eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, December 10, 2017

সাম্প্রতিক সাধারণ জ্ঞান- ২০১৭ সালের সকল গ্রুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেখুন একসাথে


সাম্প্রতিক সাধারণ জ্ঞানঃ ডিসেম্বর-২০১৭

১) ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় – ১৬১০ মার্কিন ডলার
২) ২০১৬-১৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি – ৭.২৮%
৩) বর্তমানে দেশে উপজেলা – ৪৯২ টি, সর্বশেষ শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ
৪) বর্তমানে দেশে পৌরসভা – ৩২৮ টি, সর্বশেষ তাড়াশ, সিরাজগঞ্জ
৫) বর্তমানে DMP থানার সংখ্যা – ৫০ টি
৬) শয়তান ২ যে দেশের ক্ষেপনাস্ত্র – রাশিয়া
৭) ব্রিটিশ পার্লামেন্টে ব্ল্যাক রড পদে প্রথম নারী হিসেবে নিয়োগ পান – সারাহ ক্লার্ক
৮) বিশ্বের প্রথম স্মার্ট ট্রেন চালু করে যে দেশ – চীন
৯) বর্তমানে বিশ্বের সর্বাধিক সুপার কম্পিউটার রয়েছে – চীনে
১০) ২০১৭ সালে ফোর্বসের তালিকায় শীর্ষ ক্ষমতাধর নারী – অ্যাঞ্জেলা মার্কেল
১১) আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC ‘র বর্তমান সদস্য দেশ – ১২৩ টি
১২) ২০১৬ সালে জলবায়ু পরিবর্তনজনিত কারনে শীর্ষ ক্ষতিগ্রস্থ দেশ – হাইতি, বাংলাদেশ – ১৩তম
১৩) ডুয়িং বিজনেস ২০১৮ রিপোর্টে শীর্ষ দেশ – নিউজিল্যান্ড
১৪) ডুয়িং বিজনেস ২০১৮ রিপোর্টে বাংলাদেশের অবস্থান – ১৭৭ তম
১৫) ২১ তম ফিফা বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে – রাশিয়ায়
১৬) রাশিয়া বিশ্বকাপে খেলবে – ৭ টি মুসলিম দেশ
১৭) UNESCO ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐহিত্য ঘোষণা করে – ৩০ অক্টোবর ২০১৭
১৮) বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের – ৩২ তম সদস্য
১৯) দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হবে – পটুয়াখালীর পায়রায়
২০) বাংলাদেশের যে উপজেলায় ৪ টি থানা রয়েছে – চরফ্যাশন
২১) প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি প্রকাশ পায় – ৫ নভেম্বর ২০১৭
২২) রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার নাম – A 135
২৩) বর্তমানে মাছ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ – চীন
২৪) বর্তমানে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ – ৫ম
২৫) ২০১৭ সালের বাংলাদেশ যুব গেমসের মাসকট – তেজস্বী
২৬) বাংলাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক ও সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী মারা যান – ২৪ নভেম্বর ২০১৭
২৭) দ্য ইকোনমিস্ট এর ওয়ার্ল্ড ইন ফিগারেস এর মতে বর্তমানে বিশ্বে চা পানে শীর্ষ দেশ – চীন
২৮) চা পানে বিশ্বে বাংলাদেশের অবস্থান – ১০ম
২৯) যুক্তরাষ্ট্রের আইওপি সায়েন্স নামের জার্নালের জরিপ মতে বর্তমানে বাংলাদেশে বৃক্ষ রয়েছে – ২১% এলাকায়, কিন্তু বনবিভাগের জরিপ মতে রয়েছে ১১%
৩০) ফোর্বস সাময়ীকি মতে ২০১৭ সালের বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান – ৩০ তম
৩১) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুরু হয় – বিকেল ৩ টা ২০ মিনিটে
৩২) ভাষণের স্থায়ীত্বকাল – ১৯ মিনিট
৩৩) ভাষণের শব্দ সংখ্যা – ১১০৮ টি
৩৪) এই ভাষণটি অনূদিত হয় – ১২ টি ভাষায়
৩৫) ভাষণের রেকর্ডকারী – এ এইচ খন্দকার
৩৬) ” ৭ মার্চের ভাষণ আসলে স্বাধীনতার মূল দলিল ” – নেলসন ম্যান্ডেলা, দ. আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা
৩৭) ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপির আকার – ২৪, ৯৮৬ কোটি ডলার বা ২০, ৮৭, ৫৮০ কোটি টাকা
৩৮) জিডিপি হিসাব করা হয় – কৃষি, শিল্প ও সেবাখাত ধরে
৩৯) ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথা পিছু আয় – ১, ২৮, ১৬০ টাকা
৪০) প্রতিমাসে মাথাপিছু আয় – প্রায় ১১,০০০ টাকা
৪১) বাংলাদেশের জিডিপি ‘র প্রবৃদ্ধি ৭% এর বেশি হয় – পরপর ২ বছর
৪২) দেশের ৩১ তম সেনানিবাস নির্মিত হবে – পটুয়াখালীর পায়রা নদীর কাছে লেবুখালীতে
৪৩) এই সেনানিবাসের নাম – শেখ হাসিনা সেনানিবাস
৪৪) দেশে স্বাধীনতা স্তম্ভ নির্মিত হবে – সোহরাওয়ার্দী উদ্যানে
৪৫) গত ১০ বছরে দেশের জলসীমায় মোট নতুন দ্বীপ জেগে উঠে – ২৬ টি
৪৬) চর বন্দনা ও চর রজনীগন্ধা যে জেলায় – নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরে
৪৭) ঠেঙ্গারচর ও জাহাজ্জ্যার চর – চট্টগ্রামের সন্দ্বীপে
৪৮) হাসের চর, কৈয়ার বিল, দুবাইঘোনা দ্বীপগুলো – কক্সবাজারে
৪৯) পরশুরাম প্যালেস, জিয়তকুন্ড রয়েছে – বগুড়ার মহাস্থানগড়ে
৫০) বঙ্গ ও সমতট নগরীর রাজধানী ছিল – বিক্রমপুরে
৫১) প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরের শাখা চালু করা হয় – আবুধাবিতে, নাম ‘ ল্যুভর আবুধাবি”
৫২) বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ – যুক্তরাষ্ট ( ভুল জাপান)
৫৩) সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় – ৩০ জানুয়ারি ১৯৫২, ( ভুল ৩১ জানুয়ারী ১৯৫২), পৃষ্ঠা নং – ৪৩
৫৪) Corner Stone of peace স্মৃতিস্তম্ব অবস্থিত – জাপানে ( ভুল হাইতি)
৫৫) বিশ্বে প্রথমবারের মতো পানযোগ্য পলিথিন তৈরি করে – ইন্দোনেশিয়া
৫৬) ৭ মার্চের ঐতিহাসিক গুরুত্ব UNESCO তে সর্ব প্রথম তুলে ধরেন – ২০১১ সালে, ইডেন মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রোকেয়া খাতুন
৫৭) বাজারে আসছে নতুন – ১০ টি অ্যান্টিবোয়োটিক
৫৮) নিয়মিতভাবে কর প্রদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড – ৮৪ টি স্বীকৃতি প্রদান করে
৫৯) বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০১৮ তে বাংলাদেশ – ষষ্ঠ
৬০) জনসংখ্যায় বর্তমান বিশ্বে বাংলাদেশ – ৮ম
৬১) দেশে ঢাকায় প্রথম রোবট রেস্টুরেন্ট চালু হয় – ১৫ নভেম্বর ২০১৭
৬২) যুক্তরাজ্যের বেক্সিট কার্যকর হবে – ২৯ মার্চ ২০১৯ সালে
৬৩) বর্তমানে চলছে বিপিএল এর – ৫ম আসর
৬৪) ওয়ার্ল্ড এইচআর কংগ্রেসের ” আইসিটি লিডার অব দ্য ইয়ার ” পুরস্কার পেয়েছেন – আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক
৬৫) দেশে প্রথমবারে মতো কর বাহাদুর উপাধি পেল – ৮৪ টি পরিবার
৬৬) ADB. এর নতুন কান্ট্রি ডিরেক্টর – মনমোহন
৬৭) ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল নাম – টেলস্টার১৮
৬৮) বর্তমানে মাছ রপ্তানিতে শীর্ষ দেশ – চীন
৬৯) বর্তমানে মাছ আমদানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র
৭০) জাতীয় আইসিটি দিবস – ১২ ডিসেম্বর
৭১. MDG এর লক্ষ্যমাত্রা কয়টি? উঃ ৮
৭২. IBFT এর পূর্ণরূপ কি? উঃ Internet Banking Fund Transfer
৭৩. মৎস্য উৎপাদনে বাংলাদেশ কততম? উঃ ৫ম
৭৪. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট কোথায় স্থাপিত হবে?
উঃ দিনাজপুর
৭৫. তামাবিল স্থলবন্দর টি কোন জেলায়?
উঃ সিলেট
৭৬. NPSB এর পূর্ণরূপ কি?
উঃ National Payment Switch Bangladesh
৭৭. পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসেন – ৩০ নভেম্বর, ২০১৭
৭৮. একমাত্র অ-ইউরোপীয় পোপ – পোপ ফ্রান্সিস
৭৯. ফ্রান্সিস – ২৬৬ তম পোপ
৮০. সম্প্রতি নতুন অধিদপ্তর করা হয়েছে – শ্রম অধিদপ্তর
৮১. শ্রম অধিদপ্তরের নতুন শাখা হবে – দিনাজপুর, ময়মনসিংহ, ফরিদপুর
৮২. বর্তমানে মাছ উৎপাদনে বাংলাদেশ – ৫ম ( FAO রিপোর্ট -২০১৭)
৮৩. শীর্ষে – চীন
৮৪. বাংলাদেশে স্বাদু পানির মাছের প্রজাতি – ২৩০ টি
৮৫. বিনোদন শহর “ভেন” – তুরস্ক- ইরানের সীমান্তবর্তী শহর
৮৬. বিতর্কিত কারাগার ” রিকারস আইল্যান্ড” – যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক)
৮৭. নিউইয়র্কের নতুন মেয়র – বিল ডি ব্রাজিও
৮৮. ” ৭ মার্চের ভাষণ আসলে স্বাধীনতার মূল দলিল” বলেছেন – নেলসন ম্যান্ডেলা
৮৯. ফিলিস্তিনির মুদ্রা – জর্ডানি দিনার
৯০. রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন – ৩০ নভেম্বর,২০১৭
৯১. বিশ্বে সবচেয়ে বড় শরণার্থী শিবির – দাদার , কেনিয়া
৯২. কোন দেশে সবচেয়ে বেশি শরণার্থী – তুরস্ক
৯৩. মায়ানমার- বাংলাদেশ রোহিঙ্গা বিষয়ক সমঝোতা স্মারক হয় – ২৩ নভেম্বর, ২০১৭
৯৪. ” Coalition of the Year” – বইটির লেখক – প্রণব মুখারজি
৯৫. ইউনেস্কো “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড” দেওয়া শুরু করে – ১৯৯৭ সাল
৯৬. ২০১৭ সালে স্বীকৃতি দেয় – ৭৭ টি নথিকে
৯৭. মোট স্বীকৃতি দেয় – ৪২৭ টি
৯৮. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড” স্বীকৃতি দেয় – ইউনেস্কো (৩০ অক্টোবর,২০১৭)
৯৯. UNDP এর সম্প্রতি শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছে – মাসরাফি বিন মূর্তজা
১০০. G7 এর সর্বশেষ সম্মেলন – তাওরমিনা, ইতালি
১০১. জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করেন – ২১ নভেম্বর,২০১৭
১০২. জিম্বাবুয়ে স্বাধীন হয় – ১৯৮০ সালে ব্রিটেন থেকে
১০৩. রবার্ট মুগাবে – ১৯৮০ সাল থেকে ক্ষমতায়
১০৪. ASEM (Asia-Europe Meeting) এর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক – ২০ নভেম্বর,২০১৭, অনুষ্ঠিত – মিয়ানমারের নেপিডোতে
১০৫. দেশে উদ্ভাবিত প্রথম ওষুধ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে – ন্যান্সভ্যাক
১০৬. ন্যান্সভ্যাক – জন্ডিস (হেপাটাইসিস রোগের ওষুধ)
১০৭. সুদানের বর্তমান প্রেসিডেন্ট – ওমর আল বশির
১০৮. লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন – ৩ নভেম্বর,২০১৭
১০৯. আসিয়ান এর সম্প্রতি বাণিজ্য চুক্তি হয়েছে – চীন নিয়ন্ত্রণাধীন হংকং এর
১১০. আসিয়ান সম্মেলন-২০১৭ হবে – ফিলিপাইনে
১১১. স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী – ম্যারিয়ানো রাহয়
১১২. আলোচিত কাতালেনিয়া – স্পেনের অধীন
১১৩. “ল্যুভর আবুধাবি” উদ্বোধন করেন – ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো
১১৪. “বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক-২০১৮” এ শীর্ষ দেশ – হন্ডুরাস
১১৫. বাংলাদেশের অবস্থান – ষষ্ট
১১৬. জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত – বন, জার্মানি
১১৭. ভুটানের জন্যে বাংলাদেশ স্থলবন্দর চালু করবে – ৪ টি
১১৮. বর্তমানে বাংলাদেশ- ভুটানের সাথে স্থলবন্দর চালু – ১ টি (বুড়িমারী স্থলবন্দর)
১১৯. ঠেঙ্গারচর ‘ অবস্হিত – হাতিয়া , নোয়াখালী ।
১২০. রোহিঙ্গাদের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ফ্লোটিং ম্যান’ এর পরিচালকের নাম কি? সাইদ জুবায়ের আহমেদ।
11. সাম্প্রতিক সাধারণ জ্ঞান নভেম্বর-২০১৭

১. বঙ্গবন্ধুর ০৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ‘ বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য ‘ হিসেবে স্বীকৃতি দিয়েছে
— ইউনেস্কো । ৩০ অক্টোবর , ২০১৭।
২. বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের– ৩২ তম সদস্য।
৩. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা
— ৪৯২ টি । ৪৯২ তম উপজেলা — শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ )।
৪. বাংলাদেশে পানির খনি পাওয়া গিয়েছে — সাভার ও মানিকগঞ্জে।
৫. শেখ হাসিনা ‘ সেনানিবাস অবস্হিত — বরিশালে ।
৬. ২০১৭ সালে যুক্তরাজ্যের সম্মানজনক উপাধি ‘ নাইটহুড ‘ লাভ করেন
— আখলাকুর রহমান চৌধুরী।
৭. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট স্হাপিত হবে — নশিপুর ( দিনাজপুর )।
৮. পদ্মাসেতুর জন্য আনা বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতার ‘ হ্যামার ‘ টির নাম
— তুন ।
৯. ২০১৭ সালে ফোর্বসের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্হান
— ৩০ তম । শীর্ষ ক্ষমতাধর নারী — অ্যাঞ্জেলা মার্কেল।
১০. ২০১৬ – ২০১৭ অর্থবছরে বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ করেছে– সিঙ্গাপুর।
১১. বিবিএস এর চূড়ান্ত প্রতিবেদনে ২০১৬ – ১৭ অর্থবছরে মাথাপিছু আয় এবং জিডিপির প্রবৃদ্ধি
— যথাক্রমে ১৬১০ মা.ড. এবং ৭.২৮ %।
১২. রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ – মিয়ানমার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়- ২৩ নভেম্বর , ২০১৭।

১৩. মাছ উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষ দেশ– চীন। বাংলাদেশ যথাক্রমে ০৫ম এবং ৪৫তম।
১৪. মার্কিন সাময়িকী ‘ ফোর্বস’ এর তথ্য মতে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি– জেফ বেজোস।
১৫. জিম্বাবুয়ের বর্তমান প্রেসিডেন্ট– এমারসন এমনানগাগওয়া।
১৬. UNESCO এর বর্তমান ও ১১তম মহাপরিচালক
— আদ্রেঁ আজুলে ( ফ্রান্স )।
১৭. ২০১৭ সালের ৬৬তম মিস ইউনিভার্স এর নাম
— ডেমি -লি নিল-পিটার্স , দক্ষিণ আফ্রিকা।
১৮. ২০১৭ সালের ৬৭তম মিস ওয়ার্ল্ড এর নাম
— মানসী ছিল্লার , ভারত।
১৯. MNP এর পূর্ণরূপ- Mobile Number Portability।
২০. প্যারাডাইস পেপারস ‘ কেলেঙ্কারি প্রকাশ পায় — ০৫ নভেম্বর ,২০১৭ ।
২১. ‘ প্যারাডাইস পেপারস ‘ এ মোট তথ্য ফাঁস হয়- ১.৪ টেরাবাইট।
২৪. ২৩তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP23 অনুষ্ঠিত হয়
— বন , জার্মানি। ০৬ – ১৭ নভেম্বর ,২০১৭।
২৫. ২৪তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন( COP-24) অনুষ্ঠিত হবে — কাটোওয়াইস , পোল্যান্ড ।
০৩-১৪ ডিসেম্বর ২০১৮ সালে।
২৬.
* চা উৎপাদন ও চা পানে শীর্ষ দেশ. চীন
২৭. লিঙ্গ সমতায় শীর্ষ দেশ- আইসল্যান্ড।

২৮. সম্প্রতি স্বাধীনতা ঘোষণা করা কাতালোনিয়ার রাজধানী– বার্সেলোনা।
২৯. সম্প্রতি ১টি নারী রোবটকে নাগরিকত্ব দিয়েছে– সৌদিআরব। নারী রোবটটির নাম – সোফিয়া।
৩০. প্রথম দেশ সিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের ( ICC ) সদস্য পদ প্রত্যাহার করে — বুরুন্ডি।
৩১. WTO মন্ত্রী পর্যায়ের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে — বুয়েন্স আয়ার্স , আর্জেন্টিনা।
১০ – ১৩ ডিসেম্বর ২০১৭ সালে।
৩২. ডুয়িং বিজনেস ২০১৮ ‘ রিপোর্টে শীর্ষ দেশ নিউজিল্যান্ড । বাংলাদেশ ১৭৭তম।
৩৩. প্রাকৃতিক দূর্যোগে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ– ভারত। বাংলাদেশ — তৃতীয়।
৩৪. ১৯৯৭ – ২০১৬ সালের জলবায়ু পরিবর্তনজনিত কারণে শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ
— হন্ডুরাস
৩৫. সাম্প্রতিক এক রিপোর্টের তথ্য মতে পরিচ্ছন্ন ও সৎ সরকারপ্রধান হিসেবে বিবেচিত শীর্ষ রাষ্ট্রপ্রধান
— অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি) ৩য় – শেখ হাসিনা ( বাংলাদেশ)।

৩৬. RSF এর এক তথ্য মতে সাংবাদিকতায় সবচেয়ে খারাপ দেশ — উত্তর কোরিয়া। ভালো দেশ — নরওয়ে।
বাংলাদেশের অবস্হান — ১৪৬তম।

৩৭. শয়তান – ২– রাশিয়ার তৈরি শক্তিশালী আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্র।
৩৮. ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বলের নাম– টেলস্টার ১৮।
৩৯. আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান
– ডেভিড মিলার ( দক্ষিণ আফ্রিকা)৩৫ বলে সেঞ্চুরি। বিপক্ষ – বাংলাদেশ।
৪০. ২১তম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে রাশিয়ায়। ১৪জুন – ১৫ জুলাই , ২০১৮ ।
৪১. ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী মোট মুসলিম দেশ- ০৭টি দেশ।

৪২. সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি দলের নাম– ম্যানচেস্টার সিটি।
৪৩. ফোর্বস/২০১৭এর এক তথ্য মতে বিশ্বের শীর্ষ ধনী খেলোয়াড়– রজার ফেদেরার , সুইজারল্যান্ড।

১ম পর্বঃ

১) মাইক্রোবায়োলজিতে গবেষণার জন্য ইউনেস্কোর কার্লোস জে ফিনলর পুরষ্কার পেয়েছেন – বাংলাদেশের অধ্যাপক ডা. সমীর সাহা
২) শিশুদের নোবেল খ্যাত ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজের জন্য মনোনীত হয়েছে – বরগুনার কিশোরী সাজেদা আক্তার ( বাল্য বিবাহ প্রতিরোধে)
৩) ২০ তম মহাত্ম গান্ধী পুরষ্কার পেয়েছেন – সৈয়দ আবুল মকসুদ
৪) ম্যানবুকার পুরস্কার ২০১৭ পেয়েছেন – যুক্তরাষ্ট্রের জর্জ স্যান্ডার্স
৫) হতাশাগ্রস্ত শহরের তালিকায় এশিয়ার মধ্যে শীর্ষে – ঢাকা
৬) আর বিশ্বের ১৫০ টি দেশের মধ্যে ঢাকার অবস্থান – ১৪৪ তম হতাশাগ্রস্ত শহর
৭) বিশ্ব ক্ষুধা সূচকে ১১৯ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান – ৮৮ তম
৮) বিশ্বের সবচেয়ে ক্ষুধাগ্রস্ত দেশ – মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
৯) বিশ্বের ৬০ টি নিরাপদ শহরের তালিকায় – ঢাকা ৫৮ তম
১০) বিশ্বের শীর্ষ ৩ নিরাপদ শহর – জাকার্তা, হো চি মিন সিটি, ম্যানিলা
১১) বর্তমানে দেশে দারিদ্যের হার – ২৪.৩% ( বিবিএস)
১২) পদ্মা সেতুর প্রথম স্প্যান সফলভাবে বসানো হয় – জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নং খুঁটিতে, ৩০ সেপ্টেম্বর ২০১৭
১৩) পদ্মা সেতুর পিলার ও পাইলের সংখ্যা – ৪২ ও ২৪০ টা, স্প্যান ৪১ টি
১৪) ওয়ানডেতে এখন বিশ্ব অলরাউন্ডার – পাকিস্তানের মোহাম্মদ হাফিজ
১৫) ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী শাসক – বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( টানা ৯ বছর সহ ১৪ বছর শাসন)
১৬) বর্তমান বিশ্বে নারী সরকার প্রধান – ১২ জন ( তাইওয়ান ছাড়া)
১৭) বিশ্বের ৭ ভাগ দেশ পরিচালিত হচ্ছে – নারী নেতৃত্বে
১৮) ২৮ তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় – ভোলার শাহবাজপুরে
১৯) প্রথম শান্তিতে নোবেল জয়ী মহিলা – বার্থাভন সুটার
২০) ৩য় বারের মতো বিশ্ব সেরা হাফেজ নির্বাচিত হয়েছেন – বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরের হাফেজ আবদুল্লাহ আল মামুন
২১) বিশ্বের বৃহত্তম ইন্টারনেট পেমেন্ট সিস্টেম – পেপাল
২২) বাংলাদেশে পেপাল চালু হয় – ১৯ অক্টোবর ২০১৭
২৩) ২০১৭ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশ – ৯৯ তম
২৪) আগামী ১০ বছরে বাংলাদেশের বৈশ্বিক চ্যালেঞ্জ – ১৫ টি ( ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম)
২৫) প্রথম নদী গবেষণাকেন্দ্র চালু করেছে – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৬) বিশ্বের বৃহত্তম বাঁধ – যুক্তরাষ্ট্রে
২৭) বিশ্বে রাষ্ট্র ধর্ম রয়েছে – ৪৩ টি দেশে
২৮) ” ব্ল্যাকআউট বোম্ব ‘” ফেলার হুমকি দিয়েছে উ. কোরিয়াকে – দ. কোরিয়া
২৯) এই বোম্ব যুক্তরাষ্ট্র ইরাকে ফেলে – ১৯৯০ সালে, ন্যাটো জোট ফেলে সার্বিয়ার বিরুদ্ধে – ১৯৯৯ সালে
৩০) ইন্টোরপোলের বর্তমান সদস্য – ১৯২ টি দেশ
৩১) IPU এর বর্তমান সদস্য দেশ – ১৭৬ টি দেশ
৩২) বাংলাদেশে সর্বশেষ চালু হওয়া বেসরকারি টিভি চ্যানেল – দূরন্ত
৩৩) বাংলাদেশ পুলিশের স্বতন্ত্র ইউনিট – ৩৬ টি
৩৪) ISESCO এর বর্তমান সদস্য দেশ – ৫৪ টি
৩৫) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি দেশ নির্বাচিত হয় – ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে ( ১ মাসের জন্য)
৩৬) কোকো উৎপাদনে শীর্ষ দেশ – আইভেরিকোষ্ট
৩৭) ফেসবুক লাইক বাটনের উদ্ভাবক – জাস্টিন রোজেনসটিন
৩৮) দেশের প্রথম স্মার্টফোন কারখানা চালু করে – ওয়ালটন, চন্দ্রা, গাজীপুরে, ৫ অক্টোবর ২০১৭
৩৯) চট্টগ্রাম জেলায় পর্যটন স্পট – ৩৬ টি
৪০) পাট থেকে পলিথিন ব্যাগ উদ্ভাব। করেছেন – ড. মোবারক আহমদ খান
৪১) প্রথমবারের মতো ব্লাষ্টবিরোধী গমের জাত উদ্ভাবন করে – দিনাজপুরের গম গবেষণা কেন্দ্র, জাতের নাম-বারি ৩৩
৪২) সম্প্রতি কোন ক্রিকেটারের নামে যুক্তরাষ্ট্রে একটি স্টেডিয়ামের নাম করণ করা হয়েছে –
সুনীল গাভাস্কার ( ভারত)
৪৩) স্বপ্নের পদ্মা সেতুরর প্রথম দৃশ্যমান স্টিল স্ট্রাকচার বসানো হয় – ৩০ সেপ্টেম্বর ২০১৭, ৩৭ ও ৩৮ নং পায়ারের স্প্যানে
৪৪) বিশ্বের ভাসমান শহর বলা হয় – ইতালির ভেনিসকে
৪৫) ” দ্য ওয়ার্ল্ড ” নামক কৃত্রিম দ্বীপ – আরব সাগরে, মালিকানা সংযুক্ত আরব আমিরাত
৪৬) বর্তমান বিশ্বের ২য় দীর্ঘস্থায়ী শাসক হলেন – ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াহ
৪৭) দ. কোরিয়া উ. কোরিয়াকে যে হামলার হুমকি দেয় – গ্রাফাইট হামলা
৪৮) গ্রাফাইট বোমা সর্বপ্রথম ব্যবহার করা হয় – ইরাকের বিরুদ্ধে ১৯৯০ সালে
৪৯) এই গ্রাফাইট বোমা পরবর্তীতে ন্যাটো ব্যবহার করে – ১৯৯৯ সালে, সার্বিয়ার বিরুদ্ধে
৫০) সিরিয়ার রাকা শহরটি আইএস মুক্ত হয়য় – ১৭ অক্টোবর ২০১৭
৫১) ফিলিপাইনের ” মারাওয়ি” শহরটি আইএস মুক্ত ঘোষণা দেয় – ১৭ অক্টোবর ২০১৭
৫২) সৌদি আরবের ইতিহাসে প্রথম রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন আল তাকাফিয়ায় নারী শিল্পীর গান সম্প্রচার করা হয়য় – ৩ অক্টোবর ২০১৭
৫৩) সৌদি আরব প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়য় – ২৬ সেপ্টেম্বর ২০১৭
৫৪) সৌদি নারীদের ফতোয়া দেয়ার অধিকার দেয়া হয়য় দেশটির – শুরা কাউন্সিলের ৪৯ তম বৈঠকে
৫৫) ২০১৭ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়া ICAN সংস্থাটি ২৩ এপ্রিল ২০০৭ সালে,আর আত্মপ্রকাশ করে ৩০ এপ্রিল ২০০৭ সালে
৫৬) সংগঠনটির নির্বাহী পরিচালক – বিয়াত্রিচ ফিন
৫৭) এই জোট গঠিত হয় বিশ্বের – ১০১ টি দেশের ৪৬৮ টি সংগঠন ও প্রতিষ্ঠান নিয়ে
৫৮) বাংলাদেশের যে দুটি প্রতিষ্ঠান ICAN এর সদস্য – ফিজিশিয়ান্স ফর সোস্যাল রেসপন্সিবিলিটি বাংলাদেশ ( PSRB) ও সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ( CBS)
৫৯) ফেসবুকে ব্যবহৃত ” ইমোজি ” শব্দটি – জাপানি শব্দ
৬০) ২০ সেপ্টেম্বর ২০১৭ UN এর পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে প্রথম স্বাক্ষর করে যে দেশ – ব্রাজিল
৬১) ২০১৭ সালে অনুষ্ঠিত হবেবে আসিয়ানের – ৩১ তম সম্মেলন
৬২) FAO এর মতে ২০১৭ সালের বন্যায় বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয় – ৮০ লাখ মানুষ
৬৩) সর্বশেষ তথ্য মতে বাংলাদেশে সক্রিয় সিম সংখ্যা – ১৩ কোটি ৯৩ লাখ
৬৪) বর্তমানে সারাবিশ্বে বেকারত্বের হার – ৫.৮%
৬৫) হাওইজা শহরটি – ইরাকে
৬৬) ২০১৭ সালে ঢাকায় এশিয়া কাপের যততম আসর বসে – ১০ম
৬৭) বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৭ অনুযায়ী নারী ও পুরুষের গড় আয়ু – ৭৪ঃ৭০ বছর
৬৮) স্মার্টফোনে HIV নির্ণয় করার প্রযুক্তি আবিষ্কার করেন – ব্রিটিশ বিজ্ঞানীরা
৬৯) সৌরজগতের সবচেয়ে প্রাচীনগ্রহ হিসেবে চিহ্নিত হয়ে – বৃহস্পতি
৭০) সম্প্রতি বিজ্ঞানীরা যে আলো খেকো গ্রহের সন্ধান পেয়েছেন তার নাম – ওয়াস্প ১২ বি, এর অবস্থান অরিগা নক্ষত্রপুঞ্জে

10. সাম্প্রতিক সাধারণ জ্ঞান অক্টোবর ২০১৭

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

০১. প্রশ্ন: ঢাকা মহানগরের মোট আয়তন কত?
উত্তর: ২৬৯.৯৬ বর্গকিলোমিটার।
০২. প্রশ্ন: ঢাকার দুই সিটি করপোরেশনে বর্তমানে মোট ওয়ার্ড কতটি?
উত্তর: ১২৯ টি। (সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪৩ টি)
০৪. পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কী রাখার প্রস্তাব করা হয়েছে?
উত্তর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
০৫. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী হবে?
উত্তর: Ministry of Environment, Forest and Climate Change
০৬. আয়তনে দেশের বৃহত্তম অর্থনৈতিক অনঞ্চল কোথায় হবে?
উত্তর: মিরসরাই (চট্রগ্রাম); এর আয়োতন হবে ৩০ হাজার একর।
০৭. বাংলাদেশ ব্যাংক প্রতিবছর কতবার মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে থাকে?
উত্তর: ২ বার (জানুয়ারি ও জুলাই মাসে)।
০৮. বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ দেন কে?
উত্তর: রাষ্ট্রপতি
০৯. দেশে প্রথম জাতীয় গৃহায়ণ নীতি প্রণয়ন করা হয় কবে?
উত্তর: ১৯৯৩ সালে
১০. কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১৭ আগষ্ট ২০১৭।
১১. বাংলাদেশ সংবিধানে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় কবে?
উত্তর: ১ আগস্ট ২০১৭।
১২. বাংলাদেশ চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা নায়করাজ রাজ্জাক মৃত্যুবরণ করেন ববে?
উত্তর: ২১ আগস্ট ২০১৭।
১৩. সাম্প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালুকৃত নতুন ইনস্টিটিউটের নাম কি?
উত্তর: বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট।
১৪. বাংলাদেশের ৩৮তম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তর: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
১৫. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ‘বিটিআরসির’ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কত?
উত্তর: ৭ কোটি ৩৩ লাখ ৪৭ হজার।
১৬. ১১-১২ আগস্ট ২০১৭ সিটি ও ফোরাম বাংলাদেশ এবং ইনফোকম কলকাতার আয়োজনে কোথায় ‘সার্ক টেক সামিট’ অনুষ্ঠিত হয়?
উত্তর: ঢাকায়।
১৭. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকুনগুনিয়া ও আর্থাইটিস ক্লিনিকের উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ১৩ আগস্ট ২০১৭।
১৮. সম্প্রতিক মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লেখান কোন বাংলাদেশি?
উত্তর: মাগুরার কৃতী সন্তান আব্দুল হালিম।
১৯. বর্তমানে দেশে মোট সমবায় সমিতির সংখ্যা কত?
উত্তর: ৬৩,৩১১ টি।
২০. বেসরকারি খাতে আরো ১০ টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব কবে অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি?
উত্তর: ৯ আগস্ট ২০১৭।
২১. ১১ আগস্ট কোথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘শেখ হাসিনা সড়ক’ উদ্বোধন করা হয়?
উত্তর: মাদারীপুরের শিবচরে।
২৩. রক্তনালির বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামনির বাড়ি কোন জেলায়?
উত্তর: সাতক্ষীরায়।
২৪. রক্তনালির বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামনির হাতে কবে প্রথম দফার অস্ত্রোপচার করা হয়?
উত্তর: ১২ আগস্ট ২০১৭।
২৫. ওআইসি- এর মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন কবে বাংলাদেশ সফরে আসেন?
উত্তর: ২ আগস্ট ২০১৭।
২৬. দেশে ২০১৭ সালের জুলাই মাসে মুদ্রাস্ফীতি কত হয়?
উত্তর: ৫.৫৭%।
২৭. ‘মিস ব্রিটিশ বিউটি কার্ভ ২০১৭’ মুকুট জয় করেন কে?
উত্তর: স্থুলকায় নৃত্যশিল্পী এমিলি ডায়প্রে।
২৮. টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সূচকে জাতিসংঘভুক্ত ১৫৭ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১২০তম।

২৯. ২০১৭ সালের কত তারিখে ঢাকায় ২৭টি দেশের অংশগ্রহণে পানি সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৯-৩০ জুলাই, ২০১৭।
৩০. সম্প্রতি কোথায় ভারতের প্রয়াত রাষ্ট্রপতি পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দেশটির সরকার?
উত্তর: তামিলনাডুর রামেশ্বরমের পেইকরম্বুতে।
৩১. সম্প্রতি কোন দেশের ‘চাওপাদি’ প্রথা নিষিদ্ধ করে আইন পাস করা হয়?
উত্তর: নেপাল।
৩২. দেশের বাইরে চীন কোথায় প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে?
উত্তর: জিবুতিতে।
৩৩. ২০১৭ সালে হিরোশিমা ও নাগাসাকি ট্র্যাজেডির কততম বার্ষিকী পালিত হয়?
উত্তর: ৭২তম।
৩৪. সম্প্রতি কোন দেশটি পঞ্চম প্রজন্মের ‘অদৃশ্য সুপারসনিক জেট’ তৈরির ঘোষণা দেয়?
উত্তর: রাশিয়া।
৩৫. টেস্ট ক্রিকেটের অলরাউন্ডার র্যাং কিংয়ের শীর্ষে রয়েছে কোন খেলোয়াড়?
উত্তর: সাকিব আল হাসান।
৩৬. সম্প্রতি কোন খেলোয়াড় রেকর্ড দামে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়?
উত্তর: নেইমার, ব্রাজিল।
৩৭. সম্প্রতি কোন দেশটি পাসপোর্টের জন্য প্রচলিত পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিল করে?
উত্তর: ভারত।
৩৮. পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী ‘পানামা পেপার্স কেলেঙ্কারির’ অভিযোগে পদত্যাগ করেন?
উত্তর: নওয়াজ শরিফ।
৩৯. পাকিস্তানের বর্তমান অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: শহীদ খাকান আব্বাসী।
৪০. পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কার নাম ঘোষণা করা হয়?
উত্তর: শাহবাজ শরিফ।
৪১. বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু ‘ইউরোপের সেতু’ এর দৈর্ঘ কত?
উত্তর: ৫০০ মিটার।
৪২. ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালিত হয় কবে?
উত্তর: ১-৭ আগস্ট পর্যন্ত।
৪৩. যুক্তরাষ্ট্র কবে মার্কিন নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেন?
উত্তর: ৩ আগস্ট ২০১৭ (এ নিষেধাজ্ঞা কার্যকর হবে ১ সেপ্টেম্বও থেকে)
৪৪. রাশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে কবে ট্রেড-বাই বার্টার চুক্তি স্বাক্ষরিত?
উত্তর: ৬ আগস্ট ২০১৭।
৪৫. স্বাধীন ভারতে জন্ম নেওয়া ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে কে শপথগ্রহণ করেন?
উত্তর: এম ভেঙ্কাইয়া নাইডু (১১ আগস্ট ২০১৭)।
৪৬. কলম্বিয়ায় কবে ৫০ বছরের গৃহযুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়?
উত্তর: ১৫ আগস্ট ২০১৭।
৪৭. ২৩ আগস্ট ২০১৭ চীনে আঘাত হানা ঘূণিঝড়ের নাম কী?
উত্তর: হাতো; জাপানি শব্দ ‘হাতো’ অর্থ কবুতর।
৪৮. ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ১৯ সেপ্টেম্বও ১৯৬০ (করাচি,পাকিস্তান)।
৪৯. কোন আইনের অধীনে মার্কিন প্রেসিডেন্ট কোনো দেশের উপর শুল্ক ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা রাখেন?
উত্তর: ট্রেড আ্যাক্ট ১৯৭৪ এর ৩০১ ধারার আওতায়।
৫০. কাগজবিহীন বাণিজ্য কী?
উত্তর: বিশ্বেও উন্নত দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্য খরচ ও সময় বাঁচাতে কাগুজে নথি নিয়ে কাজ করার বদলে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছে, যেখানে কোনো কাগুজে ফাইলের দরকার পড়ছেনা। এটি কাগজবিহীন বাণিজ্য নামে পরিচিত।
৫১. ‘পানামা পেপারস’ ফাঁস হয় কবে?
উত্তর: ৩ এপ্রিল ২০১৬।
৫২. বর্তমানে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গতি সবচেয়ে বেশি কোন দেশে?
উত্তর: সিঙ্গাপুরে’ ১৫৪.৩৮ এমবিপিএস।
৫৩. বর্তমমানে মোবাইল ইন্টারনেট গতি সবচেয়ে বেশি কোন দেশে?
উত্তর: নরওয়ে; ৫২.৫৯ এমবিপিএস।
৫৪. ২০১৭ সালের অর্থপাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ সূচকে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?
উত্তর: ফিনল্যান্ড।
৫৫. ২০১৭ সালের অর্থপাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৮২তম।
৫৬. ২০১৬-১৭ মৌসুমের জন্য UEFA বর্ষসেরা ফুটবলার মনোনীত হন কে?
উত্তর: ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/পর্তুগাল)
৫৭. সর্বশেষ ১০ আগস্ট ২০১৭ ঘোষিত ফিফা র্যাং কিংয়ে শীর্ষদেশ কোনটি?
উত্তর: ব্রাজিল।
৫৮. ৩১ জুলাই ২০১৭ টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪৩তম হ্যাটট্রিক করেন কে?
উত্তর: মঈন আলী (ইংল্যান্ড)।
৫৯. ২৩তম শীতকালীন অলিম্পিক গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ৯-২৫ ফেব্রুয়ারি ২০১৮; পিয়ং চ্যাং ( দক্ষিণ কোরিয়া)।
৬০. ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ৪-২০ ফেব্রুয়ারি ২০২২; বেইজিং (চীন)
৬১. ১৭তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২৮ সেপ্টেম্বর-৬ অক্টোবর ২০১৯; দোহা, কাতার।
৬২. ১৮তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ৬-১৫ আগস্ট ২০১২১; ইউজিন, যুক্তরাষ্ট্র।
৬৩. ব্রিটিশ অ্যাথলেট মো. ফারাহ টানা কতটি স্বর্ণপদক জয় করেন?
উত্তর: ১০ টি।
৬৪. ‘ইন্টারন্যাশনাল চ্যাম্প

No comments:

Post a Comment