♠ বাংলাদেশ বিমানের লোগো কে ডিজাইন করেন?
→ কামরুল হাসান
♠ 'সূর্যমুখী' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
→ ঢাকায়
♠ মহানবী (সাঃ) এর নেতৃত্বে পরিচালিত সর্বশেষ যুদ্ধের নাম কী?
→ তাবুক অভিযান
♠ বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্রগামী জাহাজের নাম কী?
→ স্টেলা মেরিস
♠ আধুনিক সমাজতন্ত্রের প্রবক্তা কাকে বলা হয়?
→ মাও সেতুং
♠ ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি?
→ তুরস্ক
♠ উপজেলা প্রথম কার্যকর হয় কোন সালে?
→ ১৯৮৫ সালে
♠ বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
→ ওয়াশিংটন
♠ মুক্তিযুদ্ধে শহিদ একমাত্র মহিলা সাংবাদিকের নাম কী?
→ রোকেয়া গফুর
♠ বাংলাদেশের কোন স্পীকার দায়িত্ব চলাকালীন সময়ে মৃত্যু বরণ করেন?
→ হুমায়ুন রশীদ চৌধুরী
♠ বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
→ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
♠ বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি?
→ বরেন্দ্র গবেষণা জাদুঘর
♠ 'ফিরিঙ্গি' বলা হয় কাদের?
→ ইউরোপীয়দের
♠ 'আবু গারিব' কী?
→ একটি জেলখানা
সংগৃহীত
No comments:
Post a Comment