eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

ফেব্রুয়ারি-২০১৫

➺ বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: রামু, কক্সবাজার।
➺ বর্তমানে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে কতটি?
উত্তর: ১০২ টি।
➺ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বরাদ্দকৃত প্রতীক কতটি?
উত্তর: ৩৪ টি।
➺ পৌরসভা নির্বাচনের জন্য মোট বরাদ্দকৃত প্রতীক কতটি?
উত্তর: ৩৪ টি।
➺ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রিতষ্ঠা করা হয় কবে?
উত্তর: ২ ফেব্রুয়ারি ২০১৫
➺ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর কার্যালয় কোথায়?
উত্তর: ঢাকা
➺ কত সদস্য বিশিষ্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত?
উত্তর: ৫ জন।
➺ ঢাকা চিড়িয়াখানার বর্তমান নাম কি?
উত্তর: বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা
➺ ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি ১৫ তম কমিউনিটি রেডিও হিসেবে যাত্রা শুরু করে –
উত্তর: রেডিও মেঘনা
➺ ২০১৫ সালে কোন বাংলাদেশী সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন?
উত্তর: সেলিনা হোসেন।
➺ কোকাং কোথায় অবস্থিত?
উত্তর: মিয়ানমার
➺ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অার্মি প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৮৮৯ সালে।
➺ বিশ্বের সবচেয়ে দাসি চিত্রকর্ম কোনটি?
উত্তর: তুমি কবে বিয়ে করবে?
➺ তুমি কবে বিয়ে করবে? চিত্রকর্মটির চিত্রকর কে?
উত্তর: পল গগ্যাঁর
➺ ইতালির বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: সার্জিও মাত্তারেলা
➺ পূর্ব তিমুরের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর: রুই মারিয়া ডি অারাউজো।
➺ দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর: লি ওয়ান কো
➺ গ্রিসের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর: প্রোকোপিস পাভলোপাউলস
➺ বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল অাইন ২০১৫ জাতীয় সংসদে পাস করা হয় কবে?
উত্তর: ২৭ জানুয়ারী ২০১৫
➺ লাইসেন্স ব্যতীত ফরমালিনের অামদানি উৎপাদন বা মজুদের সর্বোচ্চ দণ্ড কি?
উত্তর: যাবজ্জীবন
➺ ৯ জানুয়ারী ২০১৫ কমনওয়েলথের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: মাইথ্রিপালা সিরিসেনা (শ্রীলঙ্কা)
➺ ৩০ জানুয়ারি ২০১৫ অাফ্রিকান ইউনিয়নের ১৩ তম চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: রবার্ট মুগাবে (জিম্বাবুয়ে)
➺ অান্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৭৬ টি
➺ ১৬ ফেব্রুয়ারি ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এর সদস্য পদ লাভ করে?
উত্তর: মাইক্রোরেশিয়া, মন্টিনিগ্রো, পালাউ
➺ অান্তর্জাতিক অাণবিক শক্তি সংন্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৬৩ টি
➺ ২৭ জানুয়ারি ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক অাণবিক শক্তি সংস্থা ১৬৩ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: গায়না
➺ অান্তর্জাতিক মোবাইল স্যাটেলাট সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১০০ টি
➺ ১২ জানুয়ারী ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থার ১০০ তম সদস্য লাভ করে?
উত্তর: জর্জিয়া
➺ ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৬৭ টি
➺ ২ জানুয়ারী ২০১৫ কোন দেশ ইইন্টারন্যাশনাল সিবেড অথিরিটি এর ১৫৭ তম সদস্যপদ লাভ করে?
উত্তর: ফিলিস্তিন
➺ বিম্বের সবচেয়ে যানযটপূর্ণ শহর কোনটি?
উত্তর: মুম্বাই, ভারত।
➺ বিশ্বের সবচেয়ে কম যানজটপূর্ণ শহর কোনটি?
উত্তর: নিস, সার্বিয়া
➺ যানযটপূর্ণ শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?
উত্তর: অষ্টম।
➺ বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ দেশ কোনটি?
উত্তর: কেনিয়া
➺ যানযটপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের কততম?
উত্তর: ৩য়
➺ ২০১৪ সালে কোন দেশে সবচেয়ে বেশি সরকারি বিদেশি বিনিয়োগ এসেছে?
উত্তর: চীন
➺ ৮৭ তম একাডেমি অ্যাওয়ার্ড সেরা চলচিত্র কোনটি?
উত্তর: বার্ডম্যান
➺ ৮৭ তম একাডেমি অ্যাওয়ার্ড সেরা পরিচালক কে?
উত্তর: গঞ্জালেস ইনারিতু
➺ ৮৭ তম একাডেমি অ্যাওয়ার্ড সেরা অভিনেতা কে?
উত্তর: এডি রেইডমেন
➺ ৮৭ তম একাডেমি অ্যাওয়ার্ড সেরা বিদেশী ভাষার চলচিত্র কোনটি?
উত্তর: ইদা
➺ ৮৭ তম একাডেমি অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী কে?
উত্তর: জুলিয়ান মুর
➺ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ও একমাত্র ডবল সেঞ্চুরিয়ান কে?
উত্তর: ক্রিস গেইল
➺ বিশ্বকাপ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক (১৬টি) ছক্কা মারেন কে?
উত্তর: ক্রিস গেইল
➺ ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত ডবল সেঞ্চুরি কতটি?
উত্তর: ৫ টি
➺ ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক (১৬টি) ছক্কামেরেছেন কে কে?
উত্তর: এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, ক্রিস গেইল
➺ বাংলাদেশে কতটি সম্ভামনাময় কৃষি ঐতিহ্য রয়েছে?
উত্তর: ৫ টি।
➺ BORI এর পূর্ণরুপ কি?
উত্তর: Bangladesh Oceanographic Research Institute

➺ তথ্য মন্ত্রণালয় বেসরকারি খাতে কতটি স্যাটেলাইট টেলিভিশন চ্যালেনের অনুমোদন দিয়েছে?
উত্তর: ৪১ টি। তবে ২৩ টি টেলিভিশন চালু অাছে।
➺ বাংলাদেশে প্রকাশিত বাংলা ও ইংরেজি পত্রিকার সংখ্যা কতটি?
➺ ৮৮৫ টি। বাংলায় ৮১৯ টি এবং ইংরেজিতে ৬৬ টি।
➺ বাংলাদেশ সেনাবাহিনীতে অানুষ্ঠানিক ভাবে নারী সৈনিকের অন্তর্ভূক্তি ঘটে কবে?
উত্তর: ২৯ জানুয়ারী ২০১৫
➺ বঙ্গবন্ধু সেনানিবাস কোথায়?
বঙ্গবন্ধু সেতু সংলগ্ন, কালিহাতী, টাঙ্গাইল।
➺ বর্তমানে বাংলাদেশে ভোটার সংখ্যা কত?
উত্তর: ৯৬১৯৮৬৫২ জন
➺ ELC এর পূর্ণরুপ কি?
উত্তর: Electrical Letter of Credit
➺ Electrical Letter of Credit এ এলসি চালু হয় কবে?
উত্তর: ২৭ জানুয়ারি ২০১৫
➺ বাতাসের তীব্রতা ও গতির ভিত্তিতে ঘুর্ণিঝড়ের শ্রেণি কতটি?
উত্তর: ৬ টি
➺ সমুদ্র বন্দরের জন্য ঘুর্ণিঝড়ের সতর্কতা ও হুশিয়ারী সংকেত কতটি?
উত্তর: ১১টি
➺ নদী বন্দরের জন্য ঘুর্ণিঝড়ের সতর্কতা ও হুশিয়ারি সংকেত কতটি?
উত্তর: ৪ টি
➺ ২০১৫ সালে কতজন ২১ শে পদক লাভ করেন?
উত্তর: ১৫ জন
➺ ২০১৪ সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর: ৭ জন
➺ নতুন জাতের মিউজিকা কি?
উত্তর: অালু
➺ ২০১৫ সালের তৃতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: মালয়েশিয়া
➺ সরকারি যানবাহন অাইন-২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তর: ২৪ ফেব্রুয়ারি ২০১৫
➺ বিশ্ব কৃষি ঐতিহ্য রক্ষা করতে কোন সংস্থা Globally Important Agriculture Heritage System ঘোষণা করেন?
উত্তর: খাদ্য ও কৃষি সংস্থা, ২০০২ সালকে।
➺ বর্তমানে বিশ্বের কতটি দেশে কতটি বিশ্ব কৃষি ঐতিহ্য সাইট রয়েছে?
উত্তর: ১৩ টি দেশে ৩১ টি
➺ বিশ্বের কোন সরকার বা রাষ্ট্র প্রধানের বেতন সর্বাধিক?
উত্তর: সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী সি হিয়েন লুং
➺ জন্মনিয়ন্ত্রণ পিলের জনক কে?
উত্তর: মার্কিন রসায়নবিদ কার্ল জারসি
➺ অাম অাদমি পার্টি কবে গঠিত হয়?
উত্তর: ২৬ নভেম্বর ২০১২
➺ ভারতে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তর: অরবিন্দ কেজরিওয়াল
➺ বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি?
উত্তর: অ্যাশটন কার্টার
➺ অাল বাগদাদী শহর কোথায় অবস্থিত?
উত্তর: ইরাকের অানবার প্রদেশে।
➺ ৬ ফেব্রুয়ারি ২০১৫ কোন দেশের অাদালত স্বেচ্ছামৃত্যুর অাইনি স্বীকৃতি দেয়?
উত্তর: কানাডা
➺ বিশ্বের কোন দেশ সরকারি পৃষ্ঠপোষকতায় প্রথম ডিজিটাল মিদ্রা চালু হয়?
উত্তর: ইকুয়েডর, ফেব্রুয়ারি ২০১৫
➺ EMS এর পূর্ণরুপ কি?
উত্তর: Electronic Money System
➺ ইয়েমেনের ক্ষমতা দখলকারী গোষ্ঠীর নাম কি?
উত্তর: হুথি
➺ ইয়েমেনে বিল্পবী কমিটির প্রেসিডেন্ট কে?
উত্তর: মোহাম্মদ অালী অাল হুথি
➺ ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের নামকি?
উত্তর: দোনেৎস্ক ও লুহানস্ক
➺ দক্ষিণ সুদানের বিদ্রোহী নেতার নাম কি?
উত্তর: রিয়েক মাচার
➺ ছবি সম্পাদনার জন্য জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ এর যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১৯ ফেব্রুয়ারি ১৯৯০
➺ ইরাকের রাজধানী বাগদাদের প্রথম নারী মেয়র কে?
উত্তর: জেকরা অালওয়াচ
➺ ওয়ানডে তথা বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ইনিংসের শেষ তিন বলে হ্যাটট্রিক করেন কে?
উত্তর: স্টিভেন ফিন।
➺ ২০১৫ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন –
উত্তর: নোভাক জোকোভিচ (সার্বিয়া), সেরেনা উইলিয়াম (যুক্তরাষ্ট্র)
➺ ১১ তম মহিলা বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ৪-৭ অাগষ্ট ২০১৭
➺ ২০১৫ সালের ৩০ তম অফ্রিকা কাপ অব নেশন্সে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: অাইভরি কোস্ট।

No comments:

Post a Comment