eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 13, 2016

পর্যায় সারণি

★ একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীভুক্ত করে, আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে মৌলসমূহহের যে সারণী বর্তমানে প্রচলিত, তাকে বলা হয় – মৌলের পর্যায় সারণী।
★ বিজ্ঞানী মেন্ডেলিফ’কে বলা হয় — পর্যায় সারণীর জনক।
★ পর্যায় সূত্র আবিষ্কার করেন – মেন্ডেলিফ।
★ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মাত্র দুটি মৌল হাইড্রোজেন ও হিলিয়াম আছে।
★ পর্যায় সারণীতে ৭টি পর্যায় এবং ৯টি শ্রেণী আছে।
★ বিজ্ঞানী নিউল্যান্ডস ১৮৬৪ সালে নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রদান করেন।
★ ধাতু হবার কারণে IA মৌলগুলো তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী।
★ IA মৌলসমূহ রৌপ্য বর্ণের ও উজ্জ্বল।
★ মৌলের ধর্মাবলী মৌলের পারমাণবিক সংখ্যানুসারে পর্যায়ক্রম আবর্তিত হয়।
★ মৌলের স্ফুনাংক পর্যায়ক্রম পরিবর্তিত হয়।
★ f-ব্লক মৌলসমূহকে আভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বলে।
★ মৌলের আয়নিকরণ বিভব একটি পর্যায়বৃত্তিক ধর্ম।
★ ল্যান্থানাইড বর্গকে বিরল মৃত্তিকা মৌল বলে।
★ ক্ষারধাতুগুলির সর্ব বহিঃস্তরে ১টি মাত্র ইলেক্ট্রন থাকে।
★ IIA শ্রেণীর মৌলগুলিকে মৃৎক্ষার ধাতু বলে।
★ মৃৎক্ষার ধাতুর সর্ব বহিঃস্তরে ২টি ইলেক্ট্রন দ্বারা s অরবিটাল পূর্ণ থাকে।
★ পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলির অবস্থান শূণ্য শ্রেণীতে।
★ Al এর গলনাংক Na অপেক্ষা বেশি।
★ ক্ষার ধাতুগুলি পর্যায় সারণীতে IA শ্রেণীতে অবস্থিত।
★ একই শ্রেণীর উপর হতে নিচের দিকে আয়নিকরণ শক্তি কমে যায়।
★ একই পর্যায়ের বাম হতে ডান দিকে ক্রমান্বয়ে আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায়।
★ হ্যালোজেনসমূহ পর্যায় সারণীর VIIA শ্রেণীতে অবস্থিত।
★ যে নিষ্ক্রিয় গ্যাসে অাটটি ইলেকট্রন নেই – হিলিমাম।
★ অার্সেনিকের পারমাণবিক সংকেত – ৩৩।
★ কৃতিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা – ১৬ টি।
★ নিউক্লিয়াসের ধনাত্বক অাধান বৃদ্ধি পায় – পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে।
★ রেডন হলো – তেজস্ক্রিয় মৌল।
★ সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর সাধারণত ব্যবহৃত হয় – নাইট্রোজেন গ্যাস।
★ ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত যে গ্যাস ব্যবহার করা হয় – জেনন।
★ হ্যালোজেনের হাইড্রোসিডগুলোর শক্তি ক্রম – HI>HBr>HCl>HF
★ সবচেয়ে হালকা মৌল – হাইড্রোজেন।
★ যে মৌলিক গ্যাস সবচেয়ে ভারি – রেডন।
★ হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা – ২ টি।
★ IIA উপশ্রণীর মৌলসমূহের হাইড্রক্সাইড সমূহ – ক্ষারধর্মী।
★ বিজ্ঞানী ডর্ন ১৯০০ সালে রেডিয়ামের তেজস্ক্রিয় বিভাজন হতে অাবিষ্কার করেন- রেডন।
★ বিভিন্ন ধাতু:
> ক্ষার ধাতু – লিথিয়াম, সোডিয়াম, পাটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম।
> মৃৎক্ষার ধাতু – ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম।
> মুদ্রা ধাতু – কপার, সিলভার, গোল্ড।
> নোবেল ধাতু – গোল্ড, সিলভার, প্লাটিনাম।
> অবরধাতু/অবস্থান্তর ধাতু- জিংক, টিন, অায়রন, ম্যাঙ্গানিজ।

No comments:

Post a Comment