eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 13, 2017

কারেন্ট অ্যাফেয়ার্স জুন সংখ্যা-২০১৭

**সাম্প্রতিক বিষয়াবলি**
**সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যাবলি
**কারেন্ট অ্যাফেয়ার্স জুন সংখ্যা-২০১৭
1৷ দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয় কোনটিকে?-- মহেশখালী
2৷ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য কত?--৮০ কিমি
3৷ বাংলাদেশের ৩০তম নদী বন্দরের নাম কি?
-- সুনামগঞ্জ নদী বন্দর
4৷ জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ লাভ করে কোন চলচ্চিত্র ?-- বাপজানের বায়োস্কোপ
5৷ বিশ্বের নির্মিতব্য সর্বোচ্চ টাওয়ারের নাম কি?
-- জেদ্দা টাওয়ার(১০০৮ মিটার)
6৷ দক্ষিন এশীয় উপগ্রহ উৎক্ষেপন করে কোন
দেশ?--ভারত
7৷ ফ্রান্সের বর্তমান ও ২৫তম প্রেসিডেন্ট কে?
-- ইমানুয়েল ম্যাক্রো
8৷ দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
--মুন-জায়ে ইন
9৷ ২৮তম ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায়
অনুষ্ঠিত হয়?--ব্রাসেলস, বেলজিয়াম
10৷ ৪৩তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়--
-- তাওরমিনা, ইতালি
11৷ 2017 সালে সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে
শীর্ষ দেশ কোনটি?--নরওয়ে
12৷ 2017 সালে সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে
বাংলাদেশের অবস্থান কত?- ১৪৬তম
13৷ 2017 সালে আরব বুকার পুরস্কার লাভ করেন
কে?--মোহাম্মদ হাসান আলওয়ান( A Small Death গ্রন্থের জন্য)
14৷ মান্নান হীরা "মহামানবের দেশে" টেলিভিশন
নাটকটি কোন ব্যাক্তিকে নিয়ে নির্মিত করেছেন?
-- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
15৷ 2016-2017 অর্থ বছরে জিডিপিতে কৃষি খাতের অবদানের হার কত? --14.79%
16৷ 2016-2017 অর্থ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদানের হার কত? --32.48%
17৷ 2016-2017 অর্থ বছরে জিডিপিতে সেবা খাতের অবদানের হার কত? -- 52.73%
18৷ বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ কোনটি?
--কক্সবাজার-টেকনাফ
19৷ ভারতের দক্ষিণ এশিয়ার উপগ্রহ উৎক্ষেপণ করা হয় কত ডিগ্রী পূর্ব দ্রাগ্রিমাংশে?-- ৪ ডিগ্রী
20৷ "The president is missing" উপন্যাসের লেখক কে? --মার্কিন লেখক জেমস প্যাটারসন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন
21৷ চিকুনগুনিয়া কি? -- চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ৷ শব্দটি আফ্রিকান,
যার অর্থ "ধনুকের মত বেঁকে যাওয়া" ৷
রোগটি প্রথমে 1952 সালে আফ্রিকাতে দেখা যায়

22৷ AIIB এর বর্তমান সদস্য হলো --৭৭
23৷ বর্তমানে সামরিক ব্যায়ে শীর্ষ দেশ?-- যুক্তরাষ্ট্র
24৷ দেশের প্রথম ডিজিটাল সিটি হচ্ছে -- সিলেট
25৷ "জালিয়ার দ্বীপ" এর অবস্থান কোথায়?
-- বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদের মাঝখানে
26৷ বছর হিসেবে বিশ্বে সবচেয়ে বেশি বজ্রপাত
আঘাত হানে কোন দেশে?-- ভেনিজুয়েলা
27৷ সৌদি আরবে অস্র সরবরাহকারীদের মধ্যে
শীর্ষ দেশ কোনটি?--যুক্তরাষ্ট্র
28৷ ফ্রান্সের নতুন নেপোলিয়ন কে?--ইমানুয়েল ম্যাক্রো
29৷ চীনের উদ্যোগে গৃহীত ওয়ান বেল্ট ওয়ান
রোড কে বলা হচ্ছে--নতুন সিল্করুট
30৷ ১২ মে ২০১৭ বিশ্বজুড়ে সাইবার হামলা হয় কোন ভাইরাসের মাধ্যমে?--রেনসমওয়্যার
31৷ পলাশী পান্তর কোন নদীর তীরে অবস্থিত?
--ভাগীরথী নদী
***অর্থবছর ২০১৬-২০১৭
বাংলাদেশের আর্থসামাজিক সূচক(32-38)
32৷ মাথাপিছু আয় -- 1602 মা,ডলার
33৷ মাথাপিছু জিডিপি-- 1538 মা, ডলার
34৷ জনসংখ্যা-- 16.18 কোটি
35৷ জডিপি প্রবৃদ্ধির হার--7.24%
36৷ জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার-- 3.40%
37৷ জিডিপিতে শিল্পখাতের প্রবৃদ্ধির হার-- 10.50%
38৷ জিডিপিতে সেবা খাতের প্রবৃদ্ধির হার-- 6.50%
39৷ বাংলা একাডেমী প্রবর্তিত ২০১৭ সালের
রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?
--অধ্যাপক হায়াৎ মামুদ এবং শিল্পী মিতা হক
40৷ দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা যুক্তরাষ্ট্রের
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যাবস্থার নাম কি?
-- THAAD
41৷ উত্তর কোরিয়ার নির্মিতব্য কৃত্রিম দ্বীপ
"সোহে আইল্যান্ডস" এর অবস্থান-- পীত সাগরে
42৷ "অপরাজেয় বাংলা, অঙ্কুর, ডলফিন, মা ও শিশু এবং অঙ্গীকার" ভাস্কর্যগুলোর স্থপতি কে?
-- সৈয়দ আব্দুল্লাহ খালিদ
43৷ কোন দেশের উদ্ভিদবিজ্ঞানীরা চা-গাছের
জীবনরহস্য উন্মোচন করেছে?--চীন।

No comments:

Post a Comment