eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

বোটানিক্যাল নোমেনক্লেচার

● গণ নামের পরে একটি প্রজাতিকে পদ যুক্ত করে ICBN/ICZN স্বীকৃত যে নামকরণ করা হয় তাকে বলে – দ্বিপদ নামকরণ।
● উদ্ভিদের নামকরণের জন্য নীতি নির্ধারণী অান্তর্জাতিক দলিল হলো – ICBN.
● ICBN এর পূর্ণরুপ হলো – International Code of Botanical Nomenclature
● দ্বিপদ নামকরণ সর্বপ্রথম প্রবর্তন করেন – সুইডিস বিজ্ঞানী ব্যারোলাস লিনিয়াস।
● ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের নীতি অনুসরণ করে উদ্ভিদ প্রজাতির নামকরণ করেন – ১৭৫৩ সালের Species Plantarum বইয়ে।
● ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণে নীতি প্রবর্তন করেন তার – System Nature গ্রন্থের দশম সংস্করণে।
● দ্বিপদ নামকরণের জনক বলা হয় – ক্যারোলাস লিনিয়াসকে।
● দ্বিপদ নামকরণে থাকে – ২ টি অংশ।
● জীবের বৈজ্ঞানিক নামের ভাষা হবে অবশ্যই – ল্যাটিন।
● দ্বিপদ নামকরণ হবে – ইটালিক হরফে হবে।
● গণের প্রথম অক্ষর হবে – Capital letter
● গণের অন্যান্য অক্ষর এবং প্রজাতি হবে – Small letter.
● যে বিজ্ঞানী দ্বিপদ নাম অাবিষ্কার করেন তার নাম যুক্ত করতে হয় – দ্বিপদ নামের শেষে।
● দ্বিপদ নামকরণ হাতে লিখলে – ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং প্রতিটি অংশের নিচে অালাদাভাবে দাগ দিতে হবে।
● নিচে কতিপয় উদ্ভিদের বৈজ্ঞানিক নাম দেয়া হলো :
➺ ধান – Oryza sativa
➺ গম – Triticum aestivum
➺ পাট – Corchorus capsularis
➺ কাঁঠাল – Artocarpus heterophyllus
➺ অাম – Mangifera indica
➺ শাপলা – Nymphera nouchali
➺ ভুট্টা – Zea mays
➺ গোলঅালু – Solanum tuberosum
➺ শিমুল তুলা – Bombax ceiba
➺ সুন্দরী – Hertiera fomes
➺ সেগুন – Tectona gradis
➺ মেহগনি – Swietenia mahagoni

No comments:

Post a Comment