eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 13, 2016

মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা

● ভালো-মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই মূল্যবোধ।
● মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট হতে পেতে চায় এবং যা সমাজ ব্যক্কির নিকট হতে লাভ করে।
● মূল্যবোধ ক্রমশ পরিবর্তনশীল।
● মূল্যবোধ স্থান কাল পাত্রভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে।
● মূল্যবোধ মানুষের অাচার অাচারণ নিয়ন্ত্রণ করার সামাজিক মানদণ্ডস্বরূপ।
● মূল্যবোধ সমাবের যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে।
● বুদ্ধিবৃত্তির মূল্যবোধ বলতে কোনো বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্যকে বোঝায়।
● সামাজিক মূল্যবোধ হলো সমাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, শৃঙ্খলাবোধ, অাতিথেয়তা ইত্যাদি।
● রাজনৈতিক মূল্যবোধ যদি গণতান্ত্রিক হয় তবে ঐ রাষ্ট্র এবং সমাজ গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্রে পরিণত হবে।
● নাগরিকের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ হলো গণতান্ত্রিক মূল্যবোধ।
● গণতন্ত্র হলো জনগণের শাসন।
● গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা হলো জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষের নির্বিশেষে প্রত্যেকের জন্য সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত ও অর্থনৈতিক সাম্যের প্রতি সম্মান ও কা কার্যকর করতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা।
● গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টিতে রাষ্ট্র হলো জনগণের।
● দার্শনিক জন স্টুয়ার্ট মিল গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের জন্য তিনটি শর্ত উল্লেখ করেছেন।
● গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গহণ করার ইচ্ছা ও সামর্থ্য জনগণের থাকা প্রয়োজন।
● ব্যক্তিগত অধিকার সংরক্ষণের জন্য জনগণকে সদা সতর্ক থাকতে হবে।
● গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা দ্বারা দায়িত্বশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
● গণতান্ত্রিক মূল্যবোধ নাগরিকের মর্যাদাকে বৃদ্ধি করে।
● মূল্যবোধ হলো সমাজ ও রাষ্ট্রের ভিত্তি।
● সুশাসন হলো জনগণের অংশগ্রহণ, অাইনের শাসন, স্বচ্ছকা, জনমত, সমতা, দক্ষতা, দায়িত্বশীলতা, স্বচ্ছ ও অবাধ তথ্যপ্রবাহ।
● অাইনের শাসন হচ্ছে সুশাসন ও মূল্যোধের অন্যতম উপাদান।
● দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত জলে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
● নৈতিকতা শব্দটি ইংরেজি Ethics শব্দের বাংলা প্রতিশব্দ।
● Ethics শব্দটির উৎপত্তি গ্রিক Ethica শব্দ থেকে।
● Ethics শব্দের বাংলা অর্থ হলো অাচার ব্যবহার বা চরিত্র বা রীতিনীতি বা অভ্যাস।
● শাব্দিক অর্থে নৈতিকতাকে মানুষের রীতিনীতি বা অাচার ব্যবহারেই বোঝায়।
● নৈতিকতা হচ্ছে নীতিঘটিত বা নীতি সংক্রান্ত বিষয় বা মুলনীতি, সৎনীতি বা উৎকর্ষ নীতিকে ধারণ করে।
● নৈতিকতা হলো একটি গুণ যা ভালো অাচারণ অথবা মন্দ অাচার, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কিত।
● নৈতিকতা হলো সমাজ কর্তৃক স্বীকৃত অাচারণবিধি।
● জেনাথান হ্যাইট বলেছেন, “ধর্ম, ঐতিহ্য এবং মানব অাচারণ এ তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব ঘটতে পারে।
● নৈতিকতার উদ্দেশ্য সৎ ও ন্যায়বান মানুষ সৃষ্টি করে সমাজ ও রাষ্ট্রীয় করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সার্বিক উন্নতি সাধন এবং নীতিবোধ প্রতিষ্ঠা করা।
● নৈতিক শিক্ষা শুরু হয় পারিবারিক ভদ্রতা, শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, নিয়ম-নিষ্ঠা, সহনশীলতা ইত্যাদি দ্বারা।
● প্লেটো, এরিস্টটলের সময়ে অাইনসমূহ নীতিশাস্ত্রের ওপর প্রতিষ্ঠিত ছিল।
● এরিস্টটল বলেছেন, “সুন্দর জীবনের স্বার্থেই অাইন বিদ্যমান থাকে।
● রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, অাইন ও নৈতিকতার উৎপত্তিস্থল অভিন্ন।
● অাইনের উদ্দেশ্য সৎ ও ন্যায়বান মানুষ সৃষ্টি করে সামাজ ও রাষ্ট্রীয় জীবনে সার্বিক উন্নতি সাধন এবং নীতিবোধ প্রতিষ্ঠা করা।
● অাইন ও নৈতিকতার অালোচ্য বিষয় মানুষ ও সমাজ।
● অাইনের সাফল্য নির্ভর করে মূলত নীতিবোধের ওপর।
● নীতিবিদ্যার অালোচ্য বিষয় – সমাজে বসবাসকারী মানুষের অাচারণের অালোচনা ও মূল্যায়ন।
● মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার অালোচ্য বিষয় – ঐচ্ছিক ক্রিয়া।
● মূল্যবোধ – মানুষের অাচারণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
● মূল্যবোধ শিক্ষা – নৈতিকতা সম্বন্ধে চেতনা প্রদায়ী শিক্ষা।
● সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠা করার শিক্ষা – মূল্যবোধ শিক্ষা।
● কারাগার যে ধরনের শিক্ষা প্রদান করে – মূল্যবোধ শিক্ষা।
● মূল্যবোধ শিক্ষার শুরু হয় – পরিবার থেকে।
● মূল্যবোধ শিক্ষার প্রধান পদ্ধতি – ২ টি।
● নৈতিকতা উন্নয়নের শিক্ষা দান করে – মূল্যবোধের শিক্ষা।
● ধর্মীয় ও নাগরিকতার শিক্ষা পাওয়া যায় – মূল্যবোধের শিক্ষা থেকে।
● মূল্যবোধ শিক্ষার মাধ্যমে – এক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মের কাছে মূল্যবোধ হস্তান্তর করে।
● মূল্যবোধ শুরু হয় – নৈতিকতার মাধ্যমে।
● Values শব্দটির বাংলা প্রতিশব্দ – মূল্যবোধ।
● মূল্যবোধ – সামাজিক অাচার অাচারণের সমষ্টি।
● সার্বিকভাবে একটি গাইডলাইন হিসেবে ভূমিকা পালন করে – মূল্যবোধ।
● মূল্যবোধকে মানুষের ইচ্ছার একটি মানদণ্ড বলেছেন – এম অার উইলিয়াম।
● “মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ” – এম ডাব্লিউ পামফ্রে।
● মূল্যবোধ – মানসিক বিষয়।
● মূল্যবোধ বিষয়টি বিশ্লেষণ করে পাওয়া যায় – মানসিক প্রক্রিয়া।
● বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য – মূল্যবোধ।
● “মূল্যবোধ হচ্ছে সম্ভাব্য কিভিন্ন লক্ষ থেকে পছন্দ করার এবং অাচারণ মূল্যায়নের মানদণ্ড” – এম স্পেন্সার।
● Values are the standard used to judge behaviour and to chase among various possible goals – M Spenser.
● “কোনো সত্তা বা বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হলো মূল্যবোধ” – অ্যান্থনি জি ক্যাটান্স।
● “ব্যাক্তি বা সামাজিক দলের প্রত্যাশিত অাচারণের মানদণ্ড বা মাপকাঠিসমূহই মূল্যবোধ নামে পরিচিত” – এম ডাব্লিউ পামফ্রে।
● “Something intrinsically valuable or desirable” – W Pumfrey.
● বয়সের সাথে পরিবর্তন ঘটে – মূল্যবোধের।
● মানুষের যে সব বিশ্বাস ও অাদর্শকে সামাজিক মূল্যবোধরূপে সংজ্ঞায়িত করা যায় সেগুলো দলীয় কল্যাণ সাধনের জন্য সংরক্ষণ করা অাবশ্যক বলে বিবেচনা করে” – ফ্রান্স্রিড়ড়স ই মেরিল
● “সামাজিক মূল্যবোধ হলো সমাজ জীবনে বাঞ্ছিত ও অবাঞ্ছিত বিষয়ে সমাজবাসীদের সমবেত ঐক্য” – ওলসেন।
● সমাজে যোগসূত্র ও সতুবনাধন হিসেবে কাজ করে – মূল্যবোধ।
● “সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় অাচার-অাচারণের ধারা, যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত” – Clyde Kluokhon.
● মানুষের অাচার অাচারণের মানদণ্ডকে বলা হয় – সামাজিক মূল্যবোধ।
● স্টুয়ার্ড সিডড – একজন সমাজবিজ্ঞানী।
● ‘যে সব মূল্যবোধ ব্যক্তি সমাজের নিকট থেকে অাশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে খুশি হয়, সে সব মূল্যবোধই সমাজ কর্ম মূল্যবোধ’ উক্তি বলেছেন – স্টুয়ার্ড সিডড।
● ‘সমাজকর্মের মূল্যবোধ সমাজকর্ম অনুশীলনের চালিকাশক্তি এবং পেশাদার সমাজকর্মীর পথপ্রদর্শক। সমাজকর্মীদের অাচার অাচারণ, দৃষ্টিভঙ্গি, কার্যবলি এগুলো নিয়ন্ত্রিত হয়।’ সংজ্ঞাটি দিয়েছেন – কম্পটন ও গ্যালওয়ে।
● নৈতিকতা উদ্ভব ও বিকশিত হয় কোথায়?
উত্তর: মানুষের মনে।
● নৈতিকতা লালন করে – সমাজ।
● মূল্যবোধের অারেক নাম – নৈতিকতা।
● ‘চুরি করা অন্যায়’ বাক্যটি উদাহরণ – নৈতিকতার।
● ‘মিথ্যা বলা ভাল নয়’ এটি একটি – নীতিবাক্য।
● নীতিশাস্ত্রের অালোচ্য বিষয় – নৈতিকতা।
● কোন বিষয় অাইন না হলেও অাইনের মত মান্য করাই – নৈতিকতা।
● নাগরিককে নীতিজ্ঞান শিক্ষা দেয় কোন শাস্ত্র – নীতিশাস্ত্র।
● ___ প্রভাবে মানুষ শৃংখলার পরিপন্থী কাজ করে না – নৈতিকতার।
● সুশাসনের অন্তর্নিহিত শক্তি – নৈতিকতা।
● মানুষের দৈনন্দিন কথাবার্তা ও কাজের ভাল, উচিত ঠিক শব্দগুলো নীতিশাস্ত্রের নৈতিকতা মানদন্ডের দ্বারা নিরূপণ করা হয়’ উক্তিটি – নিউনার ও কিলিং এর।
● নৈতিকতা কোন শাস্ত্রের শাখা – দর্শন।
● Low does not and cannot cover all grounds of morality. – ম্যাকাইভার।
● ___ দ্বারা প্রভাবিত হয়ে মানুষ অাইন অপেক্ষা বিববেক দ্বারা পরিচালিত হয় – নৈতিকতার।
● নৈতিকতার বড় রক্ষা কবচ – বিবেকের দর্শন।
● অধিকতর জনকল্যাণমুখী শাসনই – সুশাসন।
● ‘সুশাসন রাজনৈতিক ব্যবস্থা, এর কার্যকারিতা, যথাযথ কার্যক্রম ও গুণগত মানের সক্ষমতা প্রকাশ করে। – অাতাউর রহমান।
● শাসক ও শাসিতের মাঝে সুসম্পর্ক সৃষ্টি করে – সুশাসন।
● ___ ব্যবস্থায় জনগন ভাবতে শিখে রাষ্ট্র তাদের এবং রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব রয়েছে – সুশাসন।
● ‘সুশাসন মানবাধিকার এবং অাইনের শাসকে নিশ্চিত করে, জনপ্রশাসনকে দক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিতে শক্তিশালী করে তোলে – কফি অানান।
● নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত অাচারণগত উৎকর্ষতাকে বলে – শুদ্ধাচার।
● শুদ্ধাচারের অর্থ – চরিত্রনিষ্ঠা।
● স্বচ্ছতা শব্দের অাভিধানিক অর্থ – নির্ভুলতা।
● অাইনের শাসন অর্থ – অাইনের দৃষ্টিতে সকলেই সমান।
● গণতন্ত্রের মূলমন্ত্র – সাম্য।
● সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ – Good Governance.

No comments:

Post a Comment