# সর্বশেষ পানামা পেপারস কেলেঙ্কারিতে
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তার ভাই
'শাহবাজ শরীফ'।
২০১৩ সালে সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন নওয়াজ
শরীফ। এর আগের দুইবারও প্রধানমন্ত্রী
হিসেবে মেয়াদ পূর্ণ করতে পারেননি তিনি।
এর মধ্যে ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানে
ক্ষমতা হারান নওয়াজ। প্রথমবার ১৯৯০
থেকে ১৯৯৩ এবং দ্বিতীয়বার ১৯৯৭ থেকে
১৯৯৯ সাল পর্যন্ত ক্ষমতা ছিলেন তিনি।
১৯৯৩ সালেও দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রীর
পদ ছাড়তে হয় নওয়াজ শরীফকে।
নওয়াজ শরিফের বিরুদ্ধে ১৯৮০র দশক
থেকেই দুর্নীতির অভিযোগ উঠেছে। পানামা
পেপারসে ২০১৫ সালে যেসব তথ্য ফাঁস
করা হয়েছিল, সেগুলো ১৯৯০ দশকের
মাঝা-মাঝি সময়ে আরেকটি ফেডারেল
তদন্তের অংশ ছিল।
ফাঁস হওয়া নথির দৃষ্টে দেখা যায় নওয়াজ
শরীফ এবং তার পরিবারের সদস্যরা অফ-শোর
কোম্পানির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার
করে । এ কারণে নওয়াজ শরিফ, তাঁর দুই ছেলে,
মেয়ে মারিয়াম ও তার স্বামী এবং অর্থমন্ত্রী ইশাক
ডার সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে
অভিযুক্ত করা হয় ।
# গত বছরের ৩ এপ্রিল পানামা পেপার্স ফাঁস
হওয়ার পর পদত্যাগ করা প্রথম ব্যক্তি হলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর ডেভিড গানলাগসন।
আইসল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী একটি
অফ-শোর কোম্পানিতে লক্ষ লক্ষ ডলারের
বিনিয়োগ লুকিয়ে রেখেছিলেন বলে পানামা
পেপারসে তথ্য ফাঁস হলে তিনি পদত্যাগ
করতে বাধ্য হন।
--------------------------------------------
* পানামা পেপারস রক্ষিত ছিল --- মোসাক
ফনসেকায় ।
* মোসাক ফনসেকা হচ্ছে পানামা ভিত্তিক
গোপন সম্পদধারীদের একটি আইনি সহায়তা
ও সেবাদাকারী প্রতিষ্ঠান ।
* পানামা পেপারস ফাঁস হয় ---- ৩ এপ্রিল ২০১৬ ।
* পানামা পেপারস ফাঁস করে ---- ওয়াশিংটন
ভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব
ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ( ICIJ) ।
ICIJ হচ্ছে একটি অনুসন্ধানী সংবাদ সংস্হা ।
* পানামা পেপারস কেলেঙ্কারিকে বলা হয়
Crime of the century বা শতাব্দী সেরা
অপরাধ ।
* বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রনায়ক তথা তাদের
আত্মীয় স্বজনদের অর্থ পাচার আর ট্যাক্স
ফাঁকির তথ্য ছিল মোসাক ফনসেকারের
কাছে । আর মোসাক ফনসেকা র মোট
১ কোটি ১৫ লাখ নথি ফাঁস করে ICIJ ।
গোপন নথিতে ছিল ৪৮ লাখ ই- মেইল , ১০
লাখ ছবি ও ২১লাখ পিডিএফ ফাইল ।
ডিজিটাল ফাইল হিসেবে এ তথ্যের পরিমাণ ২.৬
টেরাবাইট ।
Saturday, August 5, 2017
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment