eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, November 12, 2016

# তরুণ বা যুবকদের কর্মসংস্থানে বাংলাদেশের অবস্থান ১৮৩টি দেশের মধ্যে ১৭৭তম।
# রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক কর্মকাণ্ডসহ সব বিষয় যুক্ত করে ১৪৬তম অবস্থান নিয়ে বাংলাদেশের স্থান সূচকের নিচের সারিতে।
# সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে ভালো। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল ও ভারতের চেয়ে পিছিয়ে।
# শিক্ষা পাওয়া ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রেও এ দেশের তরুণেরা পিছিয়ে। বাংলাদেশের অবস্থান এ ক্ষেত্রে ১৪৫তম।
# রাজনৈতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের ক্ষেত্রে অবস্থান ১৪০তম।
# বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে কর্মক্ষম ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। এর মধ্যে পুরুষ ১৪ লাখ, নারী ১২ লাখ ৩০ হাজার।
# ১৭ ডিসেম্বর ২০১০ সালে আরব বসন্ত শুরু হয়েছিল তিউনিসিয়ায়।
# তিউনিসিয়ার স্বৈরশাসক জয়নাল আবেদিন বেন আলী।
# মিসরের স্বৈরশাসক হোসনি মোবারক।
# মিসরে ২০১২ সালের নির্বাচনে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের হাত ধরে ক্ষমতায় আসেন মোহাম্মদ মুরসি।
# মিসরের বর্তমান প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি।
# ২০১১ সালের অক্টোবরে মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের শাসনামলের পতন ঘটে।
# হুতি বিদ্রোহী-ইয়েমেনের।
# রুয়ান্ডার রাজধানী কিগালিতে গত ৮-১৪ অক্টোবর অনুষ্ঠিত হয় মন্ট্রিল প্রোটোকলের ২৮তম সম্মেলন।
# এইচএফসি (হাইড্রোফ্লুরোকার্বন) নিঃসরণ বন্ধ করার সিদ্ধান্তে একমত হয়েছে বিশ্বের প্রায় ২০০ রাষ্ট্র।
# এইচএফসি গ্যাস প্রধানত এসি-ফ্রিজ চালানোর শীতক হিসেবে ও অ্যারোসলে ব্যবহৃত হয়। ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত চুক্তির পর ফ্রিজ-এসির শীতক গ্যাস হিসেবে সিএফসি গ্যাস ব্যবহার বাতিল এবং এর বদলে এইচএফসি গ্যাস ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়।
# বৈশ্বিক উষ্ণায়নের কারণ যে গ্রিনহাউস গ্যাসসমূহ তার মধ্যে অন্যতম এইচএফসি গ্যাস। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির প্রধান ইন্ধন কার্বন ডাই-অক্সাইড গ্যাস হলেও, এইচএফসি তার তুলনায় প্রায় ১০ হাজার গুণ বেশি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস।
# এইচএফসির ব্যবহার বাতিল হওয়ার কারণে ২১০০ সালের মধ্যে বায়ুমণ্ডলের তাপমাত্রা ০.৫ ডিগ্রী সেলসিয়াস হ্রাস করার পথ নির্মিত হলো।

# বিশেষজ্ঞদের অনেকে অ্যামোনিয়া ও কার্বন ডাই-অক্সাইডকে প্রাকৃতিক শীতক হিসেবে চিহ্নিত করেছেন এবং এইচএফসি গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহারের ব্যাপারে আশাবাদ জানাচ্ছেন।
# এইচএফসি (হাইড্রোফ্লুরোকার্বন) নিঃসরণ বন্ধ করার সিদ্ধান্তে একমত হয়েছে বিশ্বের প্রায় ২০০ রাষ্ট্র।
# এইচএফসি গ্যাস প্রধানত এসি-ফ্রিজ চালানোর শীতক হিসেবে ও অ্যারোসলে ব্যবহৃত হয়। ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত চুক্তির পর ফ্রিজ-এসির শীতক গ্যাস হিসেবে সিএফসি গ্যাস ব্যবহার বাতিল এবং এর বদলে এইচএফসি গ্যাস ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়।
# বৈশ্বিক উষ্ণায়নের কারণ যে গ্রিনহাউস গ্যাসসমূহ তার মধ্যে অন্যতম এইচএফসি গ্যাস। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির প্রধান ইন্ধন কার্বন ডাই-অক্সাইড গ্যাস হলেও, এইচএফসি তার তুলনায় প্রায় ১০ হাজার গুণ বেশি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস।

No comments:

Post a Comment