি।
● বাংলাদেশের বৃহত্তম বহুমুখী সেতু – বঙ্গবন্ধু সেতু।
● বাংলাদেশের বৃহত্তম রেলসেতু – হার্ডিঞ্জ ব্রীজ।
● হার্ডিঞ্জ ব্রীজ :
➺ নামকরণ : ১৯১৫ সালে লর্ড হার্ডিঞ্জ উদ্বোধন করার পরে তার নামানুসারে নামকরণ করা হয়।
➺ অবস্থান : পদ্মা নদীর উপর (পাকশী ও ভেড়ামারা)
➺ দৈর্ঘ্য : ১.৭৮৬ কিমি
➺ নির্মাণকাল : ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ
● বঙ্গবন্ধু সেতু :
➺ বর্তমান নাম – বঙ্গবন্ধু সেতু
➺ বাংলাদেশের বৃহত্তম সড়ক সেতু ও রেলসেতু – বঙ্গবন্ধু সেতু।
➺ বঙ্গবন্ধু সেতুতে যে প্রকার রেইললাইন বসানো হয়েছে – ডুয়েলগেজ।
➺ যে জেলাদ্বয় বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে অবস্থিত – সিরাজগঞ্জ ও টাঙ্গাইল।
➺ বঙ্গবন্ধু সেতু প্রকল্পের প্রধান প্রকৌশলী – ইংল্যান্ডের স্টিভ পোলার্ড।
➺ বঙ্গবন্ধু সেতুর নির্মাতা প্রতিষ্ঠানের নাম – হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন (দ. কোরিয়া)
➺ বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য – ৪.৮ কিমি
➺ বঙ্গবন্ধু সেতুর প্রস্থ – ১৮.৫ মিটার
➺ লেনের সংখ্যা – ৪ টি
➺ পাইলের সংখ্যা – ১২১ টি
➺ পিলারের সংখ্যা – ৫০ টি
➺ স্প্যান সংখ্যা – ৪৯ টি
➺ বাংলাদেশ ছাড়া কয়টি দেশ/সংস্থা বঙ্গবন্ধু সেতু নির্মাণের ব্যয় বহন করেছে – ৩ টি। (WB, ADB ও JP Govt.)
➺ বঙ্গবন্ধু সেতুর মাধ্যমে ঢাকার সাথে কোন অঞ্চলের যোগাযোগ স্থাপিত হয় – দেশের উত্তরাঞ্চলের।
➺ বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরাঞ্চলের সাথে ঢাকার সরাসরি ট্রেন সার্ভিস চালু হয় – ১৪ অাগস্ট ২০০৩।
➺ ঢাকা-রাজশাহী বা উত্তরাঞ্চলের প্রথম যে ট্রেনের মাধ্যমে যোগাযোহ স্থাপন করা হয় – সিল্ক সিটি।
● খানজাহান অালী সেতু :
➺ খানজাহান অালী সেতুর অবস্থান – রূপসা নদীর উপর, খুলনায়।
➺ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় – ৩০ মে ২০০১
➺ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন – শেখ হাসিনা
➺ উদ্বোধন করা হয় – ২১ মে ২০০৫।
➺ সেতুর দৈর্ঘ্য – ১.৩৬ মিটার।
➺ সেতুর প্রস্থ – ১৬.৪৮ মিটার।
➺ সেতুর নির্মাণ ব্যয় – ৭২৪.১৫ কোটি টাকা
● পদ্মা সেতু :
➺ প্রথম পদ্মা সেতু :
◇ প্রস্তাবিত দেশের বৃহত্তম সেতুর নাম – পদ্মা সেতু
◇ সেতুর সমীক্ষার নির্মাণ কাজ সম্পন্ন করেছে – জাইকা
◇ সেতু নির্মাণ হবে – মাওয়া-জাজিরা পয়েন্টে।
◇ পদ্মা সেতু হবে – দ্বিতল বিশিষ্ট।
◇ সেতুর দৈর্ঘ্য – ৬.১৫ কিলোমিটার
◇ সেতুর প্রস্থ – ১৮.১০ মিটার
◇ লেন সংখ্যা – ৪ টি।
◇ পাইলের সংখ্যা – ২৬৮ টি।
➺ দ্বিতীয় পদ্মা সেতু :
◇ প্রস্তাবিত দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ হবে – পাটুরিয়া-গোয়ালন্দ পয়েন্টে।
◇ সেতুর দৈর্ঘ্য – ৬.১০ কিলোমিটার
◇ সেতুর প্রস্থ – ১৮.১০ মিটার
● লালন শাহ সেতু :
➺ অবস্থান – পদ্মা নদীর উপর (পাকশী-ভেড়ামারা)
➺ সেতুর দৈর্ঘ্য – ১.৭৮৬ কিলোমিটার
● বাংলাদেশ-জাপান মৈত্রী সেতু :
➺ বাংলাদেশ জাপান মৈত্রী সেতু -১:
◇ অবস্থান – মেঘনা নদীর উপর (মুন্সিগঞ্জ)
◇ সেতুর দৈর্ঘ্য – ০.৯৩ কিলোমিটার।
➺ বাংলাদেশ জাপান মৈত্রী সেতু-২:
◇ অবস্থান: মেঘনা ও গোমতি নদীর উপর (মুন্সিগঞ্জ-কুমিল্লা)
◇ সেতুর দৈর্ঘ্য – ১.৪১ কিলোমিটার।
● বাংলাদেশ-চীন মৈত্রী সেতু:
➺ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ :
◇ অবস্থান – বুড়িগঙ্গা নদীর উপর (পোস্তাগোলা)
◇ সেতুর দৈর্ঘ্য – ৭৮০ মিটার
➺ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-২ :
◇ অবস্থান – বহ্মপুত্র নদীর উপর (ময়মনসিংহ)
◇ সেতুর দৈর্ঘ্য – ৪৬০ মিটার
➺ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-৩ :
◇ অবস্থান – মহানন্দা নদীর উপর (চাঁপাই নবাবগঞ্জ)
◇ সেতুর দৈর্ঘ্য – জানা নেই।
➺ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-৪ :
◇ অবস্থান – করতোয়া নদীর উপর (পঞ্চগড়)
◇ সেতুর দৈর্ঘ্য – ৫৭৭ কিলোমিটার
➺ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-৫ :
◇ অবস্থান – গাবখান নদীর উপর (ঝালকাঠি)
◇ সেতুর দৈর্ঘ্য – ৯১৮ কিলোমিটার।
➺ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-৬ :
◇ অবস্থান – ধলেশ্বরী নদীর উপর (মুন্সিগঞ্জ)
◇ সেতুর দৈর্ঘ্য – ১.৫২ কিলোমিটার।

No comments:

Post a Comment