1⃣ কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তরঃ ভিটামিন কে।
-
2⃣ জীবের বংশ বৃদ্ধির বৈশিষ্ট্য বহন করে?
উত্তরঃ ক্রোমোজম ।
-
3⃣ আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়?
উত্তরঃ মার্কারি।
-
4⃣ বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি-
উত্তরঃ বাড়ে ।
-
5⃣ টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
উত্তরঃ চৌম্বক শক্তি।
-
6⃣ ডিনামাইট আবিষ্কার করেন কে?
উত্তরঃ আলফ্রেড নোবেল।
-
7⃣ কোন ধাতুর ব্যবহার মানুষ সর্বপ্রথম শেখে?
উত্তরঃ তামা ।
-
8⃣ থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, কারণ-
উত্তরঃ অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়।
-
9⃣ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে-
উত্তরঃ ০.০১ মি: গ্রা: ।
-
🔟 বাংলাদেশে প্রথম কত সালে কম্পিউটার স্থাপিত হয়?
উত্তরঃ ১৯৬৪ সালে।
Friday, September 22, 2017
ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে_ ভিটামিন কে।
Tags
# General Science
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
General Science
Labels:
General Science
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment