eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

বাংলাদেশের বিভিন্ন ধরণের শিল্প

✿ পাট শিল্প :
● বিশ্বের বৃহত্তম পাটকল ছিল – অাদমজী জুট মিলস।
● অাদমজী জুট মিলস বন্ধ হয় – ৩০ জুন ২০০২।
● বাংলাদেশে সর্বপ্রথম পাটকল স্থাপন করা হয় – ১৯৫১ সালে।
● ১৯৭১ সালে বাংলাদেশে পাটকল ছিল – ৭৩ টি।
● বাংলাদেশের পাটশিল্পের প্রধান কেন্দ্র অবস্থিত – নারায়নগঞ্জ ও খুলনা।
● জুটনে পাটের ভাগ – ৭০%।
● জুটন অাবিষ্কার করেন – ড. মোঃ সিদ্দিকুল্লাহ।
✿ ইস্পাত ও প্রকৌশল শিল্প:
● বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল শিল্প কর্পোরেশন (BSEC) এর প্রতিষ্ঠা – ১ জুলাই ১৯৭৬ সালে।
● BSEC এর সদর দপ্তর – কারওয়ান বাজার, ঢাকা।
● BSEC এর অধীনে বর্তমানে প্রতিষ্ঠান অাছে – ৯ টি।
✿ বস্ত্র ও তৈরি পোশাক শিল্প :
● বাংলাদেশ কুটির শিল্পের জন্য বিখ্যাত পণ্য – রাজশাহী শিল্ক ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি।
● বাংলাদেশ এককালে বিখ্যাত ছিল – ঢাকাই মসলিন বস্ত্র শিল্পের জন্য।
● তাঁতবস্ত্র, বয়ন শিল্পের জন্য বাংলাদেশের বিখ্যাত স্থান – ঢাকা, কুষ্টিয়া, টাঙ্গাইল, কুমিল্লা, নরসিংদী ও পাবনা।
● বাংলাদেশে পরিকল্পিতভাবে স্থাপিত প্রথম গার্মেন্টস – দেশ গার্মেন্টস, চট্টগ্রাম।
● বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি অবস্থিত – রাঙামাটির চন্দ্রঘোনায়।
● বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প – তৈরি পোশাকশিল্প।
● বিশ্ব বাণিজ্য সংস্থা এর চুক্তি অনুযায়ী বাংলাদেশ কোটামুক্ত বিশ্ব বাণিজ্যে প্রবেশ করে – ১ জানুয়ারী ২০০৫ থেকে।
● বাংলাদেশ সিল্ক উৎপন্ন হয় – রাজশাহীতে।
● বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে – মার্কিন যুক্তরাষ্ট্রে।
● বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মধ্যে মহিলা – প্রায় ৯০ ভাগ।
✿ কাগজ ও মণ্ড শিল্প :
● বাংলাদেশের প্রথম কাগজ কল – কর্ণফুলী কাগজকল।
● কর্ণফুলী কাগজ কল প্রতিষ্ঠিত হয় – ১৯৫৩ সালে।
● বাংলাদেশের সর্ববৃহৎ কাগজের কল – খুলনা নিউজপ্রিন্ট মিল।
● খুলনা নিউজপ্রিন্ট মিল বন্ধ হয়ে যায় – ৩০ নভেম্বর ২০০২।
● কাগজ তৈরির প্রধান উপাদান – বাঁশ, বেত, কাঠ, সবুজ পাট ও রাসায়নিক দ্রব্য।
● BCIC এর নিয়ন্ত্রণাধীন একমাত্র কাগজ কল – কর্ণফুলী পেপার মিল লি.
● কর্ণফুলী পেপার মিলস লি. অবস্থিত চন্দ্রঘোনা, রাঙ্গামাটিতে।
● সবুজ পাট দিয়ে জিপসাম বোর্ড উৎপাদন শুরু হয় – ১৩ নভেম্বর ১৯৯৪ থেকে।
● খুলনা হার্ডবোর্ড মিলস লি. অবস্থিত – খালিশপুর, খুলনা।
✿ সার শিল্প :
● বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা – যমুনা সার কারখানা, জামালপুর।
● যমুনা সার কারখানা চালু হয় – ২৬ ডিসেম্বর ১৯৯১ সালে।
● বাংলাদেশের একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা – যমুনা সার কারখানা।
● জিয়া সার কারখানায় উপাদিত সারের নাম – ইউরিয়া।
● বেসরকারি খাতে বাংলাদেশের একক বৃহত্তম সার কারখানা – কর্ণফুলী সার কারখানা।
● কর্ণফুলী সার কারখানা প্রতিষ্ঠিত হয় – বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে।
● কর্ণফুলী সার কারখানা অবস্থিত – অানোয়ারা, চট্টগ্রাম।
● দেশের প্রথম সার কারখানা – ফেঞ্চুগঞ্জ সার কারখানা, সিলেট।
● ফেঞ্চুগঞ্জ সার কারখানা প্রতিষ্ঠিত হয় – ১৯৬১ সালে।
● ইউরিয়া সারের কাঁচামাল – মিথেন গ্যাস।
● সিলেটের ফেঞ্চুগঞ্জে চীনের সহায়তায় বাস্তবায়নাধীন শাহজালাল সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় – ৪ মার্চ ২০১২।
✿ চিনি শিল্প :
● BSFIC গঠন করা হয় – ১ জুলাই ১৯৭৬ সালে।
● BSFIC যে মন্ত্রণালয়ে অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান – শিল্প মন্ত্রণালয়।
● অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে বর্তমানে BSFIC এর নিয়ন্ত্রণাধীন চিনি কলের সংখ্যা – ১৫ টি।
● BSFIC এর সদর দপ্তর – দিলকুশা, ঢাকা।
● বাংলাদেশের প্রথম চিনিকল – নর্থবেঙ্গল চিনিকল, গোপালপুর নাটোর।
● বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল – কেরু অ্যান্ড কোং লি., দর্শনা, চুয়াডাঙ্গা।
✿ জাহাজ নির্মাণ শিল্প :
● বংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা অবস্থিত – খুলনা, মংলা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ঢাকাতে।
● বাংলাদেশেন সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা – খুলনা শিপইয়ার্ড লি.
● ঢাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্স অবস্থিত – কেরানীগঞ্জ, ঢাকা।
● বাংলাদেশ থেকে রপ্তানীকৃত প্রথম জাহাজের নাম – স্টেলা মেরিস।
● স্টেলা মেরিস রপ্তানি করা হয় – ডেনমার্কে।
● স্টেলা মেরিস নির্মাতা প্রতিষ্ঠান – অানন্দ শিপইয়ার্ড।
● বাংলাদেশের বিভিন্ন জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ও তার অবস্থান:
➺ খুলনা শিপইয়ার্ড লি. – লবণচরা, খুলনা।
➺ চট্টগ্রাম ড্রাইডক লি. – পাতেঙ্গা, চট্টগ্রাম।
➺ নারায়নগঞ্জ ড্রাইডক – নারায়নগঞ্জ
➺ ঢাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস – কেরানীগঞ্জ।
➺ অানন্দ শিপইয়ার্ড লি. – নারায়নগঞ্জ।
➺ কর্ণফুলি ডকইয়ার্ড অ্যান্ড মেরিন ওয়ার্কস প্রা. লি. – পটিয়া, চট্টগ্রাম।
➺ এফ অ্যান্ড এফ শিপিং রিসাইক্লিং – সীতাকুন্ড, চট্টগ্রাম।
✿ সিমেন্ট শিল্প :
● বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা – ছাতক সিমেন্ট কারখানা (১৯৩৮)
● BCIC এর অধীনে পরিচালিত একমাত্র সিমেন্ট কারখানার নাম – ছাতক সিমেন্ট কো. লি.
● মংলা সিমেন্ট কারখানা অবস্থিত – বাগেরহাটে।
● মংলা সিমেন্ট কারখানা দেশের – চতুর্থ সিমেন্ট কারখানা।
● দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিমেন্ট কারখানা অবস্থিত – লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, সুনামগঞ্জের ছাতকে।
✿ ওষুধ শিল্প :
● দেশের ওষুধ তৈরি, অামদানি এবং রপ্তানি, তৈরি, পরিবেশন ও বিক্রয় নিয়ন্ত্রক সরকারি অাইন প্রণয়ন করা হয় – ১৯৪০ সালে।
● দেশে ওষুধ তৈরি, অামদানি এবং মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম – ওষুধ প্রসাশন অধিদপ্তর।
● দেশে সরকারি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির সংখ্যা – ২টি।
● বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে – ব্রাজিলে।
● প্যারাসিটামল সিরাপ তৈরির প্রধান উপাদান – প্যারা অ্যামিনো ফেনল।
✿ দিয়শলাই শিল্প :
● পাকিস্তান অামলে বাংলাদেশে ম্যাচ ফ্যাক্টরি ছিল – ১৮ টি।
● ব্রিটিশ অামলে চট্টগ্রামে যে ম্যাচ ফ্যাক্টরি গড়ে উঠেছিল – চট্টলা ম্যাচ ফ্যাক্টরি।
● ম্যাচ ফ্যাক্টরিগুলোর সংস্থার নাম – বাংলাদেশ ম্যাচ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
● ম্যাচের কাছি তৈরি হয় – কদম ও গেওয়া কাঠ থেকে।
● ম্যাচের বারুত তৈরি হয় – পটাশিয়াম ক্লোরাইড, রেড ফসফরাস এবং সালফার দিয়ে।
✿ সিগারেট শিল্প:
● দেশে সর্ববৃহৎ সিগারেট কারখানা – ব্রিটিশ-অামেরিকা টোবাকো বাংলাদেশ
● সিগারেট শিল্পে বেশি ব্যবহৃত হয় – ভার্জিনিয়া তামাক।
● ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিল ২০০৫ জাতীয় সংসদে পাস হয় – ১৩ মার্চ ২০০৫ সালে।
✿ লবণ শিল্প :
● বাংলাদেশে লবণ উৎপন্ন হয় – কক্সবাজার, চট্টগ্রাম, বৃহত্তর বরিশাল, খুলনা, নোয়াখালী এবং লক্ষীিপুর জেলায়।
● লবণ উৎপাদনে দ্রাবণ পদ্ধতি ব্যবহার করা হয় – শতকরা প্রায় ৫ ভাগ।
● বাংলাদেশ ভূখন্ডে প্রথম লবণ উৎপাদন শুরু করে – সমুদ্র উপকূলবর্তী মালংগি নামক একশেণীর চাষী।
● লবণ শিল্প বিকাশের ক্ষেত্রে বড় ধরণের অগ্রগতি হলো – অায়োডিনযুক্ত লবণ উৎপাদন।
✿ অন্যান্য শিল্প-কারখানা :
● বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত – টঙ্গি ও খুলনায়।
● ওসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরি লি. অবস্থিত – কালুরঘাট, চট্টগ্রাম।
● বাংলাদেশের প্রথম কয়লা শোধনাগার – বিরামপুর হার্ড কোল লি. দিনাজপুর।
● বাংলাদেশের একমাত্র মেশিন টুলস ফ্যাক্টরি – গাজীপুর।
● বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা – গাজীপুর।
● বাংলাদেশের একমাত্র রেয়ন মিল – কর্ণফুলী রেয়ন মিল, চন্দ্রঘোনা, রাঙামাটি।
● বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার – ইস্টার্ন নিফাইনারি, পাতেঙ্গা, চট্টগ্রাম।
● বাংলাদেশের মোটর সাইকেলের সংযোগ কারখানা – এটলাস বাংলাদেশ লিমিটেড, টঙ্গী, গাজীপুর।
● বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানা – চট্টগ্রাম স্টীল মিল, চট্টগ্রাম।

No comments:

Post a Comment