eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

ভৌত রাশি ও এর পরিমাপ

● ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলে – রাশি।
● রাশি – ২ প্রকার। যথা: মৌলিক ও লব্ধ।
● যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে বলে – মৌলিক রাশি।
● মৌলিক রাশি – ৭টি।
● SI পদ্ধতিতে মৌলিক রাশিগুলোর একক :
➺ দৈর্ঘ্যের একক – মিটার
➺ ভরের একক – কিলোগ্রাম
➺ সময়ের একক – সেকেন্ড
➺ তাপমাত্রার একক – কেলভিন
➺ তড়িৎপ্রবাহের একক – অ্যাম্পিয়ার
➺ দীপনক্ষমতার একক – ক্যান্ডেলা
➺ পদার্থের পরিমাণেরর একক – মোল
● যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে বলে – লব্ধ রাশি।
● SI পদ্ধতিতে কয়েকটি লব্ধরাশির একক :
➺ বলের একক – নিউটন
➺ কাজ/শক্তি/তাপ এর একক – জুল
➺ ক্ষমতার একক – ওয়াট
➺ চাপের একক – প্যাসকেল
➺ কম্পাংকের একক – হার্জ
➺ অাধানেরর একক – কুলম্ব
➺ রোধের একক – ওহম
➺ পরিবাহিতার একক – সিমেন্স
➺ তেজস্ক্রিয়তার একক – বেকরেল
➺ এক্সরের একক – রনজেন্ট
➺ লেন্সের একক – ডাইঅপ্টার
● CGS এর পূর্ণরূপ – Centimetre Gram Second System
● FPS এর পূর্ণরূপ – Foot Pound Second System
● MKS এর পূর্ণরূপ – Meter Kilogram Second System
● ISO এর পূর্ণরূপ – International Organization for Standardization
● অান্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় – ১৯৬০ সালে।
● বিভিন্ন পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর ও সময়ের একক :
➺ CGS পদ্ধতিতে :
◇ দৈর্ঘ্যের একক – সেন্টিমিটার।
◇ ভরের একক – গ্রাম
◇ সময়ের একক – সেকেন্ড
➺ FPS পদ্ধতিতে :
◇ দৈর্ঘ্যের একক – ফুট
◇ ভরের একক – পাউন্ড
◇ সময়ের একক – সেকেন্ড
➺ MKS পদ্ধতিতে :
◇ দৈর্ঘ্যের একক – মিটার
◇ ভরের একক – কিলোগ্রাম
◇ সময়ের একক – সেকেন্ড
● গুরুত্বপূর্ণ পরিমাপের সম্পর্ক :
➺ ১ অশ্বক্ষমতা = ৭৪৬ ওয়াট
➺ ১ নটিক্যাল মাইল = ১৮৫৩.১৮ মিটার বা ১.৮৫ কিলোমিটার।
➺ ১ নটিক্যাল মাইল = ১.৪ মাইল
➺ ১ মাইল = ১.৬১ কিলোমিটার
➺ ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
➺ ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
➺ ১ পাউন্ড = ০.৪৫৪৫ কিলোগ্রাম
➺ ১ কিলোগ্রাম = ২.২১ পাউন্ড।
➺ ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
➺ ১ লিটার = ১০০০ ঘন সেন্টিমিটার

No comments:

Post a Comment