.
Δ নয়নে যাহা পড়ে তাহাই Noun,
Δ Verb এর হল হাটাহুটা,
Δ Pronoun এর বদলি খাটা;
Δ Adverb এর রকম সকম।।
Δ Adjective দোষ-গুনে গায় গান,
Δ Preposition এর অবস্থান;
Δ যোগ -বিয়োগে Conjunction
Δ সুখে -দূঃখে Interjection.
.
==> Noun: নয়নে যাহা পড়ে তাহাই noun মানে
হল আমাদের চারপাশে যা আছে তা সবকিছুই
Noun.
যেমন: father,mother, chair, table, school
ইত্যাদি।
I live in Dhaka
.
==> Pronoun: Pronoun এর বদলি খাটা, এর
মানে হল noun এর পরিবর্তে যেটি বসে সেটি-
ই হল pronoun.
যেমনঃ He, she, it, they ইত্যাদি।
Rahim is a good boy. He plays cricket.
এখানে Rahim এর পরিবর্তে he বসেছে। তাই
এটি হল pronoun.
.
==> Adjective: Adjective এর দোষ গুনে গায়
গান,মানে হল adjective দ্বারা কোন কিছুর
দোষ-গুন,অবস্থা, সঙ্খ্যা ,পরিমান ইত্যাদি
বুঝায়।
যেমনঃ He is a good boy.
এখানে good হল Adjective. এটি দ্বারা গুন
বুঝানো হয়েছে।
.
==> Verb: Verb এর হল হাটাহুটা মানে হল-
এটি দ্বারা কোন কিছুর কার্য সম্পাদন করা
বুঝায়।
যেমনঃ I am writing in a blog
.
==> Adverb: Adverb এর রকম-সকম মানে
হল- এটি দ্বারা কোন verb কিভাবে সম্পন্ন
হচ্ছে তা বুঝায়।
যেমনঃ I am writing slowly. এখানে slowly
একটি adverb.
.
==> Preposition: Pre মানে পুর্বে , Position
মানে অবস্থান। অর্থাৎ,Preposition মানে
পুর্বে-অবস্থান । এটি কোন কিছুর পুর্বে বসে
সেই ওয়ার্ড এর অবস্থান নির্দেশ করে ।
যেমনঃ I am in Dhaka.
.
==> Conjunction: যোগ-বিয়োগে
Conjunction মানে হল- কোন শব্দ বা বাক্যের
মধ্যে এটি সংযোগ ঘটায়।
যেমনঃ He is polite and brilliant.
.
==>Interjection: এটি দ্বারা কোন কিছুর
সুখ,দুঃখ,আনন্দ, বেদনা ইত্যাদি বুঝায় ।
যেমনঃ Hi ! how are you?
এখানে Hi word টি Interjection....
Saturday, November 12, 2016
ছন্দে ছন্দে Parts of Speech শিখিঃ
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment