eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 13, 2017

Connectors

টপিকস :- Connectors.
পর্ব :- 01 [খুবই গুরুত্বপূর্ণ ]
___________Connectors____________
  শুরুতে বলে রাখতে চাই, English  Free handwriting, Translations ও ইংরেজীর বিভিন্ন প্রক্রিয়াতে Connectors এর ব্যবহার নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর্বটি ভালো করে বুঝতে পারলে পরের পর্বগুলোর আলোচনা অতিসহজেই বুঝতে পারবেন।
▶#Connectors :-      
                        কোন কিছু বলা বা লেখার সময় বক্তব্যের সঙ্গতি বা যৌক্তিক চলমানতা বজায় রাখতে যে Word/Phrase সমূহ ব্যবহৃত হয় তাকে Connectors বলে।
মূলত Connectors কোনগুলো?
▶ কপিতয় Connectors এর তালিকা নিচে উল্লেখ করছি:-
যেমন :-
▶ And = এবং।
▶ Or = অথবা।
▶ But = কিন্তু।
▶ As = যেহেতু।
▶ When = কখন।
▶ While = যখন।
▶ Where = সেখানে।
▶ Since = যখন/যেহেতু।
▶ Because = কারন।
▶ Though = যদিও।
▶ Although = যদিও।
▶ First of all = সর্বপ্রথম।
▶ Rather = বরং।
▶ That = যে।
▶ Thus = এইভাবে।
▶ Therefore = সুতরাং।
▶ In order to = জন্য।
▶ In order that = কারনে/নিমিত্তে।
▶ Such as = যেমন।
▶ Similarly = অনুরূপভাবে।
▶ As well as = এবং।
▶ Along with = সাথে।
▶ Above all = সর্বপুরি।
▶ Sometimes = মাঝে মাঝে।
▶ Furthermore = অধিকন্তু।
▶ Moreover = অধিকন্তু।
▶ Besides = তাছাড়া।
▶ Even if = এমনকি যদি।
▶ Really = মূলত।
▶ In addition = আরও।
▶ However = যাহোক।
▶ In fact = বাস্তবিক পক্ষে।
▶ Firstly = প্রথমত।
▶ Secondly = দ্বিতীয়ত।
▶ Thirdly = তৃতীয়ত।
▶ Here = এখানে।
▶ There = সেখানে।
▶ Yet = তথাপি।
▶ So that = যাতে।
▶ Whatever = যাই-হোক-না কেন।
▶ Whenever = যখনই।
▶ Accordingly = যথার্থভাবে।
▶ Then = তখন।
▶ Than = চেয়ে।
▶ As is = যেন।
▶ Finally = চুড়ান্তভাবে।
▶ For instance = উদাহরণসরূপ।
▶ For example = উদাহরণসরূপ।
▶ Before = পূর্বে।
▶ After = পরে।
▶ As a result = ফলে।
▶ Consequently = ফলসরূপ।
▶ Similarly = সাদৃশ্যপূর্ণভাবে।
▶ Nevertheless = তথাপি।
▶ Now that = যেহেতু।
এই Connectors গুলো যদিও সহজ শব্দ মনে হচ্ছে তবে অর্থ গুলো কেমন জানি সেম টু সেম মনে হবে।তবে অর্থ গুলো ভালো করে আয়ত্ত করতে হবে ফলে Connectors এর ব্যবহার নিঃসন্দেহে আপনার কাছে ক্লিয়ার লাগবে অনেকটাই।
#কপিতয়_Connectors_এর_ব্যবহার:-
1) Who/Which/That/Where:-
#WHO:-
ব্যক্তির পরিবর্তে Who বসে:-
যেমনঃ -
• I know the boy who stole my bag.
          বাক্যটি ভালো করে লক্ষ্য করুন বাক্যটি তে who হলো কানেক্টর,
I know the boy = আমি ছেলেটিকে ছিনি,
Who (যে) stole my bag = যে আমার বেগটি চুরি করছে, অর্থাৎ "The boy" বালকটিকে নিদিষ্ট করে বুঝানোর জন্য Who ব্যবহার করা হয়েছে।
#WHICH:-
▶ বস্তুর পরিবর্তে Which/that বসে:-
যেমনঃ-
• Sahed bought a book which/that is very beautiful.
         বাক্যটি ভালো করে খেয়াল করুন, উক্ত বাক্যে which/that হলো কানেক্টর। Sahed bought a book = সাহেদ একটি বই কিনল....
Which/That (যেটি/যেটা) is very beautiful = যেটা খুবই সুন্দর।
অর্থাৎ "a book" একটি বইয়ের সৌন্দর্য প্রকাশ করতে Which/that হয়েছে।
#WHERE:-
▶ স্থানের পরিবর্তে Where বসে:-
যেমনঃ
• This is the place where i was born.
           বাক্যটি ভালো করে লক্ষ্য করুন, উক্ত বাক্যে "where" হলো কানেক্টর।
This is the place এটা/ইহা এই জায়গা/স্থান..
Where (যেখানেই) i was born = যেখানেই আমি জন্ম নিয়েছিনাম অথবা জন্মগ্রহণ করেছিলাম।
অর্থাৎ "The place" = স্থানটি'কে নিদিষ্ট করে বুঝানোর জন্য "Where" কানেক্টর টি ব্যবহার করা হয়েছে।

No comments:

Post a Comment