eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, November 12, 2016

দেশাত্মবোধক গান এবং তার লেখক ও সুরকারঃ


=========================
জয় বাংলা, বাংলার জয়
গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার
সুরকার : আনোয়ার পারভেজ
একবার যেতে দে না আমার ছোট্ট
সোনার গাঁয়
গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার
সুরকার : আনোয়ার পারভেজ
একতারা তুই দেশের কথা বল রে এবার
বল
গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার
সুরকার : আনোয়ার পারভেজ
সেই রেল লাইনের ধারে মেঠো পথটার
পাড়ে
গীতিকার : মোহাম্মদ রফিকুজ্জামান
সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
একাত্তরের মা জননী, কোথায় তোমায়
মুক্তিসেনার দল?
গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ
বুলবুল
মোরা একটি ফুলকে বাঁচাব বলে
গীতিকার : গোবিন্দ হালদার
সুরকার : আপেল মাহমুদ
একসাগর রক্তের বিনিময়ে বাংলার
স্বাধীনতা আনলে যারা
গীতিকার : গোবিন্দ হালদার
সুরকার : আপেল মাহমুদ
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব
রে
গীতিকার ও সুরকার : আপেল মাহমুদ
একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে
গীতিকার ও সুরকার : খান আতাউর
রহমান
পূর্বদিগন্তে সূর্য উঠেছে
গীতিকার : গোবিন্দ হালদার
সুরকার : সমর দাস
নোঙ্গর তোলো তোলো
গীতিকার : নইম গহর
সুরকার : সমর দাস
মুক্তির মন্দির সোপানতলে
গীতিকার : মোহিনী চৌধুরী
সুরকার : কৃষ্ণচন্দ্র দে
সোনা সোনা সোনা লোকে বলে
সোনা
গীতিকার ও সুরকার : আবদুল লতিফ
আমি বাংলায় গান গাই
গীতিকার ও সুরকার : প্রতুল
মুখোপাধ্যায়
এই পদ্মা, এই মেঘনা
গীতিকার ও সুরকার : আবু জাফর
ধনধান্যে পুষ্পে ভরা
গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল
রায়
সালাম সালাম হাজার সালাম
গীতিকার : ফজলে খোদা
সুরকার : আবদুল জব্বার
কারার ঐ লৌহকপাট
গীতিকার ও সুরকার : কাজী নজরুল
ইসলাম
ভয় কী মরণে রাখিতে সন্তানে
গীতিকার ও সুরকার : মুকুন্দ দাস
যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ
মুক্তিসেনা
গীতিকার : নাসিম খান
সুরকার : সেলিম আশরাফ
সব কটা জানালা খুলে দাও না
গীতিকার : নজরুল ইসলাম বাবু
সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য
গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ
বুলবুল
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
গীতিকার : মনিরুজ্জামান মনির
সুরকার : আলাউদ্দিন আলি
প্রথম বাংলাদেশ আমার শেষ
বাংলাদেশ
গীতিকার : মনিরুজ্জামান মনির
সুরকার : আলাউদ্দিন আলি
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
গীতিকার : নইম গহর
সুরকার : অজিত রায়
শোনো একটি মুজিবরের থেকে
গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার : অংশুমান রায়
জনতার সংগ্রাম চলবেই
গীতিকার : সিকান্দার আবু জাফর
সুরকার : শেখ লুতফর রহমান
রক্ত দিয়ে নাম লিখেছি
গীতিকার : আবুল কাশেম সন্দ্বীপ
সুরকার : সুজেয় শ্যাম
ও মাঝি নাও ছাইড়া দে
গীতিকার : এসএম হেদায়েত
সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে
ফেব্রুয়ারি
গীতিকার : আবদুল গাফফার চৌধুরী
সুরকার : আলতাফ মাহমুদ
মা গো, ভাবনা কেন?
গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার : সমর দাস

No comments:

Post a Comment